ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নেই। মাঠের ফুটবল তো বটেই। অন্যান্য ক্ষেত্রেও তিনি গড়ে চলেছেন রেকর্ড। টানা তিনবার সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদ হলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস গতকাল আয়ের ভিত্তিতে ক্রীড়াবিদদের একটি তালিকা করেছে। ফোর্বস এই তালিকা করেছে খেলোয়াড়দের বেতন, বোনাস, পৃষ্ঠপোষক, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের আয়ের উৎস ধরে। সবশেষ হালনাগাদ করা তালিকায় ২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করে সবার ওপরে রোনালদো। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৩৩৪০ কোটি টাকা। পর্তুগিজ ফরোয়ার্ড গত এক বছরে এই অর্থ উপার্জন করেছেন। হ্যাটট্রিকসহ সব মিলিয়ে পাঁচবার সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ হলেন রোনালদো।
ফোর্বসের তথ্য অনুযায়ী ২০২৫ সালে সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদের তালিকায় দুইয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি। ১৫ কোটি ৬০ লাখ ডলার গত এক বছরে উপার্জন করেছেন (১৮৯৪ কোটি ৫৯ লাখ টাকা)। তিন ও চারে থাকা টাইসন ফুরি ও ড্যাক প্রেসকাটের আয় ১৭৭৩ কোটি ১৪ লাখ টাকা ও ১৬৬৩ কোটি ৮৪ লাখ টাকা। আর রোনালদোর সঙ্গে যে লিওনেল মেসির এত তুলনা, সেই মেসির অবস্থান ফোর্বসের তালিকায় পাঁচ নম্বরে। মেসি গত এক বছরে আয় করেছেন ১৬৩৯ কোটি ২৬ লাখ টাকা আয় করেছেন।
বার্সেলোনায় দুই দশক থাকার পর মেসি ২০২১ সালে চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। তবে পিএসজির পরিবেশ ২০২৩ সালে মেসির জন্য বিষাক্ত হয়ে ওঠে। সেই বছরের (২০২৩) জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। যোগ দেওয়ার পর বিখ্যাত প্রযুক্তির কোম্পানি অ্যাপলের সঙ্গে চুক্তি করেছেন। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে মেসির চুক্তি দীর্ঘদিনের। তবে গত এক বছরে মেসির আয় তেমন বাড়েনি। ১৬৩৯ কোটি ২৬ লাখ টাকা আয় করে ২০২৪ সালে তিনে ছিলেন তিনি।
আয় না বাড়লেও মেসি গত বছরে দুটি মেজর শিরোপা জিতেছেন। ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতেছেন ইন্টার মায়ামির হয়ে। আর চিলিকে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলে ছিলেন তিনি। আর রোনালদোর আয় বাড়লেও মাঠের পারফরম্যান্সে সাফল্য নেই বললেই চলে। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কিছুই জিততে পারেননি তিনি। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগ জয়ের সম্ভাবনাও এক অর্থে শেষ হয়ে গেছে তাঁর। ক্লাব, আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর গোল ৯৩৪। ৪০ পেরোনো পর্তুগিজ এই ফরোয়ার্ড যেভাবে ছুটে চলেছেন, তাতে তাঁর নামের পাশে ১০০০ গোল উঠে যাবে দ্রুতই।
নাম | খেলা | আয় (টাকা) |
---|---|---|
ক্রিস্টিয়ানো রোনালদো | ফুটবল | ৩৩৪০ কোটি |
স্টিফেন কারি | বাস্কেটবল | ১৮৯৪ কোটি ৫৯ লাখ |
টাইসন ফুরি | বক্সিং | ১৭৭৩ কোটি ১৪ লাখ |
ড্যাক প্রেসকাট | আমেরিকান ফুটবল | ১৬৬৩ কোটি ৮৪ লাখ |
লিওনেল মেসি | ফুটবল | ১৬৩৯ কোটি ২৬ লাখ |
রেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নেই। মাঠের ফুটবল তো বটেই। অন্যান্য ক্ষেত্রেও তিনি গড়ে চলেছেন রেকর্ড। টানা তিনবার সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদ হলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস গতকাল আয়ের ভিত্তিতে ক্রীড়াবিদদের একটি তালিকা করেছে। ফোর্বস এই তালিকা করেছে খেলোয়াড়দের বেতন, বোনাস, পৃষ্ঠপোষক, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের আয়ের উৎস ধরে। সবশেষ হালনাগাদ করা তালিকায় ২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করে সবার ওপরে রোনালদো। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৩৩৪০ কোটি টাকা। পর্তুগিজ ফরোয়ার্ড গত এক বছরে এই অর্থ উপার্জন করেছেন। হ্যাটট্রিকসহ সব মিলিয়ে পাঁচবার সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ হলেন রোনালদো।
ফোর্বসের তথ্য অনুযায়ী ২০২৫ সালে সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদের তালিকায় দুইয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি। ১৫ কোটি ৬০ লাখ ডলার গত এক বছরে উপার্জন করেছেন (১৮৯৪ কোটি ৫৯ লাখ টাকা)। তিন ও চারে থাকা টাইসন ফুরি ও ড্যাক প্রেসকাটের আয় ১৭৭৩ কোটি ১৪ লাখ টাকা ও ১৬৬৩ কোটি ৮৪ লাখ টাকা। আর রোনালদোর সঙ্গে যে লিওনেল মেসির এত তুলনা, সেই মেসির অবস্থান ফোর্বসের তালিকায় পাঁচ নম্বরে। মেসি গত এক বছরে আয় করেছেন ১৬৩৯ কোটি ২৬ লাখ টাকা আয় করেছেন।
বার্সেলোনায় দুই দশক থাকার পর মেসি ২০২১ সালে চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। তবে পিএসজির পরিবেশ ২০২৩ সালে মেসির জন্য বিষাক্ত হয়ে ওঠে। সেই বছরের (২০২৩) জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। যোগ দেওয়ার পর বিখ্যাত প্রযুক্তির কোম্পানি অ্যাপলের সঙ্গে চুক্তি করেছেন। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে মেসির চুক্তি দীর্ঘদিনের। তবে গত এক বছরে মেসির আয় তেমন বাড়েনি। ১৬৩৯ কোটি ২৬ লাখ টাকা আয় করে ২০২৪ সালে তিনে ছিলেন তিনি।
আয় না বাড়লেও মেসি গত বছরে দুটি মেজর শিরোপা জিতেছেন। ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতেছেন ইন্টার মায়ামির হয়ে। আর চিলিকে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলে ছিলেন তিনি। আর রোনালদোর আয় বাড়লেও মাঠের পারফরম্যান্সে সাফল্য নেই বললেই চলে। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কিছুই জিততে পারেননি তিনি। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগ জয়ের সম্ভাবনাও এক অর্থে শেষ হয়ে গেছে তাঁর। ক্লাব, আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর গোল ৯৩৪। ৪০ পেরোনো পর্তুগিজ এই ফরোয়ার্ড যেভাবে ছুটে চলেছেন, তাতে তাঁর নামের পাশে ১০০০ গোল উঠে যাবে দ্রুতই।
নাম | খেলা | আয় (টাকা) |
---|---|---|
ক্রিস্টিয়ানো রোনালদো | ফুটবল | ৩৩৪০ কোটি |
স্টিফেন কারি | বাস্কেটবল | ১৮৯৪ কোটি ৫৯ লাখ |
টাইসন ফুরি | বক্সিং | ১৭৭৩ কোটি ১৪ লাখ |
ড্যাক প্রেসকাট | আমেরিকান ফুটবল | ১৬৬৩ কোটি ৮৪ লাখ |
লিওনেল মেসি | ফুটবল | ১৬৩৯ কোটি ২৬ লাখ |
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
৩২ মিনিট আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
২ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৩ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৬ ঘণ্টা আগে