Ajker Patrika

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই

মেয়েদের অনূর্ধ্ব-২০ দলকেও এশিয়ান কাপে নিতে চান কোচ বাটলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১: ৪৪
: বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে
: বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে

এক মাসের ব্যবধানে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ পিটার বাটলারের সামনে। এবার অনূর্ধ্ব-২০ দলকে নিয়ে। দলটি গতকালই পেয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নের খেতাব। লক্ষ্য এখন এশিয়ার মঞ্চে পৌঁছানো।

৬-১০ আগস্ট লাওসে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই। এইচ গ্রুপে স্বাগতিক লাওস ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। বিশেষ করে ভয়টা বেশি র‍্যাঙ্কিংয়ের ২১ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়াকে নিয়ে। ১২৮ এ থাকা বাংলাদেশের চেয়ে ২১ ধাপ এগিয়ে আছে লাওস (১০৭)। ৩০ ধাপ পিছিয়ে থেকে পূর্ব তিমুরের অবস্থান ১৫৮।

মিয়ানমারে এ মাসে এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপসেরা হয়ে প্রথমবারের মতো মূলপর্বে খেলার টিকিট কেটেছে বাংলাদেশ জাতীয় দল। অনূর্ধ্ব-২০ দলকে নিয়ে অবশ্য খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী হচ্ছেন না বাটলার। তবে আশাহীন নন বাংলাদেশ কোচ, ‘আমি খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী নই আবার কমও নই। লম্বা সময় ধরে ফুটবলের সঙ্গে আছি। অনেক কিছু দেখেছি। শুধু এটুকুই বলব আমরা প্রতি ম্যাচ ধরে এগোতে চাই। আমাদের বাস্তববাদী হতে হবে।’

আফঈদা-স্বপ্নাদের জন্য রোমাঞ্চকর এক যাত্রা হতে যাচ্ছে বলে মনে করেন বাটলার, ‘আমরা এমন দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা যথেষ্ট শক্তিশালী। আমাদের মেয়েদের জন্য দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ এটি৷। দেখি তা আমাদের কোথায় নিয়ে যায়। তাদের জন্য এটি একটি রোমাঞ্চকর যাত্রা।’

নেপালকে গতকাল শেষ ম্যাচে ৪-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মূলত এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখেই ২৩ ফুটবলারের সবাইকে খেলিয়েছেন বাটলার। ২ আগস্ট লাওসের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। মূলপর্বে খেলার প্রতিশ্রুতি না দিলেও সেরাটা দেওয়ার আশ্বাস বাটলারের, ‘আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব, এটুকুই বলতে পারি। আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। শুধু বলছি সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।’

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে ৬ আগস্ট প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে ৮ আগস্ট পূর্ব তিমুর ও ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বেন আফঈদা-স্বপ্নারা। সব ম্যাচ হবে ভিয়েন্তিয়ানের নিউ লাওস জাতীয় স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত