নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিরতি শেষে ১০ এপ্রিল শুরুর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। লকডাউনে বিরতি আরও দুই সপ্তাহ বাড়িয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে বেড়েছে, থেমে থাকা লিগ আবারও শুরু করার ব্যাপারে সংশয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বিপিএলে অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আজ ভার্চ্যুয়াল বৈঠকে বসার কথা ফেডারেশনের। বৈঠকে ঠিক হতে পারে ২০২০-২১ মৌসুমে বিপিএল ফুটবলের ভাগ্য। এতে দুশ্চিন্তায় পড়েছেন শফিকুল ইসলাম মানিক। এবারও লিগ বাতিল হোক, সেটা চান না শেখ জামাল কোচ। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘করোনা হয়তো দ্রুতই কমে আসবে। এই বিরতি কোনোভাবেই খেলোয়াড়দের জন্য ভালো হবে না। দেশের পরিস্থিতি বিবেচনা করে ফেডারেশনকে অবশ্যই একটা কার্যকর সিদ্ধান্তে আসতে হবে।’
ভারতে কঠিন পরিস্থিতিতে যদি আইপিএল হয়, বাংলাদেশে কেন ঘরোয়া খেলা হবে না, এটাই প্রশ্ন মানিকের। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকের দাবি, লিগ পেছালেই বাড়বে বাতিল হওয়ার ঝুঁকি। তিনি বলেন, ‘চাই দ্রুত ফুটবল মাঠে ফিরুক। যত দ্রুত লিগ শুরু করা যায় ক্লাবের জন্য ততই ভালো হবে।’
লকডাউনের সময় নিজ নিজ খেলোয়াড়দের ক্যাম্পে রেখেছে শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী।
লিগ শুরুর ঘোষণা এলেই দ্রুত তারা মাঠে নামতে পারবে। ক্যাসিনো কেলেঙ্কারিতে নড়বড়ে আরামবাগ হেঁটেছে উল্টো পথে।
১৩ দলের মধ্যে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান আরামবাগের। বর্তমান পরিস্থিতিতে লিগ বাতিল চান আরামবাগের ফুটবল সম্পাদক গওহর জাহাঙ্গীর, ‘এই অবস্থায় কোনোভাবেই লিগ শুরু উচিত নয়।’
কেউ চাইছেন মাঠে গড়াবে ফুটবল। কেউ চাইছে লিগ বাতিলই হোক। এখন বাফুফে শুনবে কার কথা?
ঢাকা: বিরতি শেষে ১০ এপ্রিল শুরুর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। লকডাউনে বিরতি আরও দুই সপ্তাহ বাড়িয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে বেড়েছে, থেমে থাকা লিগ আবারও শুরু করার ব্যাপারে সংশয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বিপিএলে অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আজ ভার্চ্যুয়াল বৈঠকে বসার কথা ফেডারেশনের। বৈঠকে ঠিক হতে পারে ২০২০-২১ মৌসুমে বিপিএল ফুটবলের ভাগ্য। এতে দুশ্চিন্তায় পড়েছেন শফিকুল ইসলাম মানিক। এবারও লিগ বাতিল হোক, সেটা চান না শেখ জামাল কোচ। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘করোনা হয়তো দ্রুতই কমে আসবে। এই বিরতি কোনোভাবেই খেলোয়াড়দের জন্য ভালো হবে না। দেশের পরিস্থিতি বিবেচনা করে ফেডারেশনকে অবশ্যই একটা কার্যকর সিদ্ধান্তে আসতে হবে।’
ভারতে কঠিন পরিস্থিতিতে যদি আইপিএল হয়, বাংলাদেশে কেন ঘরোয়া খেলা হবে না, এটাই প্রশ্ন মানিকের। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকের দাবি, লিগ পেছালেই বাড়বে বাতিল হওয়ার ঝুঁকি। তিনি বলেন, ‘চাই দ্রুত ফুটবল মাঠে ফিরুক। যত দ্রুত লিগ শুরু করা যায় ক্লাবের জন্য ততই ভালো হবে।’
লকডাউনের সময় নিজ নিজ খেলোয়াড়দের ক্যাম্পে রেখেছে শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী।
লিগ শুরুর ঘোষণা এলেই দ্রুত তারা মাঠে নামতে পারবে। ক্যাসিনো কেলেঙ্কারিতে নড়বড়ে আরামবাগ হেঁটেছে উল্টো পথে।
১৩ দলের মধ্যে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান আরামবাগের। বর্তমান পরিস্থিতিতে লিগ বাতিল চান আরামবাগের ফুটবল সম্পাদক গওহর জাহাঙ্গীর, ‘এই অবস্থায় কোনোভাবেই লিগ শুরু উচিত নয়।’
কেউ চাইছেন মাঠে গড়াবে ফুটবল। কেউ চাইছে লিগ বাতিলই হোক। এখন বাফুফে শুনবে কার কথা?
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
১১ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২৩ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে