Ajker Patrika

জেমি ডে পুত্রের বাংলাদেশ প্রেম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জেমি ডে পুত্রের বাংলাদেশ প্রেম 

কাগজে-কলমে এখনো তিনি বাংলাদেশের কোচ। কিন্তু বাস্তবতা হলো ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে সম্পর্ক ভেঙেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। দুই পক্ষের পথ এখন আলাদা।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে কোচের পদে থাকার কীর্তিটা এখন পর্যন্ত জেমি ডের। তিন বছরের সম্পর্কটা ভেঙেছে গত বছর সাফ ফুটবল শুরু হওয়ার দুই সপ্তাহ আগে। দূরে থাকলে কী হবে, জেমি আর তাঁর পরিবারের কাছে ‘বাংলাদেশ’ এখনো এক ভালোবাসার নাম।

যেমন টাইলারের কথাই বলা যায়। জেমির চার পুত্রের তৃতীয়জন গতকাল স্কুলের জাতিসংঘ দিবসে গায়ে জরিয়েছিল বাংলাদেশ ফুটবল দলের লাল-সবুজ জার্সি। এত পোশাক থাকতে বাংলাদেশের জার্সি কেন? সেই প্রশ্নের জবাবে জেমি ডে বলছেন, ‘এত সহজে কীভাবে ভুলি? বাংলাদেশ আমাদের জীবনের বিশাল একটা অংশ জুড়ে আছে। আমার ছেলে তাই জাতিসংঘ দিবসে এই জার্সিটা পরেছে।’

যদিও আগামী আগস্ট পর্যন্ত বাফুফের কাছ থেকে চুক্তি অনুযায়ী বেতন পাবেন জেমি, তবে আপাতত আর বাংলাদেশে ফেরা হচ্ছে না এই ইংলিশ কোচের। ইংল্যান্ডে থাকলেও সাবেক শিষ্যদের সঙ্গে এখনো ফোনে যোগাযোগ রাখছেন জেমি। ভবিষ্যতে সম্ভব হলে আবারও ফিরতে চান এই দেশে, ‘ফুটবলারদের সঙ্গে আমার কথা হয়। হয়তো একদিন বাংলাদেশে ফিরতেও পারি। আপাতত কয়েক মাসের অপেক্ষা, তারপর না হয় দেখা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত