Ajker Patrika

৮৫ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপের ৬ জার্সি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২: ২০
৮৫ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপের ৬ জার্সি

ক্যারিয়ারে যতটুকু অপূর্ণতা ছিল লিওনেল মেসির, সেটাও ঘুচেছে কাতার বিশ্বকাপে। লুসাইলে গত ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জিতেছে ৩৬ বছর পর বিশ্বকাপ। এত বড় যাঁর অর্জন, তাঁর সেই বিশ্বকাপের জার্সির দাম তো একটু বেশি হবেই। শিরোপা জয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই নিলামে তাঁর ৬ জার্সি বিক্রি হয়েছে ৮৫ কোটি টাকা।

কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ৭ ম্যাচের মধ্যে মেসির ছয় জার্সি নিলামে তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের দুই ম্যাচ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জার্সি। মেসির পরা এই ছয় জার্সি সোথেবির নিউইয়র্কের সদর দপ্তরে দুই সপ্তাহব্যাপী হওয়া নিলামে প্রদর্শন করা হয়েছিল। নিলাম গতকাল শেষ হলে সোথেবি জানায়, এই জার্সিগুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় তা ৮৫ কোটি ৩৭ লাখ টাকায়। 

সোথেবি জানিয়েছে, নিলাম থেকে পাওয়া দামের একাংশ ইউনিকাস প্রজেক্টে দান করা হবে। এই প্রজেক্ট লিও মেসি ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সান্ত জোয়া দে দিউ বার্সেলোনার শিশু হাসপাতাল পরিচালনা করে। এই হাসপাতালের কাজ দুরারোগ্য ব্যাধিতে ভোগা শিশুদের সাহায্য করা। সোথেবির আধুনিক সংগ্রহশালার প্রধান ব্রাহাম ওয়াকটার এক বিবৃতিতে বলেন, ‘এই ঐতিহাসিক জার্সিগুলো শুধুই ক্রীড়াজগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের পরিচয়ই যে বহন করে তা নয়। বিশ্বের সবচেয়ে সুসজ্জিত ক্যারিয়ার-সমৃদ্ধ ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত