ক্যারিয়ারে যতটুকু অপূর্ণতা ছিল লিওনেল মেসির, সেটাও ঘুচেছে কাতার বিশ্বকাপে। লুসাইলে গত ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জিতেছে ৩৬ বছর পর বিশ্বকাপ। এত বড় যাঁর অর্জন, তাঁর সেই বিশ্বকাপের জার্সির দাম তো একটু বেশি হবেই। শিরোপা জয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই নিলামে তাঁর ৬ জার্সি বিক্রি হয়েছে ৮৫ কোটি টাকা।
কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ৭ ম্যাচের মধ্যে মেসির ছয় জার্সি নিলামে তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের দুই ম্যাচ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জার্সি। মেসির পরা এই ছয় জার্সি সোথেবির নিউইয়র্কের সদর দপ্তরে দুই সপ্তাহব্যাপী হওয়া নিলামে প্রদর্শন করা হয়েছিল। নিলাম গতকাল শেষ হলে সোথেবি জানায়, এই জার্সিগুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় তা ৮৫ কোটি ৩৭ লাখ টাকায়।
সোথেবি জানিয়েছে, নিলাম থেকে পাওয়া দামের একাংশ ইউনিকাস প্রজেক্টে দান করা হবে। এই প্রজেক্ট লিও মেসি ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সান্ত জোয়া দে দিউ বার্সেলোনার শিশু হাসপাতাল পরিচালনা করে। এই হাসপাতালের কাজ দুরারোগ্য ব্যাধিতে ভোগা শিশুদের সাহায্য করা। সোথেবির আধুনিক সংগ্রহশালার প্রধান ব্রাহাম ওয়াকটার এক বিবৃতিতে বলেন, ‘এই ঐতিহাসিক জার্সিগুলো শুধুই ক্রীড়াজগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের পরিচয়ই যে বহন করে তা নয়। বিশ্বের সবচেয়ে সুসজ্জিত ক্যারিয়ার-সমৃদ্ধ ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত।’
ক্যারিয়ারে যতটুকু অপূর্ণতা ছিল লিওনেল মেসির, সেটাও ঘুচেছে কাতার বিশ্বকাপে। লুসাইলে গত ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জিতেছে ৩৬ বছর পর বিশ্বকাপ। এত বড় যাঁর অর্জন, তাঁর সেই বিশ্বকাপের জার্সির দাম তো একটু বেশি হবেই। শিরোপা জয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই নিলামে তাঁর ৬ জার্সি বিক্রি হয়েছে ৮৫ কোটি টাকা।
কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ৭ ম্যাচের মধ্যে মেসির ছয় জার্সি নিলামে তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের দুই ম্যাচ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জার্সি। মেসির পরা এই ছয় জার্সি সোথেবির নিউইয়র্কের সদর দপ্তরে দুই সপ্তাহব্যাপী হওয়া নিলামে প্রদর্শন করা হয়েছিল। নিলাম গতকাল শেষ হলে সোথেবি জানায়, এই জার্সিগুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় তা ৮৫ কোটি ৩৭ লাখ টাকায়।
সোথেবি জানিয়েছে, নিলাম থেকে পাওয়া দামের একাংশ ইউনিকাস প্রজেক্টে দান করা হবে। এই প্রজেক্ট লিও মেসি ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সান্ত জোয়া দে দিউ বার্সেলোনার শিশু হাসপাতাল পরিচালনা করে। এই হাসপাতালের কাজ দুরারোগ্য ব্যাধিতে ভোগা শিশুদের সাহায্য করা। সোথেবির আধুনিক সংগ্রহশালার প্রধান ব্রাহাম ওয়াকটার এক বিবৃতিতে বলেন, ‘এই ঐতিহাসিক জার্সিগুলো শুধুই ক্রীড়াজগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের পরিচয়ই যে বহন করে তা নয়। বিশ্বের সবচেয়ে সুসজ্জিত ক্যারিয়ার-সমৃদ্ধ ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত।’
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
২ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
৩ ঘণ্টা আগে