মোহামেদ সালাহর মিসরের বিশ্বকাপ খেলার স্বপ্নে জল ঢেলেছে কে? উত্তরটা সবারই জানা—সালাহরই লিভারপুল সতীর্থ সাদিও মানের দল সেনেগাল। তবে মোটা দাগে বললে সেনেগালের উচ্ছৃঙ্খল সমর্থকেরা।
এই তো মাস খানেক আগের ঘটনা। কাতার বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকান অঞ্চলের প্লে-অফে মিসরের বিপক্ষে হট্টগোল সৃষ্টি করেছিলেন সেনেগাল সমর্থকেরা। দ্বিতীয় লেগের ম্যাচে গ্যালারি থেকে ছুড়ে মারে বোতল, সালাহর চোখে মারে লেজার রশ্মি। সে রাতে দিয়ামনিয়াদিও স্টেডিয়ামে অরাজক পরিস্থিতি তৈরি হয়।
নিজেদের মাঠে খেলা বলে এক রকম ‘মাস্তানি’ করেছে সেনেগালিজরা। সালাহরা বল পেলেই মারা হয়েছে লেজার। এমনকি টাইব্রেকারে লিভারপুল ফরোয়ার্ড যে পেনাল্টি মিস করেছেন, ঠিক তার আগমুহূর্তেও চোখে মারা হয় সবুজ লেজার।
সালাহ রেফারির কাছে বিষয়টি জানালেও কাজ হয়নি। তবে ফিফা ঠিকই যথার্থ বিচার করেছে। নিজ সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের শাস্তি পেতে হয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের। সাজাস্বরূপ সেনেগালকে এক ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেই সঙ্গে অশালীন ব্যানার ও শৃঙ্খলা বজায় রাখতে না পারায় দেশটির ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৮০ হাজার ডলার (দেড় কোটি টাকারও বেশি) জরিমানা করা হয়েছে।
প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল সালাহর মিসর। ফিরতি লেগে একই ব্যবধানে জেতে মানের সেনেগাল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কেউ গোল করতে না পারায় নিষ্পত্তি হয় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে মিসরকে ৩-১ গোলে হারিয়ে কাতারের টিকিট পেয়ে যায় সেনেগাল। ঘটনাবহুল সেই রাতে বিক্ষিপ্ত অনেক ঘটনাই ঘটেছে। সেটিরই শাস্তি পেল মানেদের ফেডারেশন।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘানার কাছে হারের পর মাঠে অনুপ্রবেশ করেন নাইজেরিয়ান সমর্থকেরা। সে দেশের ফুটবল ফেডারেশনকেও রুদ্ধ স্টেডিয়ামে এক ম্যাচ খেলার নির্দেশ দিয়েছে ফিফা। জরিমানা করেছে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৩৩ লাখ টাকা)। একই শাস্তি পেয়েছে কঙ্গো ও লেবাননও।
মোহামেদ সালাহর মিসরের বিশ্বকাপ খেলার স্বপ্নে জল ঢেলেছে কে? উত্তরটা সবারই জানা—সালাহরই লিভারপুল সতীর্থ সাদিও মানের দল সেনেগাল। তবে মোটা দাগে বললে সেনেগালের উচ্ছৃঙ্খল সমর্থকেরা।
এই তো মাস খানেক আগের ঘটনা। কাতার বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকান অঞ্চলের প্লে-অফে মিসরের বিপক্ষে হট্টগোল সৃষ্টি করেছিলেন সেনেগাল সমর্থকেরা। দ্বিতীয় লেগের ম্যাচে গ্যালারি থেকে ছুড়ে মারে বোতল, সালাহর চোখে মারে লেজার রশ্মি। সে রাতে দিয়ামনিয়াদিও স্টেডিয়ামে অরাজক পরিস্থিতি তৈরি হয়।
নিজেদের মাঠে খেলা বলে এক রকম ‘মাস্তানি’ করেছে সেনেগালিজরা। সালাহরা বল পেলেই মারা হয়েছে লেজার। এমনকি টাইব্রেকারে লিভারপুল ফরোয়ার্ড যে পেনাল্টি মিস করেছেন, ঠিক তার আগমুহূর্তেও চোখে মারা হয় সবুজ লেজার।
সালাহ রেফারির কাছে বিষয়টি জানালেও কাজ হয়নি। তবে ফিফা ঠিকই যথার্থ বিচার করেছে। নিজ সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের শাস্তি পেতে হয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের। সাজাস্বরূপ সেনেগালকে এক ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেই সঙ্গে অশালীন ব্যানার ও শৃঙ্খলা বজায় রাখতে না পারায় দেশটির ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৮০ হাজার ডলার (দেড় কোটি টাকারও বেশি) জরিমানা করা হয়েছে।
প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল সালাহর মিসর। ফিরতি লেগে একই ব্যবধানে জেতে মানের সেনেগাল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কেউ গোল করতে না পারায় নিষ্পত্তি হয় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে মিসরকে ৩-১ গোলে হারিয়ে কাতারের টিকিট পেয়ে যায় সেনেগাল। ঘটনাবহুল সেই রাতে বিক্ষিপ্ত অনেক ঘটনাই ঘটেছে। সেটিরই শাস্তি পেল মানেদের ফেডারেশন।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘানার কাছে হারের পর মাঠে অনুপ্রবেশ করেন নাইজেরিয়ান সমর্থকেরা। সে দেশের ফুটবল ফেডারেশনকেও রুদ্ধ স্টেডিয়ামে এক ম্যাচ খেলার নির্দেশ দিয়েছে ফিফা। জরিমানা করেছে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৩৩ লাখ টাকা)। একই শাস্তি পেয়েছে কঙ্গো ও লেবাননও।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৮ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে