ক্রীড়া ডেস্ক, ঢাকা
৩৬ বছর বয়সে অনেক ফুটবলারই ক্যারিয়ারের শেষের শুরু দেখে ফেলেন। তবে নামটা যখন ক্রিস্টিয়ানো রোনালদো, বয়স তাঁর কাছে কেবলই একটা সংখ্যা মাত্র। নিয়মিত জেতার তাড়না আর গোলের ক্ষুধা যেন দিন দিন বেড়েই চলছে রোনালদোর। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেটি আরও একবার প্রমাণ করলেন এই পর্তুগিজ তারকা।
ম্যাচে জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদো ছাড়িয়ে গেছেন আলী দাইয়িকে। ইরানি স্ট্রাইকারকে ছাড়িয়ে গিয়ে নিজেই বিস্মিত হয়েছেন। অনুভূতি প্রকাশের ভাষাই যেন ভুলে গেছেন রোনালদো। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘কোনো নির্দিষ্ট শব্দ দিয়ে আমি এই অনুভূতি প্রকাশ করতে পারছি না। খুবই রোমাঞ্চিত। ক্যারিয়ারে যত রেকর্ড ভেঙেছি, এটি আমার কাছে অনন্য। এই অর্জন আমাকে সব সময় গর্বিত করবে।’
দেশের প্রতিনিধিত্ব করা রোনালদোর কাছে সব সময় বিশেষ কিছু। পর্তুগালের জার্সিতে তো বটেই আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হতে পারা দারুণভাবে ছুঁয়ে গেছে পাঁচ বারের ব্যালন-ডি অর জয়ী এই ফুটবলারকে। বলেছেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে বিশেষ মুহূর্ত। আমি পর্তুগালের হয়ে খেলছি, বিশ্বকে দেখিয়েছি পর্তুগিজরা কী করতে পারে। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো আমাকে খুব করে টানে। আমি ছোট থেকে দেখে এসেছি প্রতি ইউরো ও বিশ্বকাপে আমার পূর্বসূরিরা কীভাবে পতাকার জন্য খেলেছে।’
পর্তুগালের জার্সিতে ১১১ গোল করেছেন রোনালদো। এই ১১১ গোল পর্তুগালের মানুষের জন্য ১১১টি বিশেষ মুহূর্ত বলে মনে করেন সি-আর-সেভেন, ‘সারা বিশ্ব জুড়ে কোটি ফুটবল সমর্থক ও পর্তুগিজ নাগরিকদের কাছে এটার মূল্য আমি অনুভব করি।’
এমন একটি রেকর্ডের পর সতীর্থ-পরিবার সবাইকে ধন্যবাদ দিয়েছেন রোনালদো। পর্তুগিজ তারকা সবচেয়ে বড় ধন্যবাদটা দিয়েছেন দাইয়িকে, ‘আলি দাই এই মানদণ্ড এতটা ওপরে নিয়ে গেছে, মাঝে আমি ভাবতে শুরু করেছিলাম হয়তো আমি তাকে ছুঁতে পারব না। তাকে ধন্যবাদ ও শ্রদ্ধা। যখনই আমি গোল করেছি ও তার গোল সংখ্যার কাছাকাছি গিয়েছি সে আমাকে শুভকামনা জানিয়েছে।’
৩৬ বছর বয়সে অনেক ফুটবলারই ক্যারিয়ারের শেষের শুরু দেখে ফেলেন। তবে নামটা যখন ক্রিস্টিয়ানো রোনালদো, বয়স তাঁর কাছে কেবলই একটা সংখ্যা মাত্র। নিয়মিত জেতার তাড়না আর গোলের ক্ষুধা যেন দিন দিন বেড়েই চলছে রোনালদোর। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেটি আরও একবার প্রমাণ করলেন এই পর্তুগিজ তারকা।
ম্যাচে জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদো ছাড়িয়ে গেছেন আলী দাইয়িকে। ইরানি স্ট্রাইকারকে ছাড়িয়ে গিয়ে নিজেই বিস্মিত হয়েছেন। অনুভূতি প্রকাশের ভাষাই যেন ভুলে গেছেন রোনালদো। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘কোনো নির্দিষ্ট শব্দ দিয়ে আমি এই অনুভূতি প্রকাশ করতে পারছি না। খুবই রোমাঞ্চিত। ক্যারিয়ারে যত রেকর্ড ভেঙেছি, এটি আমার কাছে অনন্য। এই অর্জন আমাকে সব সময় গর্বিত করবে।’
দেশের প্রতিনিধিত্ব করা রোনালদোর কাছে সব সময় বিশেষ কিছু। পর্তুগালের জার্সিতে তো বটেই আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হতে পারা দারুণভাবে ছুঁয়ে গেছে পাঁচ বারের ব্যালন-ডি অর জয়ী এই ফুটবলারকে। বলেছেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে বিশেষ মুহূর্ত। আমি পর্তুগালের হয়ে খেলছি, বিশ্বকে দেখিয়েছি পর্তুগিজরা কী করতে পারে। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো আমাকে খুব করে টানে। আমি ছোট থেকে দেখে এসেছি প্রতি ইউরো ও বিশ্বকাপে আমার পূর্বসূরিরা কীভাবে পতাকার জন্য খেলেছে।’
পর্তুগালের জার্সিতে ১১১ গোল করেছেন রোনালদো। এই ১১১ গোল পর্তুগালের মানুষের জন্য ১১১টি বিশেষ মুহূর্ত বলে মনে করেন সি-আর-সেভেন, ‘সারা বিশ্ব জুড়ে কোটি ফুটবল সমর্থক ও পর্তুগিজ নাগরিকদের কাছে এটার মূল্য আমি অনুভব করি।’
এমন একটি রেকর্ডের পর সতীর্থ-পরিবার সবাইকে ধন্যবাদ দিয়েছেন রোনালদো। পর্তুগিজ তারকা সবচেয়ে বড় ধন্যবাদটা দিয়েছেন দাইয়িকে, ‘আলি দাই এই মানদণ্ড এতটা ওপরে নিয়ে গেছে, মাঝে আমি ভাবতে শুরু করেছিলাম হয়তো আমি তাকে ছুঁতে পারব না। তাকে ধন্যবাদ ও শ্রদ্ধা। যখনই আমি গোল করেছি ও তার গোল সংখ্যার কাছাকাছি গিয়েছি সে আমাকে শুভকামনা জানিয়েছে।’
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তাঁরা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
৩ মিনিট আগেডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজদের কান্নারত চেহারার দৃশ্য চাইলেই কি মুছে ফেলা সম্ভব? বার্বাডোজে গত বছরের ২৯ জুন ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না জয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৬ মাস পর আবারও প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত।
১৯ মিনিট আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
১ ঘণ্টা আগে১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
২ ঘণ্টা আগে