Ajker Patrika

স্বপ্নের আরও কাছে মোহামেডান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৫, ২১: ১১
গোল উদ্‌যাপনে মোহামেডানের ফুটবলাররা। ফাইল ছবি
গোল উদ্‌যাপনে মোহামেডানের ফুটবলাররা। ফাইল ছবি

শিরোপা আগামীকালই নিশ্চিত হতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে সে জন্য ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী লিমিটেডের হার কামনা করতে হবে তাদের। আজ চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে তারা। আবাহনী না হারলেও প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্নপূরণ করতে আলফাজ আহমেদের দলের প্রয়োজন কেবল একটি জয়।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মোহামেডান বিরতিতে যায় ২-০ গোলে এগিয়ে থেকে। ২৯ মিনিটে এদুয়ার্দ মোরিওর ক্রস থেকে নিখুঁত টোকায় গোলের খাতা খোলেন সুলেমান দিয়াবাতে। ৪৫ মিনিটে এমানুয়েল সানডের জোরাল শটে দ্বিগুণ হয় ব্যবধান।

বিরতির পরও চাপ বজায় রাখে সাদা-কালোরা। তাই তো দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান বাড়ান মোজাফ্ফরভ। ৬০ মিনিটে সানডের দ্বিতীয় গোল খুলে দেয় বড় জয়ের পথ। তবে ৭৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হয়ে এক গোল শোধ দেন রেদওয়ান হোসেন সুমন। এই জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে প্রথম শিরোপার পথে আরও এক ধাপ এগোল মোহামেডান। এক ম্যাচ কম খেলে আবাহনীর পয়েন্ট ২৮। লিগে বাকি আছে আর তিন ম্যাচ।

২৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা বসুন্ধরা কিংস ধাক্কা খেল। গতকাল বৃহস্পতিবার ঘরের মাঠে পুলিশ এফসির কাছে ১-০ গোলে হেরেছে তারা। ৫০ মিনিটে পুলিশের হয়ে একমাত্র গোলটি করেন দিপক রায়। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত