বিশ্বকাপের প্রথম গোল বলে কথা। গতকাল আল-বাইত স্টেডিয়ামে তাই কাতারের বিপক্ষে গোলটি করার পর উল্লাসে মেতেছিলেন এনার ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়ার সঙ্গে উল্লাস করছিল পুরো ইকুয়েডর। তবে মুহূর্তের মধ্যে লাতিন আমেরিকার দলটির কাছে তা পরিণত হয় ‘হরিষে বিষাদে’। কেননা প্রযুক্তিগত কারণে বাতিল হয়ে যায় গোলটি।
গতকাল আল-বাইত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচের ৩ মিনিটের ঘটনা। ফ্রী কিক নেন পারভিজ ইস্তুপিনান, যিনি ক্রস করে বল পাঠিয়ে দেন ডি বক্সে। বল রিসিভ করেন ফেলিক্স তরেস, তরেস বলটা দেন মাইকেল এস্ত্রাদাকে। এস্ত্রাদা হেড দিয়ে বলটা দেন তরেসকে। তরেস দারুণ এক ডিগবাজি শট দেন, পরে সেখান থেকে অসাধারণ হেডে লক্ষ্যভেদ করেন ভ্যালেন্সিয়া। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনা করে রেফারি ওরসোতো গোল বাতিল করে দেন। যেখানে এবারের বিশ্বকাপের নতুন প্রযুক্তি সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তিতে দেখা যায়, এস্ত্রাদার ডান পা ছিল অফসাইডে।
ভ্যালেন্সিয়াকে এরপর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল পান ইকুয়েডরের এই ফরোয়ার্ড। এরপর ৩১ মিনিটে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন। ভ্যালেন্সিয়ার এই জোড়া গোলেই ইকুয়েডর ২-০ গোলে জয় পায় কাতারের বিপক্ষে।
জয় দিয়ে শুরু করা ইকুয়েডরের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ নভেম্বর। ২৯ নভেম্বর সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইকুয়েডর।
বিশ্বকাপের প্রথম গোল বলে কথা। গতকাল আল-বাইত স্টেডিয়ামে তাই কাতারের বিপক্ষে গোলটি করার পর উল্লাসে মেতেছিলেন এনার ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়ার সঙ্গে উল্লাস করছিল পুরো ইকুয়েডর। তবে মুহূর্তের মধ্যে লাতিন আমেরিকার দলটির কাছে তা পরিণত হয় ‘হরিষে বিষাদে’। কেননা প্রযুক্তিগত কারণে বাতিল হয়ে যায় গোলটি।
গতকাল আল-বাইত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচের ৩ মিনিটের ঘটনা। ফ্রী কিক নেন পারভিজ ইস্তুপিনান, যিনি ক্রস করে বল পাঠিয়ে দেন ডি বক্সে। বল রিসিভ করেন ফেলিক্স তরেস, তরেস বলটা দেন মাইকেল এস্ত্রাদাকে। এস্ত্রাদা হেড দিয়ে বলটা দেন তরেসকে। তরেস দারুণ এক ডিগবাজি শট দেন, পরে সেখান থেকে অসাধারণ হেডে লক্ষ্যভেদ করেন ভ্যালেন্সিয়া। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনা করে রেফারি ওরসোতো গোল বাতিল করে দেন। যেখানে এবারের বিশ্বকাপের নতুন প্রযুক্তি সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তিতে দেখা যায়, এস্ত্রাদার ডান পা ছিল অফসাইডে।
ভ্যালেন্সিয়াকে এরপর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল পান ইকুয়েডরের এই ফরোয়ার্ড। এরপর ৩১ মিনিটে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন। ভ্যালেন্সিয়ার এই জোড়া গোলেই ইকুয়েডর ২-০ গোলে জয় পায় কাতারের বিপক্ষে।
জয় দিয়ে শুরু করা ইকুয়েডরের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ নভেম্বর। ২৯ নভেম্বর সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইকুয়েডর।
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৭ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে