Ajker Patrika

ইতালির সমস্যা সমাধান না করে আনচেলত্তি কেন ব্রাজিলে, প্রশ্ন লুলার

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২১: ৪০
ইতালির সমস্যা সমাধান না করে আনচেলত্তি কেন ব্রাজিলে, প্রশ্ন লুলার

আগামী কোপা আমেরিকা থেকে ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে কার্লো আনচেলত্তিকে। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তাঁর। এরপর সে বছরের জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন ‘ডন কার্লো’।

আনচেলত্তিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ায় নেইমাররা খুশি হলেও নাখোশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সমালোচনা করে তিনি জানিয়েছেন, ভালো হতো যদি আনচেলত্তি ইতালি জাতীয় দলের সমস্যা নিয়ে কাজ করেন।

লুলা দা সিলভার এমন খোঁচা দিয়ে কথা বলার কারণও আছে। টানা দুই বিশ্বকাপে দর্শক হয়ে ছিল ইতালি। আজ্জুরিদের কোচ না হয়ে ব্রাজিলের দায়িত্ব নেওয়াটা যার কারণে পছন্দ হয়নি ব্রাজিলের প্রেসিডেন্টের। গতকাল টিভি স্টেশন এসবিটিকে ৭৭ বছর বয়সী লুলা দা সিলভা বলেছেন, ‘আমি আনচেলত্তিতে মুগ্ধ, তবে তিনি কখনো ইতালির কোচ হননি। কেন তিনি ইতালির সমস্যা সমাধান করেননি, কেন তারা ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারেনি?’

 ৬৪ বছর বয়সী আনচেলত্তি রেকর্ড চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তবে কখনো কোনো জাতীয় দলের দায়িত্বে দেখা যায়নি তাঁকে। কোচিং ক্যারিয়ারের শুরুতে ১৯৯২-৯৫ সময় পর্যন্ত ইতালির সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

গত বছর কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের দায়িত্ব ছাড়েন কোচ তিতে। এরপর থেকে সেলেসাওদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ফ্লুমিনেন্সের কোচ ফের্নান্দো দিনিজ। তাঁর অধীনে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আনচেলত্তির চেয়ে বরং দিনিজকেই পছন্দ লুলার। তিনি বলেছেন, ‘আমি দিনিজের ভক্ত। তাঁর ব্যক্তিত্ব, সৃজনশীলতা রয়েছে এবং সেই ড্রেসিংরুমে নেতৃত্ব দিতে পারে।’ আর আনচেলত্তির প্রসঙ্গে লুলা বলেছেন, ‘দলে ১১ জন আন্তর্জাতিক খেলোয়াড় নিয়ে ইউরোপের কোনো ক্লাবকে কোচিং করানো খুবই সহজ।’

ব্রাজিল দল নিয়ে অবশ্য খুব বেশি আশাবাদী নন লুলা। তিনি মনে করেন, কোচ যেই হোন না কেন ব্রাজিলের বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের সময় কাজ করা তাঁদের জন্য কঠিন হবে। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, ‘দিনিজ সমস্যা নয়, সমস্যা হলো আগের যুগে যে মানের খেলোয়াড় ছিল তা আজ আমাদের নেই।’

 ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। ২১ বছরের খরা ঘুচিয়ে ‘হেক্সা’ জয়ের আশায় আনচেলত্তির হাতে নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্ব তুলে দিচ্ছে সিবিএফ। ইতালিয়ান কোচ কি পারবেন ব্রাজিলের শিরোপা খরা ঘোচাতে? তবে ইতিহাস বলছে, বিশ্বকাপ হিসেবে কোনো দল বিদেশি কোচের অধীনে চ্যাম্পিয়ন হয়নি।

গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছে ব্রাজিল। তাদের দৌড় থেমেছিল কোয়ার্টার ফাইনালে।

চতুর্থ বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। তাঁর আগে সবশেষ ১৯৬৫ সালে দেশটির দায়িত্ব সামলেছেন আর্জেন্টিনার ফিলপো নুনেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত