অনলাইন ডেস্ক
বছরের শেষটা অন্তত জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে অন্তিম মুহূর্তে দারুণ জয়ের কারিগর পাপন সিং। দেশের ক্রীড়াঙ্গনে এত দিন ‘পাপন’ নামটা সাবেক বিসিবি সভাপতির কারণে অতি পরিচিত ছিল। আর ফুটবলার পাপন আড়াল থেকে ফিরলেন নায়কের বেশে। এখন থেকে আর আড়াল হতে চান না, নিয়মিত খেলতে চান সেরা একাদশে। বাংলাদেশ দলের এই মিডফিল্ডার মাঠে নামতে চান ম্যাচের শুরু থেকেই।
বয়সভিত্তিক দল থেকে ২০২২ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল পাপনের। এরপর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। তিন ম্যাচেই খেলেছেন বদলি হিসেবে। যদিও এটা নিয়ে তাঁর কোনো আফসোস নেই। গত পরশু আজকের পত্রিকাকে পাপন বলেছেন, ‘আরেকটু বেশি সুযোগ পেলে ভালো করতে পারতাম। এখন কোচ যেটা ভালো মনে করেন, সেটাই করেছেন। কোচের দায়িত্ব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তিনি বেশ বিচক্ষণ, আমাদের সব ধরনের কৌশলই শেখান। হয়তো আমরাই শিখতে পারছি না। তবে আমার লক্ষ্য, সেরা একাদশে নিয়মিত থাকা। সে লক্ষ্যে যত বেশি পরিশ্রম দরকার করে যাব।’
নেত্রকোনা জেলার বারহাট্টা থেকে উঠে আসা পাপন মালদ্বীপের বিপক্ষে জয়সূচক গোলের পর থেকেই স্তুতিতে ভাসছেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে তাঁর মুখে তৃপ্তির আভা, ‘এটা ছিল বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচটা জেতা খুব দরকার ছিল। দেশের মানুষকে একটা জয় উপহার দিতে পেরে বেশি তৃপ্ত। এলাকা থেকে অনেকে ফোন দিয়েছে। মা-ও খেলা দেখেছেন। এই যে সবার মধ্যে একটা আনন্দ, এটাই গোল করার সার্থকতা।’
ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে পাপনের ক্লাব ক্যারিয়ার। উত্তর বারিধারা, মোহামেডান হয়ে এবার খেলবেন ঢাকা আবাহনীর জার্সিতে। ক্লাব ফুটবল নিয়ে তাঁর অনেক স্বপ্ন। তবে একজন ফুটবলার হিসেবে ক্লাবের একটি মাঠের অভাববোধ করছেন পাপন, ‘আমাদের তো মাঠই নেই। ক্লাব বলি আর জাতীয় দল—আমার মনে হয় পর্যাপ্ত মাঠ থাকলে খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে ভাবতে হয় না। আপনি বিশ্বের দেশে দেশে দেখবেন, ক্লাবের নিজস্ব মাঠ রয়েছে। কিন্তু এখানে ভিন্ন। ক্লাবের যদি নিজস্ব মাঠ থাকত, তাহলে অনেক সুবিধা হতো। এই যেমন আমার নিজ এলাকায় নেত্রকোনায় একটা স্টেডিয়াম আছে। আমি নিজেও ছোটবেলায় সেখানে খেলেছি। কিন্তু দিনে দিনে সেটার অবস্থা বাজে হয়ে যাচ্ছে! তেমন কোনো পরিচর্যাও করা হয় না। এই দিকগুলোতে একটু নজর দেওয়া উচিত।’
বছরের শেষটা অন্তত জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে অন্তিম মুহূর্তে দারুণ জয়ের কারিগর পাপন সিং। দেশের ক্রীড়াঙ্গনে এত দিন ‘পাপন’ নামটা সাবেক বিসিবি সভাপতির কারণে অতি পরিচিত ছিল। আর ফুটবলার পাপন আড়াল থেকে ফিরলেন নায়কের বেশে। এখন থেকে আর আড়াল হতে চান না, নিয়মিত খেলতে চান সেরা একাদশে। বাংলাদেশ দলের এই মিডফিল্ডার মাঠে নামতে চান ম্যাচের শুরু থেকেই।
বয়সভিত্তিক দল থেকে ২০২২ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল পাপনের। এরপর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। তিন ম্যাচেই খেলেছেন বদলি হিসেবে। যদিও এটা নিয়ে তাঁর কোনো আফসোস নেই। গত পরশু আজকের পত্রিকাকে পাপন বলেছেন, ‘আরেকটু বেশি সুযোগ পেলে ভালো করতে পারতাম। এখন কোচ যেটা ভালো মনে করেন, সেটাই করেছেন। কোচের দায়িত্ব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তিনি বেশ বিচক্ষণ, আমাদের সব ধরনের কৌশলই শেখান। হয়তো আমরাই শিখতে পারছি না। তবে আমার লক্ষ্য, সেরা একাদশে নিয়মিত থাকা। সে লক্ষ্যে যত বেশি পরিশ্রম দরকার করে যাব।’
নেত্রকোনা জেলার বারহাট্টা থেকে উঠে আসা পাপন মালদ্বীপের বিপক্ষে জয়সূচক গোলের পর থেকেই স্তুতিতে ভাসছেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে তাঁর মুখে তৃপ্তির আভা, ‘এটা ছিল বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচটা জেতা খুব দরকার ছিল। দেশের মানুষকে একটা জয় উপহার দিতে পেরে বেশি তৃপ্ত। এলাকা থেকে অনেকে ফোন দিয়েছে। মা-ও খেলা দেখেছেন। এই যে সবার মধ্যে একটা আনন্দ, এটাই গোল করার সার্থকতা।’
ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে পাপনের ক্লাব ক্যারিয়ার। উত্তর বারিধারা, মোহামেডান হয়ে এবার খেলবেন ঢাকা আবাহনীর জার্সিতে। ক্লাব ফুটবল নিয়ে তাঁর অনেক স্বপ্ন। তবে একজন ফুটবলার হিসেবে ক্লাবের একটি মাঠের অভাববোধ করছেন পাপন, ‘আমাদের তো মাঠই নেই। ক্লাব বলি আর জাতীয় দল—আমার মনে হয় পর্যাপ্ত মাঠ থাকলে খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে ভাবতে হয় না। আপনি বিশ্বের দেশে দেশে দেখবেন, ক্লাবের নিজস্ব মাঠ রয়েছে। কিন্তু এখানে ভিন্ন। ক্লাবের যদি নিজস্ব মাঠ থাকত, তাহলে অনেক সুবিধা হতো। এই যেমন আমার নিজ এলাকায় নেত্রকোনায় একটা স্টেডিয়াম আছে। আমি নিজেও ছোটবেলায় সেখানে খেলেছি। কিন্তু দিনে দিনে সেটার অবস্থা বাজে হয়ে যাচ্ছে! তেমন কোনো পরিচর্যাও করা হয় না। এই দিকগুলোতে একটু নজর দেওয়া উচিত।’
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
১১ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
১৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
১৬ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
১৭ ঘণ্টা আগে