ইউরোপা লিগের ফাইনালে জোসে মরিনহো ও সেভিয়ার লক্ষ্য একই ছিল—নিজেদের রেকর্ড অব্যাহত রাখা। কিন্তু দুই পক্ষই যখন ফাইনালে লড়ে, তখন কোনো না কোনো পক্ষকে পরাজয় মেনে নিতে হবে এটাই স্বাভাবিক।
দুই পক্ষের তো আর জয়ের সুযোগ নেই। গতকাল পুসকাস অ্যারেনায় পরাজয়টা মেনে নিতে হয়েছে জোসে মরিনহোকে। ইউরোপা লিগের দুর্দান্ত ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে রোমাকে হারিয়ে নিজেদের রেকর্ডের ধারা অব্যাহত রেখেছে সেভিয়া।
এ নিয়ে সপ্তমবার ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হলো সেভিয়া। আগেই টুর্নামেন্টে সর্বোচ্চ শিরোপার রেকর্ড গড়েছিল তারা। এবার সংখ্যাটিকে আরও বাড়িয়ে নিল। এতে করে ফাইনালে জয়ের হার শতভাগ থাকল তাদের। অন্যদিকে মরিনহোর রোমা হারায় পর্তুগিজ কোচের ইউরোপীয় টুর্নামেন্টের ফাইনালে না হারার রেকর্ড আর জিইয়ে থাকল না। গতকালের আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের সব টুর্নামেন্ট মিলিয়ে পাঁচবার ফাইনাল খেলে কোনোটিতে হারার রেকর্ড ছিল না।
সেভিয়া রেকর্ড সপ্তমবার চ্যাম্পিয়ন হলেও গতকাল শুরুটা কিন্তু ভালো ছিল না। পুসকাস অ্যারেনায় ৩৪ মিনিটে গোল হজম করেছিল তারা। রোমাকে লিড এনে দেওয়া গোলটি করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। এরপর আর কোনো গোল না হওয়ায় দুই দলই বিরতিতে যায়।
বিরতির পর গোল শোধ দিতে বেশ মরিয়া হয়ে ওঠে সেভিয়া। এবং সেটি পেয়েও যায়। তবে নিজেদের খেলোয়াড়ের গোলে সমতায় নয়, প্রতিপক্ষের কল্যাণে। স্প্যানিশ ক্লাবের একের পর এক চাপে ভুল করতে বাধ্য হন জিনালুকা মানচিনি। ৫৫ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার। পরে আর গোল না হওয়ায় ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারলে শিরোপা নির্ধারিত হয় পেনাল্টিতে। আর সেখানেই রোমাকে কাঁদিয়ে নিজেদের রেকর্ড অব্যাহত রাখে সেভিয়া। ৪-১ ব্যবধানের জয়ে রোমার তিন শটের একটি আটকে দেন বিশ্বকাপে মরক্কোকে সেমিতে খেলানোর অন্যতম নায়ক গোলরক্ষক ইয়াসিন বুনু। বাকি দুটির একটি বাইরে এবং অন্যটি গোল হয়। অপর পক্ষে সেভিয়ার চার শটের প্রতিটিই গোল হয়। স্প্যানিশ ক্লাবের জয়সূচক গোলটি আসে বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন নিশ্চিত করা গনসালো মন্তিয়েলের পা থেকে। প্রথম শটে অবশ্য পোস্টের বাইরে মেরেছিলেন তিনি। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক রুই পাত্রিসিও তাঁর শটের আগেই পোস্ট ছেড়ে বের হয়ে আসায় ফিরতি শটে আর ভুল করেননি আর্জেন্টাইন ডিফেন্ডার।
ইউরোপা লিগের ফাইনালে জোসে মরিনহো ও সেভিয়ার লক্ষ্য একই ছিল—নিজেদের রেকর্ড অব্যাহত রাখা। কিন্তু দুই পক্ষই যখন ফাইনালে লড়ে, তখন কোনো না কোনো পক্ষকে পরাজয় মেনে নিতে হবে এটাই স্বাভাবিক।
দুই পক্ষের তো আর জয়ের সুযোগ নেই। গতকাল পুসকাস অ্যারেনায় পরাজয়টা মেনে নিতে হয়েছে জোসে মরিনহোকে। ইউরোপা লিগের দুর্দান্ত ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে রোমাকে হারিয়ে নিজেদের রেকর্ডের ধারা অব্যাহত রেখেছে সেভিয়া।
এ নিয়ে সপ্তমবার ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হলো সেভিয়া। আগেই টুর্নামেন্টে সর্বোচ্চ শিরোপার রেকর্ড গড়েছিল তারা। এবার সংখ্যাটিকে আরও বাড়িয়ে নিল। এতে করে ফাইনালে জয়ের হার শতভাগ থাকল তাদের। অন্যদিকে মরিনহোর রোমা হারায় পর্তুগিজ কোচের ইউরোপীয় টুর্নামেন্টের ফাইনালে না হারার রেকর্ড আর জিইয়ে থাকল না। গতকালের আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের সব টুর্নামেন্ট মিলিয়ে পাঁচবার ফাইনাল খেলে কোনোটিতে হারার রেকর্ড ছিল না।
সেভিয়া রেকর্ড সপ্তমবার চ্যাম্পিয়ন হলেও গতকাল শুরুটা কিন্তু ভালো ছিল না। পুসকাস অ্যারেনায় ৩৪ মিনিটে গোল হজম করেছিল তারা। রোমাকে লিড এনে দেওয়া গোলটি করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। এরপর আর কোনো গোল না হওয়ায় দুই দলই বিরতিতে যায়।
বিরতির পর গোল শোধ দিতে বেশ মরিয়া হয়ে ওঠে সেভিয়া। এবং সেটি পেয়েও যায়। তবে নিজেদের খেলোয়াড়ের গোলে সমতায় নয়, প্রতিপক্ষের কল্যাণে। স্প্যানিশ ক্লাবের একের পর এক চাপে ভুল করতে বাধ্য হন জিনালুকা মানচিনি। ৫৫ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার। পরে আর গোল না হওয়ায় ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারলে শিরোপা নির্ধারিত হয় পেনাল্টিতে। আর সেখানেই রোমাকে কাঁদিয়ে নিজেদের রেকর্ড অব্যাহত রাখে সেভিয়া। ৪-১ ব্যবধানের জয়ে রোমার তিন শটের একটি আটকে দেন বিশ্বকাপে মরক্কোকে সেমিতে খেলানোর অন্যতম নায়ক গোলরক্ষক ইয়াসিন বুনু। বাকি দুটির একটি বাইরে এবং অন্যটি গোল হয়। অপর পক্ষে সেভিয়ার চার শটের প্রতিটিই গোল হয়। স্প্যানিশ ক্লাবের জয়সূচক গোলটি আসে বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন নিশ্চিত করা গনসালো মন্তিয়েলের পা থেকে। প্রথম শটে অবশ্য পোস্টের বাইরে মেরেছিলেন তিনি। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক রুই পাত্রিসিও তাঁর শটের আগেই পোস্ট ছেড়ে বের হয়ে আসায় ফিরতি শটে আর ভুল করেননি আর্জেন্টাইন ডিফেন্ডার।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে