ক্রীড়া ডেস্ক
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে আর্জেন্টিনাকে সরানো এখন অনেক কঠিন কাজ হয়ে গেছে। বিশ্ব ফুটবলে তাদের যে দাপট চলছে, তাতে এমনটা হওয়াটাই যে স্বাভাবিক। দেড় বছরেরও বেশি সময় ধরে তারা ফুটবল র্যাঙ্কিংয়ে এক নম্বরে অবস্থান করছে।
২১ দিন পর দলগুলোর অবস্থান নিয়ে আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। যথারীতি র্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের নিয়ে গড়া দলটির রেটিং পয়েন্ট ১৮৬৭.২৫। নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ১১৩ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১৮৫৯.৭৮ ও ১৮৫৩.২৭ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো দুই ও তিনে অবস্থান করছে ফ্রান্স ও স্পেন। চার থেকে দশে আছে ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।
দুই ধাপ এগিয়ে ১১৪ নম্বরে উঠে এসেছে ভিয়েতনাম। রেটিং পয়েন্ট ১১৬১.১১ থেকে বেড়ে হয়েছে ১১৬৪.৭৯। বাংলাদেশ আগের মতো ১৮৫ নম্বরে অবস্থান করছে। হাভিয়ের কাবরেরোর দলের রেটিং পয়েন্ট আগের মতোই ৮৯৮.৮১।
২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছিল আর্জেন্টিনা। চার মাস পর আলবিসেলেস্তেরা পায় সুখবর। ২০২৩ সালের ৬ এপ্রিল ব্রাজিলকে হটিয়ে ফুটবলের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে আর্জেন্টিনা।
২০২৩ সালের এপ্রিল থেকে ২০ মাস ধরে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রেখেছে। আর্জেন্টিনা এরপর এ বছরের ১৫ জুলাই জেতে কোপা আমেরিকা। টানা দু্ইবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ১৬ বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়ে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচ ৮ জয়, ৩ পরাজয় ও ১ ড্রয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট ২৫।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে আর্জেন্টিনাকে সরানো এখন অনেক কঠিন কাজ হয়ে গেছে। বিশ্ব ফুটবলে তাদের যে দাপট চলছে, তাতে এমনটা হওয়াটাই যে স্বাভাবিক। দেড় বছরেরও বেশি সময় ধরে তারা ফুটবল র্যাঙ্কিংয়ে এক নম্বরে অবস্থান করছে।
২১ দিন পর দলগুলোর অবস্থান নিয়ে আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। যথারীতি র্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের নিয়ে গড়া দলটির রেটিং পয়েন্ট ১৮৬৭.২৫। নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ১১৩ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১৮৫৯.৭৮ ও ১৮৫৩.২৭ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো দুই ও তিনে অবস্থান করছে ফ্রান্স ও স্পেন। চার থেকে দশে আছে ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।
দুই ধাপ এগিয়ে ১১৪ নম্বরে উঠে এসেছে ভিয়েতনাম। রেটিং পয়েন্ট ১১৬১.১১ থেকে বেড়ে হয়েছে ১১৬৪.৭৯। বাংলাদেশ আগের মতো ১৮৫ নম্বরে অবস্থান করছে। হাভিয়ের কাবরেরোর দলের রেটিং পয়েন্ট আগের মতোই ৮৯৮.৮১।
২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছিল আর্জেন্টিনা। চার মাস পর আলবিসেলেস্তেরা পায় সুখবর। ২০২৩ সালের ৬ এপ্রিল ব্রাজিলকে হটিয়ে ফুটবলের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে আর্জেন্টিনা।
২০২৩ সালের এপ্রিল থেকে ২০ মাস ধরে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রেখেছে। আর্জেন্টিনা এরপর এ বছরের ১৫ জুলাই জেতে কোপা আমেরিকা। টানা দু্ইবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ১৬ বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়ে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচ ৮ জয়, ৩ পরাজয় ও ১ ড্রয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট ২৫।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১০ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১১ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১১ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৩ ঘণ্টা আগে