দক্ষিণ আমেরিকায় ফুটবল যেন একটু সহিংস হয়ে উঠেছে। মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সহিংসতা, ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অবনমনের পর সেই শহরে (সান্তোস) দাঙ্গা-সবই ঘটেছে গত এক মাসের মধ্যে। এবার আর্জেন্টিনায় স্থানীয় এক ফুটবল ম্যাচে তরুণ ফুটবলারকে বাজেভাবে জখমের খবর পাওয়া গেছে। যে ফুটবলারকে তাঁর পরিবার তুলনা করেছেন লিওনেল মেসির সঙ্গে।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, আর্জেন্টিনার মিশনস প্রদেশে রেমিগিও আর্মোয়া নামে এক রেফারির সঙ্গে ঝগড়াঝাটির পর তাঁকে (আর্মোয়া) ঘিরে ধরে। কথাকাটির এক পর্যায়ে রেফারি ছুরি বের করে এক ফুটবলারের বুকে ছুরি বসিয়ে দেন। ঘটনাস্থলেই ফুটবলার জ্ঞান হারান এবং সতীর্থরা তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তাঁর নাম কেভিন এ। তাঁর ফুসফুস ছিদ্র হয়ে গেছে। তবে মেডিকেল টিম যথাসময়ে ব্যবস্থা নেওয়ায় ফুটবলার এখন আশংকামুক্ত। স্থানীয় সংবাদমাধ্যমকে কেভিনের চাচা বলেন, ‘কেভিন অবিশ্বাস্যভাবে বেঁচে গেছে। পরিবারের কাছে এটা খুশির খবর। কারণ সে পরিবারের মেসি। সে ফুটবলের জন্য ভালোভাবে তৈরি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সে চাচারিতা ক্লাবে খেলার সুযোগ পেয়েছে।’
রেফারি আর্মোয়া পালানোর চেষ্টা করলেও স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করেন। ছুরিকাঘাতে ব্যবহৃত ছুরিও পুলিশ উদ্ধার করেছেন। তাঁর (আর্মোয়া) হাতে হাতকড়া পড়ানো ছবি এরপর ভাইরাল হয়েছে। আর্জেন্টিনা পুলিশ ঘটনার তদন্ত করছে।
দক্ষিণ আমেরিকায় ফুটবল যেন একটু সহিংস হয়ে উঠেছে। মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সহিংসতা, ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অবনমনের পর সেই শহরে (সান্তোস) দাঙ্গা-সবই ঘটেছে গত এক মাসের মধ্যে। এবার আর্জেন্টিনায় স্থানীয় এক ফুটবল ম্যাচে তরুণ ফুটবলারকে বাজেভাবে জখমের খবর পাওয়া গেছে। যে ফুটবলারকে তাঁর পরিবার তুলনা করেছেন লিওনেল মেসির সঙ্গে।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, আর্জেন্টিনার মিশনস প্রদেশে রেমিগিও আর্মোয়া নামে এক রেফারির সঙ্গে ঝগড়াঝাটির পর তাঁকে (আর্মোয়া) ঘিরে ধরে। কথাকাটির এক পর্যায়ে রেফারি ছুরি বের করে এক ফুটবলারের বুকে ছুরি বসিয়ে দেন। ঘটনাস্থলেই ফুটবলার জ্ঞান হারান এবং সতীর্থরা তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তাঁর নাম কেভিন এ। তাঁর ফুসফুস ছিদ্র হয়ে গেছে। তবে মেডিকেল টিম যথাসময়ে ব্যবস্থা নেওয়ায় ফুটবলার এখন আশংকামুক্ত। স্থানীয় সংবাদমাধ্যমকে কেভিনের চাচা বলেন, ‘কেভিন অবিশ্বাস্যভাবে বেঁচে গেছে। পরিবারের কাছে এটা খুশির খবর। কারণ সে পরিবারের মেসি। সে ফুটবলের জন্য ভালোভাবে তৈরি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সে চাচারিতা ক্লাবে খেলার সুযোগ পেয়েছে।’
রেফারি আর্মোয়া পালানোর চেষ্টা করলেও স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করেন। ছুরিকাঘাতে ব্যবহৃত ছুরিও পুলিশ উদ্ধার করেছেন। তাঁর (আর্মোয়া) হাতে হাতকড়া পড়ানো ছবি এরপর ভাইরাল হয়েছে। আর্জেন্টিনা পুলিশ ঘটনার তদন্ত করছে।
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
২ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
৩ ঘণ্টা আগে