ক্রীড়া ডেস্ক
ফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব বিশ্বকাপে প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।
২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। পরের বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার। সে হিসেবে তিন বিশ্বকাপের বেশি প্রাইজমানি ক্লাব বিশ্বকাপের।
ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা কোনো অর্থ না নেবে না দারা। চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এবারের ক্লাব বিশ্বকাপ। ফিফা ঘোষণা, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রাইজমানি ১০০ কোটি ডলার।
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাব বিশ্বকাপের অর্থায়নের বিভিন্ন বিষয়ও তুলে ধরেছে ফিফা। সম্প্রতি টুর্নামেন্টের সম্প্রচারক ও প্রধান স্পনসরের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছে। এ টুর্নামেন্ট থেকে ২০০ কোটি ডলার আয় করার আশা করছে তারা। পাশাপাশি নিশ্চিত করেছে, মেয়েদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিশ্বজুড়ে ক্লাবগুলোর মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপ কেবল ক্লাব ফুটবলের চূড়াই হবে না, বরং এটি সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে, যা ক্লাবগুলোকে এমন বড় মাত্রায় উপকৃত করবে, যা অন্য কোনো প্রতিযোগিতা কখনো করেনি। টুর্নামেন্ট থেকে আয় করা সব অর্থ অংশগ্রহণকারী ক্লাব এবং বিশ্বজুড়ে ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। কারণ ফিফা এক ডলারও রাখবে না।’
ফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব বিশ্বকাপে প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।
২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। পরের বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার। সে হিসেবে তিন বিশ্বকাপের বেশি প্রাইজমানি ক্লাব বিশ্বকাপের।
ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা কোনো অর্থ না নেবে না দারা। চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এবারের ক্লাব বিশ্বকাপ। ফিফা ঘোষণা, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রাইজমানি ১০০ কোটি ডলার।
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাব বিশ্বকাপের অর্থায়নের বিভিন্ন বিষয়ও তুলে ধরেছে ফিফা। সম্প্রতি টুর্নামেন্টের সম্প্রচারক ও প্রধান স্পনসরের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছে। এ টুর্নামেন্ট থেকে ২০০ কোটি ডলার আয় করার আশা করছে তারা। পাশাপাশি নিশ্চিত করেছে, মেয়েদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিশ্বজুড়ে ক্লাবগুলোর মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপ কেবল ক্লাব ফুটবলের চূড়াই হবে না, বরং এটি সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে, যা ক্লাবগুলোকে এমন বড় মাত্রায় উপকৃত করবে, যা অন্য কোনো প্রতিযোগিতা কখনো করেনি। টুর্নামেন্ট থেকে আয় করা সব অর্থ অংশগ্রহণকারী ক্লাব এবং বিশ্বজুড়ে ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। কারণ ফিফা এক ডলারও রাখবে না।’
রোহিত শর্মা যতই বলুন, দুবাই তাঁদের বাড়ি নয়; ‘বাড়ি’র সুবিধা কিন্তু তাঁরা পাচ্ছেনই। আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে পাকিস্তান-দুবাই, দুবাই-পাকিস্তান করতে করতে নিউজিল্যান্ড ভ্রমণ করে ফেলেছে ৭ হাজার কিলোমিটারের বেশি। আর টুর্নামেন্ট খেলতে দুবাইয়ে পা রাখার পর সেখানেই ঘাঁটি গেড়েছে ভারত। এক হোটেলে...
৫ মিনিট আগেসৌদি আরবে অনুশীলনের পাশাপাশি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এর মধ্যে একটি আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ সুদানের বিপক্ষে। বাংলাদেশের মতো সৌদি আরবে ক্যাম্প করছে তারাও। ম্যাচটি খেলার কথা ছিল আজই। কিন্তু অজানা কারণে খেলতে অস্বীকৃতি জানায় সুদান। তাই ম্যাচটি ঘিরে
১৪ ঘণ্টা আগেআইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা কেবল একবারই সুযোগ পেয়েছে। সেটাও প্রথম আসরে। এরপর ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানিদের জন্য বন্ধ হয়ে যায় আইপিএলের দরজা। এনিয়ে আফসোস করেছেন কয়েকজন। সেই বন্ধ দরজা কবে খুলবে তা নিয়ে নিশ্চিত করে বলতে পারবেন না কেউই। তবে আগামী বছর আইপিএল খেলার ভালো সুযোগ...
১৯ ঘণ্টা আগেনতুন করে টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নাজমুল হোসেন শান্ত আগেই জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর কুড়ি ওভারের দায়িত্ব ছাড়তে চান তিনি। নতুন অধিনায়ক নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ডও। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, একদম নতুন কাউকে নয়, অন্তর্বর্তীকালীন বাংলাদে
১৯ ঘণ্টা আগে