ক্রীড়া ডেস্ক
ছেলে বাবার পদাঙ্ক অনুসরণ করবেন—এমনটাই স্বাভাবিক। রোনালদিনিওর ছেলে জোয়াও মেন্দেস সেই পথেই এগোচ্ছিলেন। কিন্তু দ্রুতই তাঁর মনে হলো ভুল সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই বার্সেলোনার লা মাসিয়া একাডেমি ছেড়ে দুই বছরের চুক্তিতে পাড়ি জমিয়েছেন ইংলিশ ক্লাব বার্নলিতে। তবে বার্সার মতো বার্নলিতেও এখন পর্যন্ত মূল দলে খেলার সুযোগ পাননি জোয়াও। যদিও বার্সা ছাড়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মনে করেন তিনি।
ব্রাজিলের হয়ে একটি বিশ্বকাপ জেতা রোনালদিনিও নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। ১৮ বছরের ক্যারিয়ারে ৮টি ক্লাবে খেলা এই ফুটবলার তাঁর সোনালী সময় কাটিয়েছেন বার্সায়। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পাঁচ বছর কাতালানদের জার্সিতে মাঠ মাতান তিনি। জিতেছেন দুটি লা লিগা, দুটি সুপার কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ। বার্সায় থাকাকালীনই তাঁর হাতে উঠেছে ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অর। তা সত্ত্বেও ছেলের মন বসেনি এই ক্লাবে।
১৯ বছর বয়সী জোয়াও বলেন, ‘অন্য কিছু নয়, আমি জোয়াওই হতে চেয়েছি। আমি কখনো বাবার মতো হতে চাইনি এবং হওয়ার চেষ্টাও করিনি। তাই তিনি যেখানে (বার্সা) খেলেছেন সেখান থেকে দূরে থাকতে চাই। আমি মনে করি, বার্নলিতে আসাটা ছিল আমার জন্য ভালো পদক্ষেপ। আমি যেটা হতে চাইনা, সেটা আমার পছন্দ হোক বা না হোক, বাইরের লোকেরা চায় আমি সেটাই হই। বার্নলিতে এসে ভালোই হয়েছে। যদিও শুরুটা কঠিনই ছিল, সেটা অস্বীকার করার উপায় নেই। এমনকি এখনও কঠিন, যেহেতু উত্তরে তাই শীতের সময় এখানকার আবহাওয়া একটু বেশিই খারাপ। যদি গ্লাভ এবং দুটো মোজা পরি, তাহলে আমরা মানিয়ে নিতে পারি।’
রোনালদিনিও কখোনই ছেলেকে ফুটবলার বানাতে চাননি। কারণ অবধারিতভাবেই প্রচুর চাপ সহ্য করতে হবে তাঁকে। কিন্তু রক্তের টান কি এতো সহজেই আলাদা হয়? জোয়াও সেই আবেগকে সঙ্গী করেই হেঁটেছেন ফুটবলের পথে। তিনি বলেন, ‘আমার বাবা-মা একদমই চাননি, আমি ফুটবলার হই, কারণ তাঁরা জানতেন আমার সঙ্গে কী ঘটবে। কিন্তু যখন আবেগ কথা বলে, তখন আর কিছুই করার থাকে না। এই রেখাটা অনেকে পেরোতে পারে, আবার অনেকে পারে না। কিন্তু আমি সবসময় গর্বিত অনুভব করি যে, আমি তাঁর (রোনালদিনিও) সন্তান।’
জোয়াও তাঁর খেলাটা খেলতে চান নিজের মতো করেই। তিনি বলেন, ‘আমার বাবা সেরা না হলেও, খেলাটির সেরাদের মধ্যে অন্যতম। তাই তাঁর ছেলে হিসেবে তাঁকে নিয়ে কথা বলাটাও আমার জন্য গর্বের। আমি চেষ্টা করি নিজের কাজটি করার। এসবের মধ্যে চেষ্টা করি বাবাকে না জড়ানোর। চাপহীন থেকে নিজের মতো করে নিজের ফুটবলটা খেলার চেষ্টা করি আমি।’
ছেলে বাবার পদাঙ্ক অনুসরণ করবেন—এমনটাই স্বাভাবিক। রোনালদিনিওর ছেলে জোয়াও মেন্দেস সেই পথেই এগোচ্ছিলেন। কিন্তু দ্রুতই তাঁর মনে হলো ভুল সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই বার্সেলোনার লা মাসিয়া একাডেমি ছেড়ে দুই বছরের চুক্তিতে পাড়ি জমিয়েছেন ইংলিশ ক্লাব বার্নলিতে। তবে বার্সার মতো বার্নলিতেও এখন পর্যন্ত মূল দলে খেলার সুযোগ পাননি জোয়াও। যদিও বার্সা ছাড়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মনে করেন তিনি।
ব্রাজিলের হয়ে একটি বিশ্বকাপ জেতা রোনালদিনিও নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। ১৮ বছরের ক্যারিয়ারে ৮টি ক্লাবে খেলা এই ফুটবলার তাঁর সোনালী সময় কাটিয়েছেন বার্সায়। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পাঁচ বছর কাতালানদের জার্সিতে মাঠ মাতান তিনি। জিতেছেন দুটি লা লিগা, দুটি সুপার কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ। বার্সায় থাকাকালীনই তাঁর হাতে উঠেছে ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অর। তা সত্ত্বেও ছেলের মন বসেনি এই ক্লাবে।
১৯ বছর বয়সী জোয়াও বলেন, ‘অন্য কিছু নয়, আমি জোয়াওই হতে চেয়েছি। আমি কখনো বাবার মতো হতে চাইনি এবং হওয়ার চেষ্টাও করিনি। তাই তিনি যেখানে (বার্সা) খেলেছেন সেখান থেকে দূরে থাকতে চাই। আমি মনে করি, বার্নলিতে আসাটা ছিল আমার জন্য ভালো পদক্ষেপ। আমি যেটা হতে চাইনা, সেটা আমার পছন্দ হোক বা না হোক, বাইরের লোকেরা চায় আমি সেটাই হই। বার্নলিতে এসে ভালোই হয়েছে। যদিও শুরুটা কঠিনই ছিল, সেটা অস্বীকার করার উপায় নেই। এমনকি এখনও কঠিন, যেহেতু উত্তরে তাই শীতের সময় এখানকার আবহাওয়া একটু বেশিই খারাপ। যদি গ্লাভ এবং দুটো মোজা পরি, তাহলে আমরা মানিয়ে নিতে পারি।’
রোনালদিনিও কখোনই ছেলেকে ফুটবলার বানাতে চাননি। কারণ অবধারিতভাবেই প্রচুর চাপ সহ্য করতে হবে তাঁকে। কিন্তু রক্তের টান কি এতো সহজেই আলাদা হয়? জোয়াও সেই আবেগকে সঙ্গী করেই হেঁটেছেন ফুটবলের পথে। তিনি বলেন, ‘আমার বাবা-মা একদমই চাননি, আমি ফুটবলার হই, কারণ তাঁরা জানতেন আমার সঙ্গে কী ঘটবে। কিন্তু যখন আবেগ কথা বলে, তখন আর কিছুই করার থাকে না। এই রেখাটা অনেকে পেরোতে পারে, আবার অনেকে পারে না। কিন্তু আমি সবসময় গর্বিত অনুভব করি যে, আমি তাঁর (রোনালদিনিও) সন্তান।’
জোয়াও তাঁর খেলাটা খেলতে চান নিজের মতো করেই। তিনি বলেন, ‘আমার বাবা সেরা না হলেও, খেলাটির সেরাদের মধ্যে অন্যতম। তাই তাঁর ছেলে হিসেবে তাঁকে নিয়ে কথা বলাটাও আমার জন্য গর্বের। আমি চেষ্টা করি নিজের কাজটি করার। এসবের মধ্যে চেষ্টা করি বাবাকে না জড়ানোর। চাপহীন থেকে নিজের মতো করে নিজের ফুটবলটা খেলার চেষ্টা করি আমি।’
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
৩ মিনিট আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
১ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৩ ঘণ্টা আগে