সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তেমনটাই হয়েছে স্টুটগার্টে স্পেন-জার্মানি ম্যাচে। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। টানটান উত্তেজনার ম্যাচে সামান্য ব্যাপারও অনেক সময় গতিপথ পাল্টে দিতে পারে। তেমনই এক ঘটনা ঘটেছে গত রাতে স্টুটগার্টে।
নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হয়েছিল স্পেন-জার্মানি ম্যাচ। অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পরও ১০৫ মিনিট শেষে দেখা গেছে ১-১ সমতা। তখন ডি বক্সের বাইরে থেকে সজোরে শট নেন জামাল মুসিয়ালা। মুসিয়ালার শট স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলার হাতে লেগে যায়। শট এতটাই বুলেট গতিতে ছিল যে কুকুরেলা হাত নামানোর সুযোগই পাননি। হ্যান্ডবল হওয়ায় পেনাল্টির দাবি করেন জার্মান ফুটবলাররা। রেফারি অ্যান্থনি টেলর পেনাল্টির বাঁশি তো বাজানইনি, এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখার পরও সিদ্ধান্ত একই থাকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জার্মানির কোচ হুলিয়ান নাগলসমান প্রশ্ন তুলেছেন, এটা কেন হ্যান্ডবল দেওয়া হলো না? জার্মানির কোচ বলেন, ‘এটা (হ্যান্ডবল) নিয়ে বেশি কথা বলতে চাই না। তবে বলের লক্ষ্য কোন দিকে ছিল, সেটা ভালোমতো দেখা উচিত ছিল। ফুটবলে তো এটা সম্ভব নয় যে কেউ একজন গ্যালারিতে শট নিলেন এবং হাতে গিয়ে পৌঁছাল। কখনোই এটা পেনাল্টি নয়। যখন বল লক্ষ্য বরাবর যায় এবং কারও হাতে লেগে যায়, তখন তো আপনি লক্ষ্য নিয়ে কথা বলতে পারেন না।’
রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় স্পেন। ১১৯ মিনিটে স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডার মিকেল মেরিনো জয়সূচক হেডটি করেন। তিনি বদলি হিসেবে নেমেছিলেন ৮০ মিনিটে। ম্যাচ হারায় হ্যান্ডবলকে অবশ্য দায়ী করছেন না নাগলসমান। তবে প্রযুক্তি আরও উন্নত হওয়া উচিত বলে মনে করেন জার্মান কোচ, ‘বলটা কোন দিকে শট করা হয়েছে, সেটা দেখতে হবে। কফি নিয়ে আসার জন্য আমাদের ৫০টি রোবট আছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো একটা বিষয় তো থাকা উচিত যে ক্রস এবং শটগুলো কোন দিকে যাবে। এটা তো সবচেয়ে সহজ ব্যাপার। শট কোন দিকে যাচ্ছে, সেটা আমাদের দেখা উচিত। তবে সেটাই একমাত্র কারণ না যে ম্যাচটা আমরা হেরে গেছি।’
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তেমনটাই হয়েছে স্টুটগার্টে স্পেন-জার্মানি ম্যাচে। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। টানটান উত্তেজনার ম্যাচে সামান্য ব্যাপারও অনেক সময় গতিপথ পাল্টে দিতে পারে। তেমনই এক ঘটনা ঘটেছে গত রাতে স্টুটগার্টে।
নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হয়েছিল স্পেন-জার্মানি ম্যাচ। অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পরও ১০৫ মিনিট শেষে দেখা গেছে ১-১ সমতা। তখন ডি বক্সের বাইরে থেকে সজোরে শট নেন জামাল মুসিয়ালা। মুসিয়ালার শট স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলার হাতে লেগে যায়। শট এতটাই বুলেট গতিতে ছিল যে কুকুরেলা হাত নামানোর সুযোগই পাননি। হ্যান্ডবল হওয়ায় পেনাল্টির দাবি করেন জার্মান ফুটবলাররা। রেফারি অ্যান্থনি টেলর পেনাল্টির বাঁশি তো বাজানইনি, এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখার পরও সিদ্ধান্ত একই থাকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জার্মানির কোচ হুলিয়ান নাগলসমান প্রশ্ন তুলেছেন, এটা কেন হ্যান্ডবল দেওয়া হলো না? জার্মানির কোচ বলেন, ‘এটা (হ্যান্ডবল) নিয়ে বেশি কথা বলতে চাই না। তবে বলের লক্ষ্য কোন দিকে ছিল, সেটা ভালোমতো দেখা উচিত ছিল। ফুটবলে তো এটা সম্ভব নয় যে কেউ একজন গ্যালারিতে শট নিলেন এবং হাতে গিয়ে পৌঁছাল। কখনোই এটা পেনাল্টি নয়। যখন বল লক্ষ্য বরাবর যায় এবং কারও হাতে লেগে যায়, তখন তো আপনি লক্ষ্য নিয়ে কথা বলতে পারেন না।’
রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় স্পেন। ১১৯ মিনিটে স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডার মিকেল মেরিনো জয়সূচক হেডটি করেন। তিনি বদলি হিসেবে নেমেছিলেন ৮০ মিনিটে। ম্যাচ হারায় হ্যান্ডবলকে অবশ্য দায়ী করছেন না নাগলসমান। তবে প্রযুক্তি আরও উন্নত হওয়া উচিত বলে মনে করেন জার্মান কোচ, ‘বলটা কোন দিকে শট করা হয়েছে, সেটা দেখতে হবে। কফি নিয়ে আসার জন্য আমাদের ৫০টি রোবট আছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো একটা বিষয় তো থাকা উচিত যে ক্রস এবং শটগুলো কোন দিকে যাবে। এটা তো সবচেয়ে সহজ ব্যাপার। শট কোন দিকে যাচ্ছে, সেটা আমাদের দেখা উচিত। তবে সেটাই একমাত্র কারণ না যে ম্যাচটা আমরা হেরে গেছি।’
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
১ ঘণ্টা আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৫ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৫ ঘণ্টা আগে