মাত্র এক ম্যাচের পার্থক্য। আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো আজ। কোপা দেল রের দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে রিয়ালকে আতিথেয়তা দেবে বার্সা। ড্র করলেই সর্বোচ্চ ৪৩তম বার এই আসরের ফাইনালে উঠবে কাতালান জায়ান্টরা।
তবে ছন্দে ফেরা রিয়ালের বিপক্ষে কাজটি কঠিনই হবে জাভির শিষ্যদের। লা লিগায় করিম বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল ভায়োদোলিদকে ৬-০ গোলে উড়িয়ে বার্সাকে সেই বার্তাও দিয়েছে তারা। বার্সার বিপক্ষে সেমির প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। আজ জিতলে প্রতিশোধের সঙ্গে ফাইনালও নিশ্চিত হয়ে যাবে তাদের। রিয়াল কোচও জানালেন, মাথা ঠান্ডা রেখে মাঠে নামবেন তাঁর শিষ্যরা।
গতকাল সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘আমরা পাগলামি করব না। আপনি পাঁচ মিনিটের মধ্যেও গোল করতে পারেন। আবার পরে ২ গোলও হজম করতে পারেন। বার্সা আমাদের গত তিন ম্যাচে হারিয়েছে। আমি চিন্তা করছি, এবার জয়ের পালা আমাদের।’
গত জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের পর আরও দুই ক্লাসিকো জিতেছে বার্সা। এবার জিতলে সংখ্যাটা হবে চার। গত অক্টোবরে বার্নাব্যুতে মৌসুমের প্রথম সাক্ষাতে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হার। ৩৩ দিনের মধ্যে তিন ক্লাসিকোর আরেকটি জয়কে পাখির চোখ করেছেন জাভি। গতকাল সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেছেন, ‘তারা (রিয়াল) প্রতিশোধ নিতে আসবে এবং আমরা দেখিয়ে দেব, তাদের হারিয়ে দিতে পারি।’
২০১৯ সালের পর প্রথমবার লা লিগা জয়ের স্বপ্ন দেখা বার্সাও আছে দুর্দান্ত ছন্দে। রবার্টা লেভানডফস্কির জোড়া গোলে এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে কাতালান জায়ান্টরা।
বার্সা কোপা দেল রের সর্বশেষ ফাইনাল খেলেছে ২০২১ সালে। আর রিয়াল ২০১৪ সালে। সর্বোচ্চ ৩১ বার এই শিরোপা জিতেছে বার্সা। আর রিয়াল তৃতীয় সর্বোচ্চ ১৯ বার। এল ক্লাসিকো খেলতে ইতিমধ্যে স্কোয়াডও ঘোষণা করেছে দুই দল।
মাত্র এক ম্যাচের পার্থক্য। আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো আজ। কোপা দেল রের দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে রিয়ালকে আতিথেয়তা দেবে বার্সা। ড্র করলেই সর্বোচ্চ ৪৩তম বার এই আসরের ফাইনালে উঠবে কাতালান জায়ান্টরা।
তবে ছন্দে ফেরা রিয়ালের বিপক্ষে কাজটি কঠিনই হবে জাভির শিষ্যদের। লা লিগায় করিম বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল ভায়োদোলিদকে ৬-০ গোলে উড়িয়ে বার্সাকে সেই বার্তাও দিয়েছে তারা। বার্সার বিপক্ষে সেমির প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। আজ জিতলে প্রতিশোধের সঙ্গে ফাইনালও নিশ্চিত হয়ে যাবে তাদের। রিয়াল কোচও জানালেন, মাথা ঠান্ডা রেখে মাঠে নামবেন তাঁর শিষ্যরা।
গতকাল সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘আমরা পাগলামি করব না। আপনি পাঁচ মিনিটের মধ্যেও গোল করতে পারেন। আবার পরে ২ গোলও হজম করতে পারেন। বার্সা আমাদের গত তিন ম্যাচে হারিয়েছে। আমি চিন্তা করছি, এবার জয়ের পালা আমাদের।’
গত জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের পর আরও দুই ক্লাসিকো জিতেছে বার্সা। এবার জিতলে সংখ্যাটা হবে চার। গত অক্টোবরে বার্নাব্যুতে মৌসুমের প্রথম সাক্ষাতে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হার। ৩৩ দিনের মধ্যে তিন ক্লাসিকোর আরেকটি জয়কে পাখির চোখ করেছেন জাভি। গতকাল সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেছেন, ‘তারা (রিয়াল) প্রতিশোধ নিতে আসবে এবং আমরা দেখিয়ে দেব, তাদের হারিয়ে দিতে পারি।’
২০১৯ সালের পর প্রথমবার লা লিগা জয়ের স্বপ্ন দেখা বার্সাও আছে দুর্দান্ত ছন্দে। রবার্টা লেভানডফস্কির জোড়া গোলে এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে কাতালান জায়ান্টরা।
বার্সা কোপা দেল রের সর্বশেষ ফাইনাল খেলেছে ২০২১ সালে। আর রিয়াল ২০১৪ সালে। সর্বোচ্চ ৩১ বার এই শিরোপা জিতেছে বার্সা। আর রিয়াল তৃতীয় সর্বোচ্চ ১৯ বার। এল ক্লাসিকো খেলতে ইতিমধ্যে স্কোয়াডও ঘোষণা করেছে দুই দল।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৫ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৬ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১২ ঘণ্টা আগে