নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দারুণ শুরুর পর শেষটা হয়ে থাকল আক্ষেপের গল্প। রোমান সানা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, তিনি হেরে গেছেন! কানাডার ডুয়েনাস ক্রিসপিনের সঙ্গে শুরুটা হয়েছিল প্রথম সেট জিতে। শেষ সেটে এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশি তিরন্দাজ হেরে গেলেন ম্যাচ। এতে বাংলাদেশের আশার সমাপ্তিও ঘটে গেল টোকিও অলিম্পিকে।
স্বপ্ন ভাঙলেও রোমান থামতে চান না এক অলিম্পিকেই। তাঁর লক্ষ্য, ২০২৮ অলিম্পিকে সোনা জয়। প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে নেমেছিলেন রোমান। প্রথম সুযোগেই পদক জিতে ফিরবেন দেশে, এমন আশা তিনি নিজেও করেননি। লক্ষ্য ছিল নিজের অভিজ্ঞতার ভান্ডার যতটুকু সম্ভব সমৃদ্ধ করা। এর বাইরে যা অর্জন হবে সেটাই সাফল্য। সে বিবেচনায় বাংলাদেশের প্রথম তিরন্দাজ হিসেবে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত এসেছেন, সেটাও কম কি!
ইয়েমোনোস হিমাপার্কে গতকাল প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারান রোমান। ব্রিটিশ প্রতিপক্ষের বিপক্ষে এক সেট বাদে বাকি চার সেটে দাপট ধরে রেখেই খেলেছিলেন দেশসেরা তিরন্দাজ। অলিম্পিকে নিজের প্রথম জয়ের উদ্যাপন করতে সময় পেয়েছেন এক ঘণ্টারও কম। দ্রুতই নেমে পড়তে হয়েছে দ্বিতীয় রাউন্ড খেলতে।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে বসলেও চতুর্থ সেট জিতে ঘুরে দাঁড়ান রোমান। খেলা গড়ায় পঞ্চম সেটে। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান।
শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। রোমান ম্যাচ হেরে যান ৪-৬ ব্যবধানে। শেষ তিরে ১০ স্কোর করতে পারলে ম্যাচটা টাইব্রেকে নিতে পারতেন রোমান, সুযোগ পেতেন ম্যাচ জেতারও।
প্রথম সেট জেতার পর এভাবে ম্যাচ হারবেন, নিজেও মানতে পারছিলেন না রোমান। ম্যাচ শেষে বলেছেন, ‘আমার এই ম্যাচ জেতার দারুণ সুযোগ ছিল। আমার লক্ষ্য এখন ২০২৮ অলিম্পিকে সোনা জয়। ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। সে লক্ষ্যে সর্বোচ্চটাই দেব।’
বাংলাদেশের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছিলেন রোমান সানা। তাঁর বিদায়ে পদকের স্বপ্ন এক প্রকার শেষই হয়ে গেছে বাংলাদেশের। রোমান বাদে বাংলাদেশ থেকে আরও যে পাঁচ অ্যাথলেট অংশ নিয়েছেন অলিম্পিকে, তাঁরা সবাই খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। শুটার আবদুল্লাহ হেল বাকি এরই মধ্যে বাদ পড়েছেন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাগজে-কলমে পদকের স্বপ্ন টিকিয়ে রেখেছেন নারী আর্চার দিয়া সিদ্দিকী, সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান।
দারুণ শুরুর পর শেষটা হয়ে থাকল আক্ষেপের গল্প। রোমান সানা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, তিনি হেরে গেছেন! কানাডার ডুয়েনাস ক্রিসপিনের সঙ্গে শুরুটা হয়েছিল প্রথম সেট জিতে। শেষ সেটে এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশি তিরন্দাজ হেরে গেলেন ম্যাচ। এতে বাংলাদেশের আশার সমাপ্তিও ঘটে গেল টোকিও অলিম্পিকে।
স্বপ্ন ভাঙলেও রোমান থামতে চান না এক অলিম্পিকেই। তাঁর লক্ষ্য, ২০২৮ অলিম্পিকে সোনা জয়। প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে নেমেছিলেন রোমান। প্রথম সুযোগেই পদক জিতে ফিরবেন দেশে, এমন আশা তিনি নিজেও করেননি। লক্ষ্য ছিল নিজের অভিজ্ঞতার ভান্ডার যতটুকু সম্ভব সমৃদ্ধ করা। এর বাইরে যা অর্জন হবে সেটাই সাফল্য। সে বিবেচনায় বাংলাদেশের প্রথম তিরন্দাজ হিসেবে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত এসেছেন, সেটাও কম কি!
ইয়েমোনোস হিমাপার্কে গতকাল প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারান রোমান। ব্রিটিশ প্রতিপক্ষের বিপক্ষে এক সেট বাদে বাকি চার সেটে দাপট ধরে রেখেই খেলেছিলেন দেশসেরা তিরন্দাজ। অলিম্পিকে নিজের প্রথম জয়ের উদ্যাপন করতে সময় পেয়েছেন এক ঘণ্টারও কম। দ্রুতই নেমে পড়তে হয়েছে দ্বিতীয় রাউন্ড খেলতে।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে বসলেও চতুর্থ সেট জিতে ঘুরে দাঁড়ান রোমান। খেলা গড়ায় পঞ্চম সেটে। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান।
শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। রোমান ম্যাচ হেরে যান ৪-৬ ব্যবধানে। শেষ তিরে ১০ স্কোর করতে পারলে ম্যাচটা টাইব্রেকে নিতে পারতেন রোমান, সুযোগ পেতেন ম্যাচ জেতারও।
প্রথম সেট জেতার পর এভাবে ম্যাচ হারবেন, নিজেও মানতে পারছিলেন না রোমান। ম্যাচ শেষে বলেছেন, ‘আমার এই ম্যাচ জেতার দারুণ সুযোগ ছিল। আমার লক্ষ্য এখন ২০২৮ অলিম্পিকে সোনা জয়। ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। সে লক্ষ্যে সর্বোচ্চটাই দেব।’
বাংলাদেশের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছিলেন রোমান সানা। তাঁর বিদায়ে পদকের স্বপ্ন এক প্রকার শেষই হয়ে গেছে বাংলাদেশের। রোমান বাদে বাংলাদেশ থেকে আরও যে পাঁচ অ্যাথলেট অংশ নিয়েছেন অলিম্পিকে, তাঁরা সবাই খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। শুটার আবদুল্লাহ হেল বাকি এরই মধ্যে বাদ পড়েছেন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাগজে-কলমে পদকের স্বপ্ন টিকিয়ে রেখেছেন নারী আর্চার দিয়া সিদ্দিকী, সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে