নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ এশিয়ার বাইরের দুই দল খেলায় এবারের সাফ এমনিতেই বাংলাদেশের জন্য বেশ কঠিন। আট দলের সাফের সবচেয়ে শক্তিশালী দল লেবানন আবার বাংলাদেশের গ্রুপে। জামাল ভূঁইয়াদের গ্রুপে আছে মালদ্বীপ ও ভুটানের মতো প্রতিপক্ষও।
আজ ভারতের বেঙ্গালুরুতে একটি হোটেলে হয়ে গেছে ২০২৩ সাফের ড্র অনুষ্ঠান। ড্রতে ‘বি’ গ্রুপে লেবানন, মালদ্বীপ ও ভুটানের গ্রুপে পড়েছে হাভিয়ের কাবরেরার দল। ‘এ’ গ্রুপটি এক অর্থে বেশ কঠিনই। স্বাগতিক ভারতের সঙ্গে এই গ্রুপে আছে কুয়েত, নেপাল ও পাকিস্তান।
২০০৯ সালের পর সাফের গ্রুপপর্ব পেরোনো হয়নি বাংলাদেশের। গ্রুপে আছে লেবানন আর মালদ্বীপ। লেবাননের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের বাছাইয়ে ২-০ গোলের দারুণ এক জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। আর মালদ্বীপের বিপক্ষে ২০২১ চার জাতি টুর্নামেন্টে ১৮ বছর পর জয় খরা কাটিয়েছে বাংলাদেশ দল।
তবুও বাংলাদেশের জন্য সেমির পথে সবচেয়ে বড় বাধা এই দুই দলই। শেষ চারে খেলতে হলে জামাল ভূঁইয়াদের জিততে হবে অন্তত দুই ম্যাচ। পথটা কঠিন হলেও বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরার বিশ্বাস এবার তাঁরা পারবেন, ‘আমরা বিশ্বাস করি, সব প্রতিপক্ষের জন্য আমরা পরিস্থিতি কঠিন করে তুলতে পারি এবং নিজেদের সেরাটা পারফরম করে (লক্ষ্য পূরণ করতে পারি)। নিজেদের সামর্থ্য আমরা জানি, সেমি-ফাইনালে ওঠার লড়াই করার মতো সক্ষমতা আমাদের আছে।’
শেষ চারে উঠতে হলে দুই ম্যাচে জয় লাগবে কিনা সেই প্রশ্নের উত্তরে কাবরেরা বলেছেন, ‘এটা অনেক সময় পরিস্থিতির উপর নির্ভর করে। তবে সেমি-ফাইনালে উঠতে হলে আমাদের যোগ্য দল হয়ে উঠতে হবে, জিততে হবে।’
দক্ষিণ এশিয়ার বাইরের দুই দল খেলায় এবারের সাফ এমনিতেই বাংলাদেশের জন্য বেশ কঠিন। আট দলের সাফের সবচেয়ে শক্তিশালী দল লেবানন আবার বাংলাদেশের গ্রুপে। জামাল ভূঁইয়াদের গ্রুপে আছে মালদ্বীপ ও ভুটানের মতো প্রতিপক্ষও।
আজ ভারতের বেঙ্গালুরুতে একটি হোটেলে হয়ে গেছে ২০২৩ সাফের ড্র অনুষ্ঠান। ড্রতে ‘বি’ গ্রুপে লেবানন, মালদ্বীপ ও ভুটানের গ্রুপে পড়েছে হাভিয়ের কাবরেরার দল। ‘এ’ গ্রুপটি এক অর্থে বেশ কঠিনই। স্বাগতিক ভারতের সঙ্গে এই গ্রুপে আছে কুয়েত, নেপাল ও পাকিস্তান।
২০০৯ সালের পর সাফের গ্রুপপর্ব পেরোনো হয়নি বাংলাদেশের। গ্রুপে আছে লেবানন আর মালদ্বীপ। লেবাননের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের বাছাইয়ে ২-০ গোলের দারুণ এক জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। আর মালদ্বীপের বিপক্ষে ২০২১ চার জাতি টুর্নামেন্টে ১৮ বছর পর জয় খরা কাটিয়েছে বাংলাদেশ দল।
তবুও বাংলাদেশের জন্য সেমির পথে সবচেয়ে বড় বাধা এই দুই দলই। শেষ চারে খেলতে হলে জামাল ভূঁইয়াদের জিততে হবে অন্তত দুই ম্যাচ। পথটা কঠিন হলেও বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরার বিশ্বাস এবার তাঁরা পারবেন, ‘আমরা বিশ্বাস করি, সব প্রতিপক্ষের জন্য আমরা পরিস্থিতি কঠিন করে তুলতে পারি এবং নিজেদের সেরাটা পারফরম করে (লক্ষ্য পূরণ করতে পারি)। নিজেদের সামর্থ্য আমরা জানি, সেমি-ফাইনালে ওঠার লড়াই করার মতো সক্ষমতা আমাদের আছে।’
শেষ চারে উঠতে হলে দুই ম্যাচে জয় লাগবে কিনা সেই প্রশ্নের উত্তরে কাবরেরা বলেছেন, ‘এটা অনেক সময় পরিস্থিতির উপর নির্ভর করে। তবে সেমি-ফাইনালে উঠতে হলে আমাদের যোগ্য দল হয়ে উঠতে হবে, জিততে হবে।’
অ্যাটাক-সেট-হিট, বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই তিন শব্দের দর্শন যেন দুবাইয়ের গরমেও অনুপ্রেরণা ইমন-শরীফুলদের। মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্যামেন্টের অধীনে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসী শরীরী ভাষা...
৮ মিনিট আগেআইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
১৩ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
১৩ ঘণ্টা আগে