Ajker Patrika

লিগ কাপ জিতে মেসি বললেন, ‘সবে তো শুরু’

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৮: ২১
লিগ কাপ জিতে মেসি বললেন, ‘সবে তো শুরু’

হোম ও অ্যাওয়ে ভেন্যুর কোনো পার্থক্য নেই তাঁর কাছে। পার্থক্য নেই দেশ ও দেশের বাইরের মাঠেরও। আয়তাকার একটা সবুজ মাঠ হলেই চলে তাঁর। তাতেই ফুটবলশৈলী দেখাবেন তিনি। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে গোল করবেন। সতীর্থদের দিয়েও করাবেন। এই হলেন লিওনেল মেসি!

বেশি বাড়িয়ে বলা হলো কী! কারও কারও কাছে সেটা মনে হতেও পারে। কিন্তু ইন্টার মায়ামির ৩৬ বছর বয়সী মেসিকে যাঁরা অনুসরণ করেন, তাঁদের কাছে একটু বাড়াবাড়ি মনে হবে না। দেখুন লিগস কাপে কী দুর্দান্তই না খেললেন তিনি। যে ইন্টার মায়ামি কখনো কোনো শিরোপাই জিততে পারেনি, মেসির পরশে তারাই যেন বদলে যাওয়া একটা দল। মায়ামিতে তাঁর পা রাখার পর আমেরিকার ঘরোয়া ফুটবলের প্রথম শিরোপাটিই জিতে নিয়েছে মেসির দল। আর ৩৬ বছরের মেসি ৭ ম্যাচে করেছেন ১০ গোল!

আজ ন্যাশভিলের বিপক্ষে ফাইনালেও ছিলেন চেনা ছন্দে। ১টি গোল করেছেন, করিয়েছেন আরও ১টি। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোল সংগ্রাহক এবং টুর্নামেন্ট-সেরা। তবে প্রথম ট্রফি জেতার পর ইন্টার মায়ামির হয়ে আরও ট্রফি জিততে চান আর্জেন্টাইন সুপারস্টার। ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে সেটি জানিয়ে দিলেন আমেরিকান ফুটবলের ‘সুপারহিরো’ মেসি। সেই পোস্টে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন!!! ক্লাব ইতিহাসেরই প্রথম শিরোপাটি জিততে পেরে খুবই খুশি। সবাই কঠোর পরিশ্রম করেছে। সবারই ছিল নিবেদন। আর তাতেই এটা সম্ভব হয়েছে।’ এরপরই মেসি লিখেছেন আসল কথাটা, ‘আশা করি এটা সবে শুরু।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত