Ajker Patrika

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২: ০৬
কাতার বিশ্বকাপের দ্বিগুণের বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি। ছবি: এএফপি
কাতার বিশ্বকাপের দ্বিগুণের বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি। ছবি: এএফপি

ফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব বিশ্বকাপে প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।

২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। পরের বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার। সে হিসেবে তিন বিশ্বকাপের বেশি প্রাইজমানি ক্লাব বিশ্বকাপের।

ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা কোনো অর্থ না নেবে না দারা। চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এবারের ক্লাব বিশ্বকাপ। ফিফা ঘোষণা, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রাইজমানি ১০০ কোটি ডলার।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাব বিশ্বকাপের অর্থায়নের বিভিন্ন বিষয়ও তুলে ধরেছে ফিফা। সম্প্রতি টুর্নামেন্টের সম্প্রচারক ও প্রধান স্পনসরের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছে। এ টুর্নামেন্ট থেকে ২০০ কোটি ডলার আয় করার আশা করছে তারা। পাশাপাশি নিশ্চিত করেছে, মেয়েদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিশ্বজুড়ে ক্লাবগুলোর মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপ কেবল ক্লাব ফুটবলের চূড়াই হবে না, বরং এটি সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে, যা ক্লাবগুলোকে এমন বড় মাত্রায় উপকৃত করবে, যা অন্য কোনো প্রতিযোগিতা কখনো করেনি। টুর্নামেন্ট থেকে আয় করা সব অর্থ অংশগ্রহণকারী ক্লাব এবং বিশ্বজুড়ে ক্লাবগুলোর মধ‍্যে বিতরণ করা হবে। কারণ ফিফা এক ডলারও রাখবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত