২০১৯ সালে রিয়াল মাদ্রিদে আসেন সুইডিশ নারী ফুটবলার কোসোভারে আসলানি। তবে রিয়ালে তিন মৌসুমের বেশি টিকতে পারছেন না কোসোভারে। প্রস্তুতি নিচ্ছেন রিয়াল ছেড়ে যাওয়ার।
তবে যাওয়ার আগে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন কোসোভারে। ৩২ বছর বয়সী স্ট্রাইকারের দাবি, রিয়াল মাদ্রিদের পরিবেশ নারী ফুটবলারদের জন্য মোটেও ভালো নয়।
দলে আসার পর ২০২০-২১ মৌসুমে রিয়ালের সেরা খেলোয়াড় ছিলেন কোসোভারে। এবার ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি।
যাওয়ার আগে ক্লাবের বিরুদ্ধে এনেছেন বেশ কিছু অভিযোগ। কোসোভারের দাবি, রিয়াল কর্তৃপক্ষ খেলোয়াড়দের চোট নিয়েও খেলতে বাধ্য করে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ক্লাবের সংস্কৃতি খেলোয়াড়দের জন্য ভয়ংকর ও অস্বাস্থ্যকর। আমাকে রীতিমতো চোট নিয়ে খেলতে বাধ্য করা হয়েছে।’
কোসোভারে আরও বলেছেন, ‘ম্যানেজমেন্ট চিকিৎসকদের কথা শোনে না। এটা খুবই বিপজ্জনক ব্যাপার। শুরু থেকে ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি। তবে আমি লক্ষ্য করেছি ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড়দের সঙ্গে ভালো আচরণ করে না।’
কোসোভারে নিজেও পরিবর্তনের চেষ্টা করেছেন জানিয়ে বলেছেন, ‘যেহেতু কেউ কথা বলছে না, তাই আমার জন্য কথা বলা জরুরি ছিল। আমি পরিবর্তন আনার চেষ্টা করেছি। কিন্তু এখানে এমন পরিবেশ তৈরি করা হয়েছে, কেউ আমাদের কথা কানে নেয় না।’
২০১৯ সালে রিয়াল মাদ্রিদে আসেন সুইডিশ নারী ফুটবলার কোসোভারে আসলানি। তবে রিয়ালে তিন মৌসুমের বেশি টিকতে পারছেন না কোসোভারে। প্রস্তুতি নিচ্ছেন রিয়াল ছেড়ে যাওয়ার।
তবে যাওয়ার আগে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন কোসোভারে। ৩২ বছর বয়সী স্ট্রাইকারের দাবি, রিয়াল মাদ্রিদের পরিবেশ নারী ফুটবলারদের জন্য মোটেও ভালো নয়।
দলে আসার পর ২০২০-২১ মৌসুমে রিয়ালের সেরা খেলোয়াড় ছিলেন কোসোভারে। এবার ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি।
যাওয়ার আগে ক্লাবের বিরুদ্ধে এনেছেন বেশ কিছু অভিযোগ। কোসোভারের দাবি, রিয়াল কর্তৃপক্ষ খেলোয়াড়দের চোট নিয়েও খেলতে বাধ্য করে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ক্লাবের সংস্কৃতি খেলোয়াড়দের জন্য ভয়ংকর ও অস্বাস্থ্যকর। আমাকে রীতিমতো চোট নিয়ে খেলতে বাধ্য করা হয়েছে।’
কোসোভারে আরও বলেছেন, ‘ম্যানেজমেন্ট চিকিৎসকদের কথা শোনে না। এটা খুবই বিপজ্জনক ব্যাপার। শুরু থেকে ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি। তবে আমি লক্ষ্য করেছি ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড়দের সঙ্গে ভালো আচরণ করে না।’
কোসোভারে নিজেও পরিবর্তনের চেষ্টা করেছেন জানিয়ে বলেছেন, ‘যেহেতু কেউ কথা বলছে না, তাই আমার জন্য কথা বলা জরুরি ছিল। আমি পরিবর্তন আনার চেষ্টা করেছি। কিন্তু এখানে এমন পরিবেশ তৈরি করা হয়েছে, কেউ আমাদের কথা কানে নেয় না।’
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
১৩ মিনিট আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
২ ঘণ্টা আগে