নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দারুণ শুরুর পর শেষটা হয়ে থাকল আক্ষেপের গল্প। রোমান সানা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, তিনি হেরে গেছেন! কানাডার ডুয়েনাস ক্রিসপিনের সঙ্গে শুরুটা হয়েছিল প্রথম সেট জিতে। শেষ সেটে এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশি তিরন্দাজ হেরে গেলেন ম্যাচ। এতে বাংলাদেশের আশার সমাপ্তিও ঘটে গেল টোকিও অলিম্পিকে।
স্বপ্ন ভাঙলেও রোমান থামতে চান না এক অলিম্পিকেই। তাঁর লক্ষ্য, ২০২৮ অলিম্পিকে সোনা জয়। প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে নেমেছিলেন রোমান। প্রথম সুযোগেই পদক জিতে ফিরবেন দেশে, এমন আশা তিনি নিজেও করেননি। লক্ষ্য ছিল নিজের অভিজ্ঞতার ভান্ডার যতটুকু সম্ভব সমৃদ্ধ করা। এর বাইরে যা অর্জন হবে সেটাই সাফল্য। সে বিবেচনায় বাংলাদেশের প্রথম তিরন্দাজ হিসেবে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত এসেছেন, সেটাও কম কি!
ইয়েমোনোস হিমাপার্কে গতকাল প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারান রোমান। ব্রিটিশ প্রতিপক্ষের বিপক্ষে এক সেট বাদে বাকি চার সেটে দাপট ধরে রেখেই খেলেছিলেন দেশসেরা তিরন্দাজ। অলিম্পিকে নিজের প্রথম জয়ের উদ্যাপন করতে সময় পেয়েছেন এক ঘণ্টারও কম। দ্রুতই নেমে পড়তে হয়েছে দ্বিতীয় রাউন্ড খেলতে।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে বসলেও চতুর্থ সেট জিতে ঘুরে দাঁড়ান রোমান। খেলা গড়ায় পঞ্চম সেটে। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান।
শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। রোমান ম্যাচ হেরে যান ৪-৬ ব্যবধানে। শেষ তিরে ১০ স্কোর করতে পারলে ম্যাচটা টাইব্রেকে নিতে পারতেন রোমান, সুযোগ পেতেন ম্যাচ জেতারও।
প্রথম সেট জেতার পর এভাবে ম্যাচ হারবেন, নিজেও মানতে পারছিলেন না রোমান। ম্যাচ শেষে বলেছেন, ‘আমার এই ম্যাচ জেতার দারুণ সুযোগ ছিল। আমার লক্ষ্য এখন ২০২৮ অলিম্পিকে সোনা জয়। ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। সে লক্ষ্যে সর্বোচ্চটাই দেব।’
বাংলাদেশের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছিলেন রোমান সানা। তাঁর বিদায়ে পদকের স্বপ্ন এক প্রকার শেষই হয়ে গেছে বাংলাদেশের। রোমান বাদে বাংলাদেশ থেকে আরও যে পাঁচ অ্যাথলেট অংশ নিয়েছেন অলিম্পিকে, তাঁরা সবাই খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। শুটার আবদুল্লাহ হেল বাকি এরই মধ্যে বাদ পড়েছেন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাগজে-কলমে পদকের স্বপ্ন টিকিয়ে রেখেছেন নারী আর্চার দিয়া সিদ্দিকী, সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান।
দারুণ শুরুর পর শেষটা হয়ে থাকল আক্ষেপের গল্প। রোমান সানা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, তিনি হেরে গেছেন! কানাডার ডুয়েনাস ক্রিসপিনের সঙ্গে শুরুটা হয়েছিল প্রথম সেট জিতে। শেষ সেটে এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশি তিরন্দাজ হেরে গেলেন ম্যাচ। এতে বাংলাদেশের আশার সমাপ্তিও ঘটে গেল টোকিও অলিম্পিকে।
স্বপ্ন ভাঙলেও রোমান থামতে চান না এক অলিম্পিকেই। তাঁর লক্ষ্য, ২০২৮ অলিম্পিকে সোনা জয়। প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে নেমেছিলেন রোমান। প্রথম সুযোগেই পদক জিতে ফিরবেন দেশে, এমন আশা তিনি নিজেও করেননি। লক্ষ্য ছিল নিজের অভিজ্ঞতার ভান্ডার যতটুকু সম্ভব সমৃদ্ধ করা। এর বাইরে যা অর্জন হবে সেটাই সাফল্য। সে বিবেচনায় বাংলাদেশের প্রথম তিরন্দাজ হিসেবে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত এসেছেন, সেটাও কম কি!
ইয়েমোনোস হিমাপার্কে গতকাল প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারান রোমান। ব্রিটিশ প্রতিপক্ষের বিপক্ষে এক সেট বাদে বাকি চার সেটে দাপট ধরে রেখেই খেলেছিলেন দেশসেরা তিরন্দাজ। অলিম্পিকে নিজের প্রথম জয়ের উদ্যাপন করতে সময় পেয়েছেন এক ঘণ্টারও কম। দ্রুতই নেমে পড়তে হয়েছে দ্বিতীয় রাউন্ড খেলতে।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে বসলেও চতুর্থ সেট জিতে ঘুরে দাঁড়ান রোমান। খেলা গড়ায় পঞ্চম সেটে। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান।
শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। রোমান ম্যাচ হেরে যান ৪-৬ ব্যবধানে। শেষ তিরে ১০ স্কোর করতে পারলে ম্যাচটা টাইব্রেকে নিতে পারতেন রোমান, সুযোগ পেতেন ম্যাচ জেতারও।
প্রথম সেট জেতার পর এভাবে ম্যাচ হারবেন, নিজেও মানতে পারছিলেন না রোমান। ম্যাচ শেষে বলেছেন, ‘আমার এই ম্যাচ জেতার দারুণ সুযোগ ছিল। আমার লক্ষ্য এখন ২০২৮ অলিম্পিকে সোনা জয়। ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। সে লক্ষ্যে সর্বোচ্চটাই দেব।’
বাংলাদেশের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছিলেন রোমান সানা। তাঁর বিদায়ে পদকের স্বপ্ন এক প্রকার শেষই হয়ে গেছে বাংলাদেশের। রোমান বাদে বাংলাদেশ থেকে আরও যে পাঁচ অ্যাথলেট অংশ নিয়েছেন অলিম্পিকে, তাঁরা সবাই খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। শুটার আবদুল্লাহ হেল বাকি এরই মধ্যে বাদ পড়েছেন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাগজে-কলমে পদকের স্বপ্ন টিকিয়ে রেখেছেন নারী আর্চার দিয়া সিদ্দিকী, সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান।
বলটি ধেয়ে আসছিল এলমান মতিনের দিকেই। কিন্তু নাগালের বাইরে হওয়ায় নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। উল্টো তা রিসিভ করতে হয় মাঠের বাইরে থাকা এক সাংবাদিককে। তাঁর এমন দক্ষতায় মতিন হাসিমুখে বলে ওঠেন ‘নাইস’। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ ফুটবলারের বাংলায় কথা বলতে তেমন কোনো জড়তা নেই, বাচনভঙ্গি স্বভাবতই ইংরেজদের...
১২ মিনিট আগেলাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে আজ জিতলে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আর যদি হেরে যায় ‘যদি-কিন্তু’র দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের...
৩৭ মিনিট আগেপাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে একটাই লক্ষ্যের কথা জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। সে লক্ষ্য, বিশ্বকাপ নিশ্চিত করা। টানা তিন ম্যাচ জিতে সে লক্ষ্যের খুব কাছে চলে এলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বেড়েছে দলের। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ আজ। প্রতিপক্ষ পাকিস্তান, যারা তাদের আগের ম্যাচেই...
১ ঘণ্টা আগে৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১৩ ঘণ্টা আগে