অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, এই মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। অন্য কোনো ক্লাবে যোগ দেবেন তিনি। অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় মেসি-পিএসজির সম্পর্কের যে ইতি ঘটছে, তা আরও নিশ্চিত হওয়া যায়।
কিন্তু গতকাল এক সূত্রের বরাত দিয়ে বড় এক বোমাই ফাটিয়েছিল সংবাদ সংস্থা এএফপি। সৌদি আরবের এক ক্লাবের সঙ্গে ইতিমধ্যে নাকি মেসির চুক্তি হয়েছে। এ নিয়ে যখন পুরো ক্রীড়াঙ্গনে আলোচনা তুঙ্গে, ঠিক সে সময়ই আর্জেন্টাইন অধিনায়কের বাবা হোর্হে মেসি চুক্তির বিষয়কে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন কোনো ক্লাবের সঙ্গেই চুক্তি হয়নি। লিওর নাম ব্যবহার করে ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে।
মেসির এই গুঞ্জন নিয়ে অনেকে নানা আলোচনা-সমালোচনা করলেও শিষ্যের ক্লাব ক্যারিয়ার নিয়ে চিন্তিত নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, জাতীয় দলে তিনি শুধু সুখী মেসিকে দেখতে চান।
কাতারের এক সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়া কোচ বলেছেন, ‘ক্লাব সতীর্থ ও সমর্থকদের নিয়ে মেসি যেখানে স্বস্তিতে থাকবেন, তাকে সেখানেই যেতে দিন। জাতীয় দলে এর কোনো প্রভাব পড়বে না। যখন সে আমাদের সঙ্গে যোগ দেয়, সে এখানে খুশি থাকে। আর আমাদেরও সুখী মেসিকে প্রয়োজন।’
নিজের ভুলের ক্ষমা চেয়ে ইতিমধ্যে পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন মেসি। এখন দেখার বিষয় আগামী ম্যাচে তাঁকে নামানো হয় কি না। তবে এ মৌসুম শেষেই যে প্যারিসের ক্লাবটি ছাড়ছেন তিনি এটা নিশ্চিত।
অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, এই মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। অন্য কোনো ক্লাবে যোগ দেবেন তিনি। অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় মেসি-পিএসজির সম্পর্কের যে ইতি ঘটছে, তা আরও নিশ্চিত হওয়া যায়।
কিন্তু গতকাল এক সূত্রের বরাত দিয়ে বড় এক বোমাই ফাটিয়েছিল সংবাদ সংস্থা এএফপি। সৌদি আরবের এক ক্লাবের সঙ্গে ইতিমধ্যে নাকি মেসির চুক্তি হয়েছে। এ নিয়ে যখন পুরো ক্রীড়াঙ্গনে আলোচনা তুঙ্গে, ঠিক সে সময়ই আর্জেন্টাইন অধিনায়কের বাবা হোর্হে মেসি চুক্তির বিষয়কে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন কোনো ক্লাবের সঙ্গেই চুক্তি হয়নি। লিওর নাম ব্যবহার করে ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে।
মেসির এই গুঞ্জন নিয়ে অনেকে নানা আলোচনা-সমালোচনা করলেও শিষ্যের ক্লাব ক্যারিয়ার নিয়ে চিন্তিত নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, জাতীয় দলে তিনি শুধু সুখী মেসিকে দেখতে চান।
কাতারের এক সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়া কোচ বলেছেন, ‘ক্লাব সতীর্থ ও সমর্থকদের নিয়ে মেসি যেখানে স্বস্তিতে থাকবেন, তাকে সেখানেই যেতে দিন। জাতীয় দলে এর কোনো প্রভাব পড়বে না। যখন সে আমাদের সঙ্গে যোগ দেয়, সে এখানে খুশি থাকে। আর আমাদেরও সুখী মেসিকে প্রয়োজন।’
নিজের ভুলের ক্ষমা চেয়ে ইতিমধ্যে পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন মেসি। এখন দেখার বিষয় আগামী ম্যাচে তাঁকে নামানো হয় কি না। তবে এ মৌসুম শেষেই যে প্যারিসের ক্লাবটি ছাড়ছেন তিনি এটা নিশ্চিত।
এশিয়া কাপ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। তবে বাদ পড়েছেন মুজিব-উর রহমান ও নাজিবউল্লাহ জাদরানের মতো তারকা ক্রিকেটাররা।
১১ ঘণ্টা আগেউইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি নোভাক জোকোভিচ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। টুর্নামেন্ট কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগেম্যাচসেরার পুরস্কার হিসেবে সাধারণত ট্রফি কিংবা অর্থ দেওয়া হয় বেশির ভাগ সময়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটল এক অদ্ভুত এক ঘটনা। ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
১২ ঘণ্টা আগেটি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে একই সঙ্গে ক্রিকেটের এই সংস্করণ ছাড়ার ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কয়েক দিন আগে-পরে এ বছর টেস্ট সংস্করণকে বিদায়ের ঘোষণা দেন তাঁরা। তবে ওয়ানডে ক্যারিয়ার তাঁরা জিইয়ে রেখেছেন এই আশায়—২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন!
১৩ ঘণ্টা আগে