Ajker Patrika

গ্রিলিশকে কিনতে রেকর্ড ভাঙল ম্যানসিটি

গ্রিলিশকে কিনতে রেকর্ড ভাঙল ম্যানসিটি

গুঞ্জনটা শেষ পর্যন্ত সত্যিই হলো। ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে এস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি। আগামী ছয় বছর সিটিতে খেলতে এই চুক্তিতে সই করেছেন গ্রিলিশ।

ইংলিশ ফুটবলে গতকালের আগ পর্যন্ত সবচেয়ে বেশির টাকার দলবদল ছিল পল পগবার। ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাস থেকে পগবাকে কিনে এনেছিল জুভেন্টাস। সেটিই ছিল এত দিন পর্যন্ত ইংলিশ ফুটবলে সবচেয়ে বড় অঙ্কের দলবদল। এবার গ্রিলিশকে দিয়ে সেই রেকর্ড ছাপিয়ে গেল ম্যানসিটি। 

সিটিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় গ্রিলিশ বলেন, ‘একজন অন্যতম সেরা কোচের অধীনে সিটি দেশের সেরা ক্লাব। এই ক্লাবের অংশ হওয়া স্বপ্নপূরণের অংশ।’

ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভেঙে এক নম্বরে উঠলেও দলবদলে সামগ্রিকভাবে গ্রিলিশের অবস্থান এখন ৯ নম্বরে। আগামী রোববার কমিউনিটি শিল্ডের ম্যাচ দিয়ে সিটির জার্সিতে অভিষেক হতে পারে গ্রিলিশের।

ম্যানসিটিতে আগামী মৌসুমে ১০ নম্বর জার্সি পরে খেলবেন গ্রিলিশ। এর আগে এই জার্সি পরে খেলতেন সিটি ছেড়ে বার্সেলোনায় যাওয়া তারকা সার্জিও আগুয়েরো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত