Ajker Patrika

সবার আগে ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কারের চেক হাতে পাচ্ছেন সাফজয়ীরা

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৪: ৪০
সাফজয়ী নারী ফুটবলারদের দেওয়া হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের চেক। ছবি: সংগৃহীত
সাফজয়ী নারী ফুটবলারদের দেওয়া হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের চেক। ছবি: সংগৃহীত

সবার আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কারের চেক হাতে পাচ্ছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এমনটাই জানানো হয়েছে।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনা-তহুরারা। সেই ট্রফি নিয়ে দেশে ফেরার পর তাদের জন্য ১ কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৩২ জনের (খেলোয়াড় ও অফিশিয়াল) প্রত্যককে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করে মন্ত্রণালয়।

এবারও সাফ জেতার পর ছাদখোলা বাসে ভ্রমণ করে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: আজকের পত্রিকা
এবারও সাফ জেতার পর ছাদখোলা বাসে ভ্রমণ করে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে আজকের পত্রিকার এই প্রতিবেদকের কথা হয় এবারের সাফের সেরা গোলরক্ষক রুপনা চাকমার সঙ্গে। তিনি সংবাদটা শুনে বেশ উচ্ছ্বসিত, ‘এটা তো খুশির খবর। তবে এখনো আমরা চেক হাতে পাইনি। যেহেতু মন্ত্রণালয় বলেছে, পেয়ে যাব।’

এদিকে গত শনিবার বাফুফের নতুন কমিটির পক্ষ থেকেও দেড় কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়। সেদিন সাংবাদিকদের সামনে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছিলেন যত দ্রুত সম্ভব তাঁরা এই পুরস্কারের অর্থ জোগাড় করে মেয়েদের হস্তান্তর করবেন। বাফুফের পাশাপাশি বিসিবিও মেয়েদের জন্য ২০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত