‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—পেলেকে নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কথার সারমর্ম যেন এটাই। যে পেলে এত ভূরি ভূরি গোল ও রেকর্ড করেছেন, সেই কিংবদন্তির নামে পৃথিবীর সব দেশে স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিলেন ফিফা সভাপতি।
গত বছরের ২৯ ডিসেম্বর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে মারা যান পেলে। এরপর গতকাল সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে আনা হয়েছে পেলের নিথর দেহ। সান্তোসে দুই দিনব্যাপী চলছে ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠান। গতকাল এই শেষকৃত্য অনুষ্ঠানে ইনফান্তিনো বলেছেন, ‘আমরা বিশ্বের সব দেশকে অনুরোধ করব, অন্তত তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। যেন শিশুরা পেলের গুরুত্ব বুঝতে পারে।’
দুই দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান শেষে পেলেকে এরপর সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় সমাধিস্থ করা হবে। পেলেকে যেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে, তা গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছে। কবরস্থানটি ১৪ তলার আকাশচুম্বী বিশাল এক অট্টালিকা। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে। এমনকি সমাধিস্থলে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট ক্যাফে রয়েছে। একটি জলপ্রপাতও আছে। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে আছে গাড়ির জাদুঘরও। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—পেলেকে নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কথার সারমর্ম যেন এটাই। যে পেলে এত ভূরি ভূরি গোল ও রেকর্ড করেছেন, সেই কিংবদন্তির নামে পৃথিবীর সব দেশে স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিলেন ফিফা সভাপতি।
গত বছরের ২৯ ডিসেম্বর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে মারা যান পেলে। এরপর গতকাল সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে আনা হয়েছে পেলের নিথর দেহ। সান্তোসে দুই দিনব্যাপী চলছে ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠান। গতকাল এই শেষকৃত্য অনুষ্ঠানে ইনফান্তিনো বলেছেন, ‘আমরা বিশ্বের সব দেশকে অনুরোধ করব, অন্তত তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। যেন শিশুরা পেলের গুরুত্ব বুঝতে পারে।’
দুই দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান শেষে পেলেকে এরপর সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় সমাধিস্থ করা হবে। পেলেকে যেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে, তা গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছে। কবরস্থানটি ১৪ তলার আকাশচুম্বী বিশাল এক অট্টালিকা। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে। এমনকি সমাধিস্থলে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট ক্যাফে রয়েছে। একটি জলপ্রপাতও আছে। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে আছে গাড়ির জাদুঘরও। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
ওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১ ঘণ্টা আগেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে