উদ্বোধনের বাকি এক দিন, তার আগেই টোকিও অলিম্পিককে ঘিরে বিতর্কের ঘনঘটা। অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা ভাইরাস। অলিম্পিক আয়োজন নিয়ে এখনো আছে সংশয়। বিতর্ক আরও উসকে দিচ্ছে উদ্বোধনের দুই দিন আগে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক কেনতারো কোবায়েশি ছাঁটাই হওয়ার ঘটনা।
অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো গতকাল জানিয়েছেন, কেনতারো কোবায়েশিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। হাশিমোতো বলেছেন, ‘আমরা জানতে পেরেছি কেনতারো কোবায়েশি ১৯৯৮ সালে ইহুদি গণহত্যা নিয়ে এক কমেডি অনুষ্ঠানে কৌতুক করেছিলেন। তাঁকে বলতে শোনা গেছে, চল গণহত্যা শুরু করি! উদ্বোধনের অল্প সময় আগে অলিম্পিকে অংশগ্রহণকারীদের মনে আঘাত দেওয়ার ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
প্রায় ২৩ বছর আগে করা কেনতারো কোবায়েশির কৌতুকের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে অলিম্পিক আয়োজক কমিটির। ‘দ্য জাপানিজ ট্র্যাডিশন’ নামের একটি জনপ্রিয় কমেডি অনুষ্ঠানের সদস্য ছিলেন কেনতারো কোবায়েশি। করোনার মধ্যে অলিম্পিক আয়োজনের মাঝেই তাঁর ভিডিও ক্লিপটি যেন উসকে দিয়েছে বিতর্কের আগুন।
একটি মার্কিনি মানবাধিকার সংস্থার প্রধান ও ইহুদি ধর্মযাজক রাবাই আব্রাহাম কুপার বলেছেন, ‘একজন ব্যক্তি যতই মেধাবী হন না কেন, নাৎসিদের গণহত্যা নিয়ে কৌতুক করার কোনো অধিকার তাঁর নেই। টোকিও অলিম্পিকের এই কর্মকর্তা নোংরা কৌতুকের মাধ্যমে ৬০ লাখ নিহত ইহুদি ও প্যারা অলিম্পিকে অংশ নেওয়া শারীরিক প্রতিবন্ধীদের অপমান করেছেন।’
সহপাঠীকে হয়রানি করায় এ সপ্তাহেই ছাঁটাই হয়েছেন জাপানি সংগীত পরিচালক কেইগো ওয়ামাদা। তাঁর তৈরি আবহ সংগীত বাজানোর পরিকল্পনাও বাদ দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে।
উদ্বোধনের বাকি এক দিন, তার আগেই টোকিও অলিম্পিককে ঘিরে বিতর্কের ঘনঘটা। অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা ভাইরাস। অলিম্পিক আয়োজন নিয়ে এখনো আছে সংশয়। বিতর্ক আরও উসকে দিচ্ছে উদ্বোধনের দুই দিন আগে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক কেনতারো কোবায়েশি ছাঁটাই হওয়ার ঘটনা।
অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো গতকাল জানিয়েছেন, কেনতারো কোবায়েশিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। হাশিমোতো বলেছেন, ‘আমরা জানতে পেরেছি কেনতারো কোবায়েশি ১৯৯৮ সালে ইহুদি গণহত্যা নিয়ে এক কমেডি অনুষ্ঠানে কৌতুক করেছিলেন। তাঁকে বলতে শোনা গেছে, চল গণহত্যা শুরু করি! উদ্বোধনের অল্প সময় আগে অলিম্পিকে অংশগ্রহণকারীদের মনে আঘাত দেওয়ার ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
প্রায় ২৩ বছর আগে করা কেনতারো কোবায়েশির কৌতুকের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে অলিম্পিক আয়োজক কমিটির। ‘দ্য জাপানিজ ট্র্যাডিশন’ নামের একটি জনপ্রিয় কমেডি অনুষ্ঠানের সদস্য ছিলেন কেনতারো কোবায়েশি। করোনার মধ্যে অলিম্পিক আয়োজনের মাঝেই তাঁর ভিডিও ক্লিপটি যেন উসকে দিয়েছে বিতর্কের আগুন।
একটি মার্কিনি মানবাধিকার সংস্থার প্রধান ও ইহুদি ধর্মযাজক রাবাই আব্রাহাম কুপার বলেছেন, ‘একজন ব্যক্তি যতই মেধাবী হন না কেন, নাৎসিদের গণহত্যা নিয়ে কৌতুক করার কোনো অধিকার তাঁর নেই। টোকিও অলিম্পিকের এই কর্মকর্তা নোংরা কৌতুকের মাধ্যমে ৬০ লাখ নিহত ইহুদি ও প্যারা অলিম্পিকে অংশ নেওয়া শারীরিক প্রতিবন্ধীদের অপমান করেছেন।’
সহপাঠীকে হয়রানি করায় এ সপ্তাহেই ছাঁটাই হয়েছেন জাপানি সংগীত পরিচালক কেইগো ওয়ামাদা। তাঁর তৈরি আবহ সংগীত বাজানোর পরিকল্পনাও বাদ দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে।
আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১২ মিনিট আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
২ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
৩ ঘণ্টা আগে