Ajker Patrika

মেসির অভিষেকের ইঙ্গিত দিলেন মার্টিনো

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১০: ২১
মেসির অভিষেকের ইঙ্গিত দিলেন মার্টিনো

সবকিছু ঠিক থাকলে ক্রুজ আজুলের বিপক্ষেই লিওনেল মেসির অভিষেক হওয়ার কথা। তবে দুই দিন আগে একটা শঙ্কার কথা জানিয়েছিলেন ইন্টার মিয়ামির সহস্বত্বাধিকারী ডেভিড বেকহাম। মেসির প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন বলে জানিয়েছিলেন সাবেক ইংল্যান্ড মিডফিল্ডার। 

গতকাল অবশ্য কোনো শঙ্কার কথা জানাননি ইন্টার মিয়ামির কোচ টাটা মার্টিনো। তিনি জানিয়েছেন, ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে থাকবেন মেসি। শুধু আর্জেন্টাইন তারকাই নন সার্জিও বুসকেতসও থাকবেন। 

মেসি-বুসকেতসের অভিষেক নিয়ে ইএসপিএনকে মার্টিনো বলেছেন, ‘যা দেখেছি, তাতে মনে হয় মেসি ও বুসকেতস ম্যাচে থাকছে। আমরা সিদ্ধান্ত নেব, শুরু নাকি বেঞ্চ থেকে খেলাব। তবে আমার ধারণা, লিও ও মেসি ম্যাচে থাকবে।’ 

ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচটি স্থানীয় সময় অনুযায়ী আজ হলেও বাংলাদেশের সময় শনিবার ভোর ৬টায় হবে। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে হবে। অন্যদিকে এই ম্যাচে খেলার কোনো সম্ভাবনা না থাকলেও পরবর্তী ম্যাচ থেকে মেসি-বুসকেতসের সঙ্গে যোগ দিতে আসছেন জর্দি আলবা। সাবেক বার্সেলোনা ডিফেন্ডারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে মিয়ামি। 

এতে করে মিয়ামিতে একধরনের পুনর্মিলনীই হচ্ছে বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের। সঙ্গে মার্টিনোও থাকছেন। আলবা খুব শিগগিরই মিয়ামিতে যোগ দেবেন বলে জানিয়েছেন মার্টিনো। তিনি বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই সে আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত