বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রাতে মাদাগাস্কারের মুখোমুখি হয়েছিল তানজানিয়া। ঘরের মাঠে ম্যাচটা ৩-২ গোলে জিতেছে তানজানিয়া।
তবে ম্যাচে সব ছাপিয়ে গেছে নতুন এক রেকর্ড। ম্যাচের মাত্র পাঁচ সেকেন্ডেই তানজানিয়া পায় পেনাল্টি, যা ফুটবল ইতিহাসে দ্রুততম পেনাল্টির রেকর্ড!
বেঞ্জামিন এমকাপা স্টেডিয়ামে কাল খেলা দেখতে আসা সমর্থকরা তখনও আসন গেড়ে বসতে পারেননি। ম্যাচের বয়স সবে ৫ সেকেন্ড। সে সময় খেলার এক রোমাঞ্চকর মুহূর্ত বিশ্ব ফুটবলের সামনে আসে। দর্শকরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পেয়ে যান গোলের স্বাদ।
কিক অফের পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল সিমন এমভুসা পান ডি বক্সে। এগিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন মাদাগাস্কারের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। মুহূর্তটি ঠাঁই করে নেয় ইতিহাসের পাতায়।
দ্রুততম পেনাল্টির অফিশিয়াল রেকর্ড অবশ্য কোথাও নেই। তবে ফুটবল বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট জানাচ্ছে, এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে মন্টিনিগ্রোর ১০ সেকেন্ডে পাওয়া পেনাল্টি ছিল দ্রুততম। সেটি থেকেই হয়েছিল ওই ম্যাচের একমাত্র গোল। আর কাল সেই রেকর্ডকে টপকে গেল তানজানিয়া।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রাতে মাদাগাস্কারের মুখোমুখি হয়েছিল তানজানিয়া। ঘরের মাঠে ম্যাচটা ৩-২ গোলে জিতেছে তানজানিয়া।
তবে ম্যাচে সব ছাপিয়ে গেছে নতুন এক রেকর্ড। ম্যাচের মাত্র পাঁচ সেকেন্ডেই তানজানিয়া পায় পেনাল্টি, যা ফুটবল ইতিহাসে দ্রুততম পেনাল্টির রেকর্ড!
বেঞ্জামিন এমকাপা স্টেডিয়ামে কাল খেলা দেখতে আসা সমর্থকরা তখনও আসন গেড়ে বসতে পারেননি। ম্যাচের বয়স সবে ৫ সেকেন্ড। সে সময় খেলার এক রোমাঞ্চকর মুহূর্ত বিশ্ব ফুটবলের সামনে আসে। দর্শকরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পেয়ে যান গোলের স্বাদ।
কিক অফের পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল সিমন এমভুসা পান ডি বক্সে। এগিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন মাদাগাস্কারের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। মুহূর্তটি ঠাঁই করে নেয় ইতিহাসের পাতায়।
দ্রুততম পেনাল্টির অফিশিয়াল রেকর্ড অবশ্য কোথাও নেই। তবে ফুটবল বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট জানাচ্ছে, এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে মন্টিনিগ্রোর ১০ সেকেন্ডে পাওয়া পেনাল্টি ছিল দ্রুততম। সেটি থেকেই হয়েছিল ওই ম্যাচের একমাত্র গোল। আর কাল সেই রেকর্ডকে টপকে গেল তানজানিয়া।
রাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
২১ মিনিট আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
১ ঘণ্টা আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
২ ঘণ্টা আগে