Ajker Patrika

জিতেই চলছে বাংলাদেশ যুবারা

ক্রীড়া ডেস্ক    
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই আজ তারা হারিয়েছে জিম্বাবুয়েকে। বাংলাদেশ জিতেছে ৯১ রানে।

হারারেতে আজ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৭৪ রান তোলে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪২.২ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল।

লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ হয়নি জিম্বাবুয়ের। ১ উইকেট হারিয়ে স্বাগতিকেরা তুলে ফেলেছিল ৯৮ রান। কিন্তু তারপরই ছন্দ পতন তাদের ব্যাটিংয়ে। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ওপেনার নাথানিয়েল লাবাঙ্গারা এক প্রান্ত আগলে রেখে খেলে ৭২ বলে ৫৩ রান করলেও তাদের দ্বিতীয় কোনো ব্যাটার ত্রিশ পেরোতে পারেনি। বল হাতে সবচেয়ে সফল আগের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সামিউন বশির; ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও আজিজুল হাকিম।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহর ফিফটিতে ২৭৪ রান তোলে বাংলাদেশ।

সফরকারী দলকে ব্যাটিংয়ে দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার আবরার ও রিফাত বেগ। ৭০ রানের জুটি গড়েছিলেন তাঁরা। ৩১ রান করে বেগ আউট হয়ে গেলেও দেখে শুনে খেলতে থাকেন আবরার। অধিনায়ক আজিজুল হাকিমকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন। ৮৩ বলে ৮২ রান করে আবরার আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। ১২টি চার ছাড়াও আবরারের ইনিংসে আছে ১টি ছক্কা। ৩৪ রান করে বিদায় নেন আজিজুল হাকিমও।

এরপরই ‘মিনি’ মোড়ক লাগে বাংলাদেশ ইনিংসে। ১৭৫ থেকে ১৮০—এই ৫ রানের মধ্যে বাংলাদেশ হারায় ৪ উইকেট। তারপরও দলের স্কোর যে আড়াই শ ছাড়িয়েছে তাতে বড় অবদান আবদুল্লাহর হার না মানা ৫৬ রানের। তাঁর ৬৪ বলের ইনিংসটিতে আছে ৪টি চার ও ১টি ছয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত