Ajker Patrika

চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক    
লা লিগায় এবার শিরোপার আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। ছবি: এএফপি
লা লিগায় এবার শিরোপার আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। ছবি: এএফপি

টুর্নামেন্টের শেষভাগে এসে পড়েছে লা লিগা। একটু এদিক সেদিক হলেই ফস্কে যেতে পারে। এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে গত রাতে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানরা তাতে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে পৌঁছে গেছে।

১–০ গোলে জয়ের পর বার্সেলোনার পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৬। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৯। কার্লো আনচেলত্তি খেলেছে ৩২ ম্যাচ। রিয়াল ২০২৪-২৫ মৌসুমের লা লিগার ৩৩তম ম্যাচ খেলবে আজ রাতে। কলিসিয়াম স্টেডিয়ামে এই ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ হেতাফে। যদি রিয়াল আজ জিতে যায়, তাহলে প্রতিযোগিতা আরও জমে যাবে।

হেতাফের বিপক্ষে আজ জিতলে ৩৩ ম্যাচে রিয়ালের হবে ৭২ পয়েন্ট। আনচেলত্তির দলের লা লিগায় এর পরের ম্যাচ ৪ মে সেল্তা ফিগোর বিপক্ষে। এই ম্যাচ রিয়াল জিতলে ৩৪ ম্যাচে ৭৫ পয়েন্ট হবে। আর টুর্নামেন্টের এল ক্লাসিকো হবে ১১ মে। এস্তাদি অলিম্পিক কোম্পানি লুইজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে বার্সা-রিয়াল।

এল ক্লাসিকোর আগে অবশ্য বার্সেলোনার ম্যাচ রয়েছে লা লিগায়। ৩ মে হোসে জরিলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভায়াদোলিদ-বার্সা। এই ম্যাচে বার্সা জিতলে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট হবে। তাহলে এল ক্লাসিকোতে রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে শুরু করবে বার্সেলোনা। যদি এল ক্লাসিকোতে বার্সা জেতে, তাহলে ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। তখন রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৫ ম্যাচে হবে ৭৫।

রিয়ালের পরে ১৫ মে লা লিগায় বার্সার প্রতিপক্ষ এসপানিওল। এই ম্যাচ বার্সেলোনা জিতলে ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট হবে। তখন হ্যান্সি ফ্লিকের দলের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। কারণ, রিয়াল শেষ তিন ম্যাচ জিতলে ৮৪ পয়েন্টের বেশি পাবে না। আর এই মুহূর্তে ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় তিনে আতলেতিকো মাদ্রিদ। যদি তারা শেষ ৬ ম্যাচের সবকটি জেতে, তাহলে পাবে ৮১ পয়েন্ট। আতলেতিকোর চলতি লা লিগায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কারও বিপক্ষেই ম্যাচ বাকি নেই।

মায়োর্কার বিপক্ষে গত রাতে দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। বার্সা ৭৮ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ১২ শট। একমাত্র গোলটি বার্সেলোনার মিডফিল্ডার দানি অলমো করেছেন ৪৬ মিনিটে। তাঁকে অ্যাসিস্ট করেন এরিক গার্সিয়া। অন্যদিকে ২২ শতাংশ বলের দখল রাখা মায়োর্কা একটিও বার্সার লক্ষ্য বরাবর নিতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে মায়োর্কা গোল করলেও অফসাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘প্রত্যেকে ভালো খেলেছে। দেখেই ভালো লাগছে ফুটবলাররা দলের অংশ মনে করছে। আমরা গোলের অনেক সুযোগ সৃষ্টি করেছি। তবে দলের পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’

৫৭ ও ৫২ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক ক্লাব বিলবাও ও ভিয়ারিয়াল এখন লা লিগার পয়েন্ট তালিকায় চার ও পাঁচে। বিলবাও খেলেছে ৩২ ম্যাচ। আর ৩১ ম্যাচ খেলেছে ভিয়ারিয়াল। সর্বোচ্চ ৭৫ ও ৭৩ পয়েন্ট পেতে পারে বিলবাও ও ভিয়ারিয়াল। তাদেরকে একরকম হিসাবের বাইরেই রাখতে হচ্ছে। আর বার্সেলোনার নিয়মিত জয়ের পাশাপাশি রিয়ালও যদি পয়েন্ট হারায়, সেক্ষেত্রে আগেভাগেই ২০২৪-২৫ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন হতে পারে বার্সা। ২০২৩-২৪ মৌসুমের লা লিগা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ঠিক তার আগে (২০২২-২৩ মৌসুম) এই লিগে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা।

লা লিগার এল ক্লাসিকোর আগে আরেক দফা মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালে খেলবে এই দুই দল। হয়তো এই ম্যাচ জিতেই স্প্যানিশ সুপার কাপে হারের বদলা নিতে পারে আনচেলত্তির দল। এ বছরের ১২ জানুয়ারি কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত