Ajker Patrika

ইহুদি গণহত্যা নিয়ে কৌতুকের ঘটনায় ছাঁটাই অলিম্পিক উদ্বোধনী পরিচালক

ইহুদি গণহত্যা নিয়ে কৌতুকের ঘটনায় ছাঁটাই অলিম্পিক উদ্বোধনী পরিচালক

উদ্বোধনের বাকি এক দিন, তার আগেই টোকিও অলিম্পিককে ঘিরে বিতর্কের ঘনঘটা। অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা ভাইরাস। অলিম্পিক আয়োজন নিয়ে এখনো আছে সংশয়। বিতর্ক আরও উসকে দিচ্ছে উদ্বোধনের দুই দিন আগে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক কেনতারো কোবায়েশি ছাঁটাই হওয়ার ঘটনা।

অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো গতকাল জানিয়েছেন, কেনতারো কোবায়েশিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। হাশিমোতো বলেছেন, ‘আমরা জানতে পেরেছি কেনতারো কোবায়েশি ১৯৯৮ সালে ইহুদি গণহত্যা নিয়ে এক কমেডি অনুষ্ঠানে কৌতুক করেছিলেন। তাঁকে বলতে শোনা গেছে, চল গণহত্যা শুরু করি! উদ্বোধনের অল্প সময় আগে অলিম্পিকে অংশগ্রহণকারীদের মনে আঘাত দেওয়ার ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

প্রায় ২৩ বছর আগে করা কেনতারো কোবায়েশির কৌতুকের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে অলিম্পিক আয়োজক কমিটির। ‘দ্য জাপানিজ ট্র্যাডিশন’ নামের একটি জনপ্রিয় কমেডি অনুষ্ঠানের সদস্য ছিলেন কেনতারো কোবায়েশি। করোনার মধ্যে অলিম্পিক আয়োজনের মাঝেই তাঁর ভিডিও ক্লিপটি যেন উসকে দিয়েছে বিতর্কের আগুন।

একটি মার্কিনি মানবাধিকার সংস্থার প্রধান ও ইহুদি ধর্মযাজক রাবাই আব্রাহাম কুপার বলেছেন, ‘একজন ব্যক্তি যতই মেধাবী হন না কেন, নাৎসিদের গণহত্যা নিয়ে কৌতুক করার কোনো অধিকার তাঁর নেই। টোকিও অলিম্পিকের এই কর্মকর্তা নোংরা কৌতুকের মাধ্যমে ৬০ লাখ নিহত ইহুদি ও প্যারা অলিম্পিকে অংশ নেওয়া শারীরিক প্রতিবন্ধীদের অপমান করেছেন।’

সহপাঠীকে হয়রানি করায় এ সপ্তাহেই ছাঁটাই হয়েছেন জাপানি সংগীত পরিচালক কেইগো ওয়ামাদা। তাঁর তৈরি আবহ সংগীত বাজানোর পরিকল্পনাও বাদ দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে।

বিষয়:

অন্য খেলা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত