গত রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচের পর বরখাস্ত হয়েছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান। কোমানের বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কার হাতে উঠছে নতুন দায়িত্ব? নতুন কোচের ব্যাপারে অবশ্য এখনো কিছু জানায়নি বার্সা।
তবে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানাচ্ছে, জাভি হার্নান্দেজকে বার্সার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সাবেক এই বার্সা কিংবদন্তি এর আগেও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। যদিও কোনোবারই রাজি হননি তিনি। নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার কথা জানিয়েছিলেন তখন। তবে এবার এখনো মুখ খোলেননি জাভি।
বর্তমানে কাতারের ক্লাব আল সাদের প্রধান কোচের ভূমিকায় আছেন জাভি। গোলডটকমের মতে, এই মুহূর্তে কাতার ছেড়ে আসতে হলে জাভিকে ‘এক্সিট ক্লজ’ দিয়ে আসতে হবে। ঘরের ছেলেকে কোচ হিসেবে পেতে প্রয়োজনীয় ফি দিতে আপত্তি নেই বার্সার। সবকিছু ঠিকঠাক থাকলে বার্সার এই দুঃসময়ে ৪১ বছর বয়সী জাভির হাতেই উঠছে কোচের গুরুদায়িত্ব।
মৌসুমের শুরু থেকেই বিধ্বস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বার্সা। ঘরে-বাইরে কোথাও সুবিধা করতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা। সেই ধারাবাহিকতায় গত রাতে ভায়োকানোর মাঠ থেকেও হার নিয়ে ফিরতে হয়েছে। লিগের ১০ ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগের অবস্থা তো আরও ভয়াবহ। তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে চারবারের ইউরোপসেরা দলটি। সমর্থকদের তোপের মুখে ছিলেন কোমান। তবে ধারণা করা হচ্ছে, গত রাতের হারটাই কাল হয়েছে ৫৮ বছর বয়সী এই ডাচ কোচের।
২০২০ সালের আগস্টে কিকে সেতিয়েনের জায়গায় বার্সার কোচ হয়ে এসেছিলেন কোমান। বার্সারই এই সাবেক নিজের খেলোয়াড়ি জীবনের সময়টা ফেরাতে পারেননি কোচ হিসেবে। যে আশা নিয়ে ক্লাব তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছিল, পুরোটাই হতাশ করেছেন কোমান। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাই বিদায় ঘণ্টা শুনতে হলো তাঁকে।
গত রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচের পর বরখাস্ত হয়েছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান। কোমানের বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কার হাতে উঠছে নতুন দায়িত্ব? নতুন কোচের ব্যাপারে অবশ্য এখনো কিছু জানায়নি বার্সা।
তবে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানাচ্ছে, জাভি হার্নান্দেজকে বার্সার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সাবেক এই বার্সা কিংবদন্তি এর আগেও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। যদিও কোনোবারই রাজি হননি তিনি। নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার কথা জানিয়েছিলেন তখন। তবে এবার এখনো মুখ খোলেননি জাভি।
বর্তমানে কাতারের ক্লাব আল সাদের প্রধান কোচের ভূমিকায় আছেন জাভি। গোলডটকমের মতে, এই মুহূর্তে কাতার ছেড়ে আসতে হলে জাভিকে ‘এক্সিট ক্লজ’ দিয়ে আসতে হবে। ঘরের ছেলেকে কোচ হিসেবে পেতে প্রয়োজনীয় ফি দিতে আপত্তি নেই বার্সার। সবকিছু ঠিকঠাক থাকলে বার্সার এই দুঃসময়ে ৪১ বছর বয়সী জাভির হাতেই উঠছে কোচের গুরুদায়িত্ব।
মৌসুমের শুরু থেকেই বিধ্বস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বার্সা। ঘরে-বাইরে কোথাও সুবিধা করতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা। সেই ধারাবাহিকতায় গত রাতে ভায়োকানোর মাঠ থেকেও হার নিয়ে ফিরতে হয়েছে। লিগের ১০ ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগের অবস্থা তো আরও ভয়াবহ। তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে চারবারের ইউরোপসেরা দলটি। সমর্থকদের তোপের মুখে ছিলেন কোমান। তবে ধারণা করা হচ্ছে, গত রাতের হারটাই কাল হয়েছে ৫৮ বছর বয়সী এই ডাচ কোচের।
২০২০ সালের আগস্টে কিকে সেতিয়েনের জায়গায় বার্সার কোচ হয়ে এসেছিলেন কোমান। বার্সারই এই সাবেক নিজের খেলোয়াড়ি জীবনের সময়টা ফেরাতে পারেননি কোচ হিসেবে। যে আশা নিয়ে ক্লাব তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছিল, পুরোটাই হতাশ করেছেন কোমান। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাই বিদায় ঘণ্টা শুনতে হলো তাঁকে।
ওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২৫ মিনিট আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
১ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১৫ ঘণ্টা আগে