Ajker Patrika

সাইফের দাবি ‘বিদেশি রেফারি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৬: ০৯
সাইফের দাবি ‘বিদেশি রেফারি’

ফেডারেশন কাপের সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ছিল আবাহনী। ১২০ মিনিটের খেলায় ৩-৩ সমতা থাকা ম্যাচে টাইব্রেকে হেরে যায় গত ফেডারেশন কাপের রানার্সআপ সাইফ। ম্যাচে রেফারি সাইমুন হাসানের একটি পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে ক্লাবটি। পাশাপাশি সাইফের দাবি, ঘরোয়া ফুটবলে বিদেশি রেফারির। 

গত ৬ জানুয়ারি, বৃহস্পতিবারের সেমিফাইনালে ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল সাইফ। এমন সময় ডি-বক্সে এমফোন সানডেকে ফাউল করেন বদলি ফরোয়ার্ড জুয়েল রানা, সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান সাইমুন হাসান। পেনাল্টি সাইফের রোয়ান্ডান ডিফেন্ডার এমেরি বাইসাঙ্গে, কিন্তু দুই দফা বল জালে জড়ানোর পরও প্রতিবারই পেনাল্টি বাতিল করেছেন রেফারি সাইমুন হাসান। 

প্রথম দফায় বল জালে জড়ালেও সাইফের দুই ফুটবলার আগেই বক্সে ঢুকে পড়ায় আবারও শট নেওয়ার ঘোষণা দেন সাইমুন। পরেরবারও বাইসাঙ্গে বল জালে জড়ান, কিন্তু এবার শট নেওয়ার আগে থেমে যাওয়ায় নিয়মবহির্ভূত হওয়ায় রেফারি বাইসাঙ্গেকে হলুদ কার্ড দেখিয়ে আবাহনীকে ফ্রিকিক দেন। 

রেফারির এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মিডিয়ায় তৈরি হয় বিতর্ক। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে ক্লাবটি। চিঠিতে সাইফের দাবি, রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছে আবাহনী। 

আজ রোববার রাজধানীর সাইফ স্পোর্টিংয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরেন সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমরা রেফারির কাছ থেকে দৃষ্টিকটু ও ন্যক্কারজনক সিদ্ধান্তের শিকার হয়েছি। একটি পেশাদার ক্লাব হিসেবে সব সময় শৃঙ্খলা মেনে চলা ক্লাবের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। আমরা বাফুফের কাছে জানতে চেয়েছি, কেন এমন সিদ্ধান্ত আমাদের বিপক্ষে দেওয়া হলো। এরপর বাফুফের কাছ থেকে উত্তর পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।’ 

সাইফের দাবি ছিল আরও দুই বিষয়ে। এর একটি হলো ঘরোয়া ফুটবলে বিদেশি রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করা। অতীতে ফুটবলে এর আগেও বিদেশি রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় রেফারিরাই ম্যাচ পরিচালনা করছেন। সাইফের দাবি, বেশি খরচের রেফারি সম্ভব না হলে অন্তত সাফ অঞ্চলের দেশ থেকে যেন রেফারির ব্যবস্থা করা হয়। অন্তত তারা নিরপেক্ষভাবে ম্যাচ পরিচালনা করবেন বলে বিশ্বাস নাসিরুদ্দিন চৌধুরীর। 

নাসিরুদ্দিন চৌধুরী বলেন, ‘এ দাবি শুধু আমাদের নয়, এটা মনে হয় ৩০ ক্লাবেরও দাবি। ফুটবলের ভালোর জন্যই চাই, অন্তত কোনো ক্লাব যেন রেফারি নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে। আমরা চাই নিরপেক্ষ রেফারি আসুক। তবে বেশি মূল্য দিয়ে নয়।’ 

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের প্রায় বেশির ভাগ ক্লাবের ডাগআউটে বাফুফের কার্যনির্বাহী সদস্যদের দেখা যায়। ডাগআউটে কার্যনির্বাহী সদস্যের বসা নিয়েও প্রশ্ন তুলেছে সাইফ। তাদের দাবি, ডাগআউটে বাফুফের কর্মকর্তারা থাকলে রেফারিরা মানসিক চাপে থাকেন। নাসিরুদ্দিন চৌধুরী বলেন, ‘রেফারির একটা মানসিক চাপ থাকবেই, যখন বাফুফের নির্বাহী কমিটির কোনো সদস্য ডাগআউটে থাকে। ওটা দূর করার জন্য ফুটবলের ভালোর জন্য ডাগআউটে যেন নির্বাহী কমিটির সদস্যরা কেউ না বসেন।’ 

সংবাদ সম্মেলনের শেষ দিকে সাম্প্রতিক সময়ে রবার্ট লেভানডোভস্কি, লিওনেল মেসি, গ্যাব্রিয়েল জেসুসদের নেওয়া পেনাল্টি শট দেখানো হয়। যেখানে তাদের নেওয়া পেনাল্টির সঙ্গে এমেরি বাইসাঙ্গের নেওয়া শটের মিল আছে বলে দাবি সাইফের। নাসিরুদ্দিন চৌধুরীর মন্তব্য, ‘তাদের দেশের রেফারিরা আমাদের চেয়ে বেশি জানে। আন্তর্জাতিক আইন সম্পর্কে তারা যথেষ্ট সজাগ। এই রেফারি যা করেছেন, সেটা খুবই অবাক করার মতো ঘটনা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

সখীপুরে ইয়াবাসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৫: ৪৫
ভারতের  শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার। ছবি: সংগৃহীত
ভারতের শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার। ছবি: সংগৃহীত

ভারতে চলমান মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ খেলছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত টুর্নামেন্টে তারা অপরাজিত। মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সঙ্গে ঘটে গেছে শ্লীলতাহানির ঘটনা। তা গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত।

অস্ট্রেলিয়া দল এখন অবস্থান করছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। এই শহরেই অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘটনার প্রেক্ষিতে সিএ আজ এক বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার ইন্দোরে এক ক্যাফেতে হাঁটছিলেন।

তখন দুই মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছিলেন তাঁদের। দলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা পুলিশের কাছে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা (পুলিশ) ব্যাপারটি এখন দেখছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

সখীপুরে ইয়াবাসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
সাত বছর পর ক্রিকেটে ফিরেছেন জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার। ছবি: ক্রিকইনফো
সাত বছর পর ক্রিকেটে ফিরেছেন জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্ন গ্রায়েম ক্রেমার। জিম্বাবুয়ের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট প্রো ফিফটি চ্যাম্পিয়নশিপে মিডওয়েস্ট রাইনোসের হয়ে ২০১৮ সালেই সবশেষ ২২ গজে নেমেছিলেন তিনি। অবশেষে তাঁর দীর্ঘ সাত বছরের অপেক্ষা ফুরোচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সিকান্দার রাজা এই সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন। এই দলের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো ক্রেমারের ফেরা ও শন উইলিয়ামসের না থাকা। জেডসি এক বিবৃতিতে জানিয়েছে, উইলিয়ামস নেই ব্যক্তিগত কারণেই।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে জিম্বাবুয়ে নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—সীমিত ওভারের ক্রিকেটের এই তিনটি আইসিসি ইভেন্ট মিস করার পর অবশেষে মেজর টুর্নামেন্টে খেলছে আফ্রিকা মহাদেশের এই দলটি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য জিম্বাবুয়ের যে দল ছিল, সেই দল থেকে কেবল একটা পরিবর্তন আনা হয়েছে। ট্রেভর গুয়ান্ডুর পরিবর্তে দলে এসেছেন ক্রেমার।

ক্রেমার সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন ২০১৮ সালের মার্চে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে। তাঁর নেতৃত্বে বাছাইপর্বে ব্যর্থ হয়ে ২০১৯ বিশ্বকাপে উঠতে পারেনি জিম্বাবুয়ে। ক্রিকেট থেকে এরপর বিরতি নিয়েছেন তিনি। জিম্বাবুয়ে থেকে চলে গিয়েছিলেন দুবাইয়ে। সেখানে তাঁর স্ত্রী মের্না কাজ করেন উড়োজাহাজের পাইলট হিসেবে। ব্যস্ত ছিলেন গল্ফ খেলা নিয়েও।

জিম্বাবুয়ের জার্সিতে ২০০৪ থেকে ২০১৮ পর্যন্ত ১৯ টেস্ট, ৯৬ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি খেলেছেন ক্রেমার। ১৪৪ ম্যাচে নিয়েছেন ২১১ উইকেট। যার মধ্যে ওয়ানডেতে ৪.৯১ ইকোনমিতে নিয়েছেন ১১৯ উইকেট। এ ছাড়া ১৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে একটা সেঞ্চুরিও তাঁর রয়েছে। ২০১৬ সালের অক্টোবরে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এই হারারেতেই এবার হবে জিম্বাবুয়ে-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর হবে এই তিন টি-টোয়েন্টি।

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাসিঙ্গা মুসেকিওয়া, তিনোতেন্দা মাপোসা, টনি মুনিয়োঙ্গা, ডিয়ন মেয়ার্স, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেলর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

সখীপুরে ইয়াবাসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দল নির্বাচন নিয়ে আফগান কোচের বিস্ফোরক মন্তব্য

ক্রীড়া ডেস্ক    
সাম্প্রতিক সময়ের অসঙ্গতি নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবেন ট্রট। ছবি: এক্স (জনাথন ট্রট)
সাম্প্রতিক সময়ের অসঙ্গতি নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবেন ট্রট। ছবি: এক্স (জনাথন ট্রট)

ভালো কিছুর প্রত্যাশা নিয়ে এশিয়া কাপ শুরু করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আফগানিস্তান। এরপর টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয় তারা। ওয়ানডেতে ৩–০ ব্যবধানে জিতলেও জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরে টালমাটাল আফগানরা। ব্যর্থতার কারণে স্বাভাবিকভাবেই দলটির কোচ জনাথন ট্রটের দিকে আঙুল তুলছেন সবাই।

বিতর্কের মুখে পড়ে অবশেষে মুখ খুলেছেন ট্রট। দলের ব্যর্থতার জন্য আফগানিস্তানকে ক্রিকেট বোর্ডের (এসিবি) ওপর দায় চাপাচ্ছেন ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার। ট্রটের দাবি, দল গঠনে তাঁর মতামত নেয় না এসিবি। যেটা নিয়ে রীতিমতো হতাশ রশিদ খান, মোহাম্মদ নবিদের কোচ।

ট্রট বলেন, ‘সবশেষ টেস্ট দল নিয়ে আমি কোনো মতামত দিতে পারিনি। এটা খুবই দুঃখজনক। ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা ব্যক্তি বা নির্বাচকদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেত পারিনি। দল নির্বাচনের সময় আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না।’

সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে দল নির্বাচনকে দায়ী করছেন ট্রট, ‘গত দুই সপ্তাহ ধরে আমি নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এমনকি এসিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। দল নির্বাচন প্রসঙ্গে আমার সঙ্গে তারা কেউ যোগাযোগ করেনি। শুধু টেস্ট দলেই নয়, সবশেষ এশিয়া কাপ থেকেই আমি পছন্দমতো দল পাচ্ছি না।’

এসিবির কর্তা ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় নিজের ভবিষ্যত নিয়ে ভাবছেন ট্রট। আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে চান তিনি, ‘কী হবে সেটা এখনই বলা মুশকিল। এসিবির সঙ্গে আমি কথা বলব। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমরা চুক্তিবদ্ধ। আপাতত আমি দায়িত্বের সীমা এবং নিজের ভূমিকা সম্পর্কে জানতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

সখীপুরে ইয়াবাসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফিরেও ফেরা হলো না রাফিনিয়ার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৪: ২৭
মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে রাফিনিয়ার। ছবি: এক্স (রাফিনিয়া–বার্সা)
মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে রাফিনিয়ার। ছবি: এক্স (রাফিনিয়া–বার্সা)

‘ফিরেও ফেরা হলো না’ এটা বাংলা কবিতার একটি লাইন। এই লাইনটাই এখন মিলে যাচ্ছে রাফিনিয়ার সঙ্গে। মাঠে ফেরার প্রবল সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশা দীর্ঘ করলেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত ২৬ সেপ্টেম্বর ওভিয়েডোর মাঠ থেকে ৩–১ গোলের জয় নিয়ে ফেরে বার্সা। সে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন রাফিনিয়া। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। সম্প্রতি চোট কাটিয়ে দলীয় অনুশীলেন ফেরেন। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের আতিথেয়তা নেবে বার্সা। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতালানদের জার্সিতে প্রত্যাবর্তন হতে পারে রাফিনহার।

তবে মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে রাফিনিয়ার। বার্সার একটি সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন ২৮ বছর বয়সী এই ফুটবলার। এজন্য গতকাল অনুশীলন করতে পারেননি। প্রতিবদেন ইএসপিএন জানিয়েছে, রিয়ালের বিপক্ষে মর্যাদাপূর্ণ ক্লাসিকোতে রাফিনিয়াকে পাচ্ছে না বার্সা সেটা এখন নিশ্চিত। আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

গতকাল অনুশীলনে আসার পর অসুস্থ হয়ে পড়লে অফিসিয়ালদের সঙ্গে কথা বলে চলে যান রাফিনিয়া। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে এক মাসের মতো সময় লেগেছে তাঁর। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, মাঠে ফিরতে আরও প্রায় এক মাস অপেক্ষা করতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।

সব মিলিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে বেশ চাপেই আছে বার্সা। রাফিনিয়া ছাড়াও রবার্ট লেভানডফস্কি, গাভি, হোয়ান গার্সিয়া, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, দানি ওলমোদের মতো প্রথম পছন্দের ফুটবলার পাচ্ছে না তারা। এমনকি নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে প্রধান কোচ হান্সি ফ্লিককেও পাবে না বার্সা। এতো না পাওয়ার ভীড়ে রিয়ালের মতো শক্তিশালী ক্লাবের বিপক্ষে জেতাটা বেশ কঠিনই হবে তাদের জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

সখীপুরে ইয়াবাসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত