বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রাতে মাদাগাস্কারের মুখোমুখি হয়েছিল তানজানিয়া। ঘরের মাঠে ম্যাচটা ৩-২ গোলে জিতেছে তানজানিয়া।
তবে ম্যাচে সব ছাপিয়ে গেছে নতুন এক রেকর্ড। ম্যাচের মাত্র পাঁচ সেকেন্ডেই তানজানিয়া পায় পেনাল্টি, যা ফুটবল ইতিহাসে দ্রুততম পেনাল্টির রেকর্ড!
বেঞ্জামিন এমকাপা স্টেডিয়ামে কাল খেলা দেখতে আসা সমর্থকরা তখনও আসন গেড়ে বসতে পারেননি। ম্যাচের বয়স সবে ৫ সেকেন্ড। সে সময় খেলার এক রোমাঞ্চকর মুহূর্ত বিশ্ব ফুটবলের সামনে আসে। দর্শকরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পেয়ে যান গোলের স্বাদ।
কিক অফের পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল সিমন এমভুসা পান ডি বক্সে। এগিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন মাদাগাস্কারের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। মুহূর্তটি ঠাঁই করে নেয় ইতিহাসের পাতায়।
দ্রুততম পেনাল্টির অফিশিয়াল রেকর্ড অবশ্য কোথাও নেই। তবে ফুটবল বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট জানাচ্ছে, এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে মন্টিনিগ্রোর ১০ সেকেন্ডে পাওয়া পেনাল্টি ছিল দ্রুততম। সেটি থেকেই হয়েছিল ওই ম্যাচের একমাত্র গোল। আর কাল সেই রেকর্ডকে টপকে গেল তানজানিয়া।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রাতে মাদাগাস্কারের মুখোমুখি হয়েছিল তানজানিয়া। ঘরের মাঠে ম্যাচটা ৩-২ গোলে জিতেছে তানজানিয়া।
তবে ম্যাচে সব ছাপিয়ে গেছে নতুন এক রেকর্ড। ম্যাচের মাত্র পাঁচ সেকেন্ডেই তানজানিয়া পায় পেনাল্টি, যা ফুটবল ইতিহাসে দ্রুততম পেনাল্টির রেকর্ড!
বেঞ্জামিন এমকাপা স্টেডিয়ামে কাল খেলা দেখতে আসা সমর্থকরা তখনও আসন গেড়ে বসতে পারেননি। ম্যাচের বয়স সবে ৫ সেকেন্ড। সে সময় খেলার এক রোমাঞ্চকর মুহূর্ত বিশ্ব ফুটবলের সামনে আসে। দর্শকরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পেয়ে যান গোলের স্বাদ।
কিক অফের পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল সিমন এমভুসা পান ডি বক্সে। এগিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন মাদাগাস্কারের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। মুহূর্তটি ঠাঁই করে নেয় ইতিহাসের পাতায়।
দ্রুততম পেনাল্টির অফিশিয়াল রেকর্ড অবশ্য কোথাও নেই। তবে ফুটবল বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট জানাচ্ছে, এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে মন্টিনিগ্রোর ১০ সেকেন্ডে পাওয়া পেনাল্টি ছিল দ্রুততম। সেটি থেকেই হয়েছিল ওই ম্যাচের একমাত্র গোল। আর কাল সেই রেকর্ডকে টপকে গেল তানজানিয়া।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৩ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৬ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে