হোম ও অ্যাওয়ে ভেন্যুর কোনো পার্থক্য নেই তাঁর কাছে। পার্থক্য নেই দেশ ও দেশের বাইরের মাঠেরও। আয়তাকার একটা সবুজ মাঠ হলেই চলে তাঁর। তাতেই ফুটবলশৈলী দেখাবেন তিনি। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে গোল করবেন। সতীর্থদের দিয়েও করাবেন। এই হলেন লিওনেল মেসি!
বেশি বাড়িয়ে বলা হলো কী! কারও কারও কাছে সেটা মনে হতেও পারে। কিন্তু ইন্টার মায়ামির ৩৬ বছর বয়সী মেসিকে যাঁরা অনুসরণ করেন, তাঁদের কাছে একটু বাড়াবাড়ি মনে হবে না। দেখুন লিগস কাপে কী দুর্দান্তই না খেললেন তিনি। যে ইন্টার মায়ামি কখনো কোনো শিরোপাই জিততে পারেনি, মেসির পরশে তারাই যেন বদলে যাওয়া একটা দল। মায়ামিতে তাঁর পা রাখার পর আমেরিকার ঘরোয়া ফুটবলের প্রথম শিরোপাটিই জিতে নিয়েছে মেসির দল। আর ৩৬ বছরের মেসি ৭ ম্যাচে করেছেন ১০ গোল!
আজ ন্যাশভিলের বিপক্ষে ফাইনালেও ছিলেন চেনা ছন্দে। ১টি গোল করেছেন, করিয়েছেন আরও ১টি। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোল সংগ্রাহক এবং টুর্নামেন্ট-সেরা। তবে প্রথম ট্রফি জেতার পর ইন্টার মায়ামির হয়ে আরও ট্রফি জিততে চান আর্জেন্টাইন সুপারস্টার। ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে সেটি জানিয়ে দিলেন আমেরিকান ফুটবলের ‘সুপারহিরো’ মেসি। সেই পোস্টে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন!!! ক্লাব ইতিহাসেরই প্রথম শিরোপাটি জিততে পেরে খুবই খুশি। সবাই কঠোর পরিশ্রম করেছে। সবারই ছিল নিবেদন। আর তাতেই এটা সম্ভব হয়েছে।’ এরপরই মেসি লিখেছেন আসল কথাটা, ‘আশা করি এটা সবে শুরু।’
হোম ও অ্যাওয়ে ভেন্যুর কোনো পার্থক্য নেই তাঁর কাছে। পার্থক্য নেই দেশ ও দেশের বাইরের মাঠেরও। আয়তাকার একটা সবুজ মাঠ হলেই চলে তাঁর। তাতেই ফুটবলশৈলী দেখাবেন তিনি। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে গোল করবেন। সতীর্থদের দিয়েও করাবেন। এই হলেন লিওনেল মেসি!
বেশি বাড়িয়ে বলা হলো কী! কারও কারও কাছে সেটা মনে হতেও পারে। কিন্তু ইন্টার মায়ামির ৩৬ বছর বয়সী মেসিকে যাঁরা অনুসরণ করেন, তাঁদের কাছে একটু বাড়াবাড়ি মনে হবে না। দেখুন লিগস কাপে কী দুর্দান্তই না খেললেন তিনি। যে ইন্টার মায়ামি কখনো কোনো শিরোপাই জিততে পারেনি, মেসির পরশে তারাই যেন বদলে যাওয়া একটা দল। মায়ামিতে তাঁর পা রাখার পর আমেরিকার ঘরোয়া ফুটবলের প্রথম শিরোপাটিই জিতে নিয়েছে মেসির দল। আর ৩৬ বছরের মেসি ৭ ম্যাচে করেছেন ১০ গোল!
আজ ন্যাশভিলের বিপক্ষে ফাইনালেও ছিলেন চেনা ছন্দে। ১টি গোল করেছেন, করিয়েছেন আরও ১টি। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোল সংগ্রাহক এবং টুর্নামেন্ট-সেরা। তবে প্রথম ট্রফি জেতার পর ইন্টার মায়ামির হয়ে আরও ট্রফি জিততে চান আর্জেন্টাইন সুপারস্টার। ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে সেটি জানিয়ে দিলেন আমেরিকান ফুটবলের ‘সুপারহিরো’ মেসি। সেই পোস্টে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন!!! ক্লাব ইতিহাসেরই প্রথম শিরোপাটি জিততে পেরে খুবই খুশি। সবাই কঠোর পরিশ্রম করেছে। সবারই ছিল নিবেদন। আর তাতেই এটা সম্ভব হয়েছে।’ এরপরই মেসি লিখেছেন আসল কথাটা, ‘আশা করি এটা সবে শুরু।’
সূচি অনুযায়ী বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুরে হয়েছে বৃষ্টি। তবে মিরপুর শেরেবাংলায় যথাসময়ে ম্যাচ আয়োজন করা যাবে।
১৭ মিনিট আগেকীর্তিমানের মৃত্যু নাই—ডিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ এলে বহুল প্রচলিত এই কথাটা চলে আসে আপনাআপনি। ২০২০-এর নভেম্বরে ম্যারাডোনা না ফেরার দেশে চলে গেলেও তিনি যা করেছেন, তা ভক্ত-সমর্থকেরা এখনো স্মরণ করেন। এবার জানা গেল তাঁর ঐতিহাসিক ম্যাচের একটি জার্সির দাম প্রায় ৫ কোটি টাকা হতে যাচ্ছে।
৩০ মিনিট আগেভারত-পাকিস্তান ম্যাচের কাহিনি যেন শেষ হয়েও হলো না শেষ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) ম্যাচটার কথাই ধরা যাক। ম্যাচ বাতিল হলেও রেশটা এখনো রয়ে গেছে। বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে ভারত-পাকিস্তানের ডব্লিউসিএলের ম্যাচটা নিয়ে।
২ ঘণ্টা আগেমিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে