উদ্বোধনের বাকি এক দিন, তার আগেই টোকিও অলিম্পিককে ঘিরে বিতর্কের ঘনঘটা। অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা ভাইরাস। অলিম্পিক আয়োজন নিয়ে এখনো আছে সংশয়। বিতর্ক আরও উসকে দিচ্ছে উদ্বোধনের দুই দিন আগে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক কেনতারো কোবায়েশি ছাঁটাই হওয়ার ঘটনা।
অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো গতকাল জানিয়েছেন, কেনতারো কোবায়েশিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। হাশিমোতো বলেছেন, ‘আমরা জানতে পেরেছি কেনতারো কোবায়েশি ১৯৯৮ সালে ইহুদি গণহত্যা নিয়ে এক কমেডি অনুষ্ঠানে কৌতুক করেছিলেন। তাঁকে বলতে শোনা গেছে, চল গণহত্যা শুরু করি! উদ্বোধনের অল্প সময় আগে অলিম্পিকে অংশগ্রহণকারীদের মনে আঘাত দেওয়ার ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
প্রায় ২৩ বছর আগে করা কেনতারো কোবায়েশির কৌতুকের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে অলিম্পিক আয়োজক কমিটির। ‘দ্য জাপানিজ ট্র্যাডিশন’ নামের একটি জনপ্রিয় কমেডি অনুষ্ঠানের সদস্য ছিলেন কেনতারো কোবায়েশি। করোনার মধ্যে অলিম্পিক আয়োজনের মাঝেই তাঁর ভিডিও ক্লিপটি যেন উসকে দিয়েছে বিতর্কের আগুন।
একটি মার্কিনি মানবাধিকার সংস্থার প্রধান ও ইহুদি ধর্মযাজক রাবাই আব্রাহাম কুপার বলেছেন, ‘একজন ব্যক্তি যতই মেধাবী হন না কেন, নাৎসিদের গণহত্যা নিয়ে কৌতুক করার কোনো অধিকার তাঁর নেই। টোকিও অলিম্পিকের এই কর্মকর্তা নোংরা কৌতুকের মাধ্যমে ৬০ লাখ নিহত ইহুদি ও প্যারা অলিম্পিকে অংশ নেওয়া শারীরিক প্রতিবন্ধীদের অপমান করেছেন।’
সহপাঠীকে হয়রানি করায় এ সপ্তাহেই ছাঁটাই হয়েছেন জাপানি সংগীত পরিচালক কেইগো ওয়ামাদা। তাঁর তৈরি আবহ সংগীত বাজানোর পরিকল্পনাও বাদ দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে।
উদ্বোধনের বাকি এক দিন, তার আগেই টোকিও অলিম্পিককে ঘিরে বিতর্কের ঘনঘটা। অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা ভাইরাস। অলিম্পিক আয়োজন নিয়ে এখনো আছে সংশয়। বিতর্ক আরও উসকে দিচ্ছে উদ্বোধনের দুই দিন আগে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক কেনতারো কোবায়েশি ছাঁটাই হওয়ার ঘটনা।
অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো গতকাল জানিয়েছেন, কেনতারো কোবায়েশিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। হাশিমোতো বলেছেন, ‘আমরা জানতে পেরেছি কেনতারো কোবায়েশি ১৯৯৮ সালে ইহুদি গণহত্যা নিয়ে এক কমেডি অনুষ্ঠানে কৌতুক করেছিলেন। তাঁকে বলতে শোনা গেছে, চল গণহত্যা শুরু করি! উদ্বোধনের অল্প সময় আগে অলিম্পিকে অংশগ্রহণকারীদের মনে আঘাত দেওয়ার ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
প্রায় ২৩ বছর আগে করা কেনতারো কোবায়েশির কৌতুকের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে অলিম্পিক আয়োজক কমিটির। ‘দ্য জাপানিজ ট্র্যাডিশন’ নামের একটি জনপ্রিয় কমেডি অনুষ্ঠানের সদস্য ছিলেন কেনতারো কোবায়েশি। করোনার মধ্যে অলিম্পিক আয়োজনের মাঝেই তাঁর ভিডিও ক্লিপটি যেন উসকে দিয়েছে বিতর্কের আগুন।
একটি মার্কিনি মানবাধিকার সংস্থার প্রধান ও ইহুদি ধর্মযাজক রাবাই আব্রাহাম কুপার বলেছেন, ‘একজন ব্যক্তি যতই মেধাবী হন না কেন, নাৎসিদের গণহত্যা নিয়ে কৌতুক করার কোনো অধিকার তাঁর নেই। টোকিও অলিম্পিকের এই কর্মকর্তা নোংরা কৌতুকের মাধ্যমে ৬০ লাখ নিহত ইহুদি ও প্যারা অলিম্পিকে অংশ নেওয়া শারীরিক প্রতিবন্ধীদের অপমান করেছেন।’
সহপাঠীকে হয়রানি করায় এ সপ্তাহেই ছাঁটাই হয়েছেন জাপানি সংগীত পরিচালক কেইগো ওয়ামাদা। তাঁর তৈরি আবহ সংগীত বাজানোর পরিকল্পনাও বাদ দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৯ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪৩ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে