Ajker Patrika

আড়াল থেকে আবার উঁকি বিতর্কিত সুপার লিগের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৩: ৫৬
Thumbnail image

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ধুঁকছে বার্সেলোনা ও জুভেন্টাস। বড় কোনো চমক না থাকলে অভিজাতদের চ্যাম্পিয়নস লিগে থেকে বাদ পড়ে ‘গরিবের’ ইউরোপা লিগে নেমে যাওয়ার শঙ্কায় এ দুই দল। আর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় মানে কোটি কোটি টাকা লোকসান।

সেই লোকসান এড়িয়ে বার্সা-জুভেন্টাসকে আর্থিক সচ্ছলতা এনে দিতে পারত প্রস্তাবিত ইউরোপিয়ান সুপার লিগ। গত বছরেও ইউরোপের বড় দলগুলো এক পায়ে রাজি ছিল এই টুর্নামেন্টে খেলতে। কিন্তু উয়েফা ও ফিফার চাপে জন্মের আগেই বিলীন হওয়ার ঝুঁকিতে সুপার লিগ।

সেই ঝুঁকি এড়াতেই সুপার লিগের হাল ধরতে নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ এক কর্মকর্তাকে। সুপার লিগের প্রধান নির্বাহীর পদে বসেছেন ৪৮ বছর বয়সী বার্ন্ড রেইখার্ট। জার্মানভিত্তিক মিডিয়া জায়ান্ট আরটিএল গ্রুপের পরিচালকের পদে ছিলেন রেইখার্ট। নিয়োগদাতা হিসেবে এ২২ স্পোর্টস ম্যানেজমেন্টের কথা বলা হলেও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, রেইখার্টের এই নিয়োগের কলকাঠি নেড়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। 

গত বছরের মাঝামাঝি সময়ে ইউরোপিয়ান ফুটবলে ঝড় তুলেছিল ১২ দলের প্রস্তাবিত সুপার লিগ। উয়েফার হুমকিতে ইংল্যান্ড, জার্মানির ক্লাবগুলো সড়ে দাঁড়ালেও সুপার লিগ আয়োজনের আশা এখনো ছাড়েনি রিয়াল, বার্সা ও জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগে বাজে পারফরম্যান্সের পর আবারও সুপার লিগকে ঘিরে হালকা গুঞ্জন শোনা যাচ্ছে এসব দলের ভেতর থেকে। ২০২৩ সালে নিজেদের অস্তিত্বের দাবি জানিয়ে ইউরোপিয়ান কোর্টে যাবে এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট। আদালতের রায়ে নির্ধারিত হবে সুপার লিগের ভাগ্য। 

এর আগ পর্যন্ত সুপার লিগকে দক্ষ হাতে সামলাতে হবে রেইখার্টকে। দায়িত্ব নিয়ে বিবৃতি দিয়ে রেইখার্ট নিজেও বলছেন, বড় দলের স্বার্থ দেখাই হবে তাঁর প্রথম কাজ। রেইখার্টের সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসের সভাপতিরা বলছেন, চ্যাম্পিয়নস লিগের বর্তমান কাঠামোতে তাঁরা সমস্যায় পড়েছেন। আমার মনে হয়েছে তাঁরা সঠিক সমস্যাই চিহ্নিত করেছেন। অন্য ক্লাবগুলোর যুক্তিও আমাকে শুনতে হবে, তাহলেই আমরা প্রকৃত সমস্যা চিহ্নিত করতে পারব। সবার প্রিয় খেলা থেকে লাভটা আসবে তখনই যখন আমরা সৎভাবে, বিধিনিষেধ তুলে নিয়ে সঠিক পুনঃগঠন করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত