Ajker Patrika

মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

ভানু গোপাল রায়, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭: ২৪
মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

মৌসুমের শেষে পিএসজি ছাড়বেন লিওনেল মেসি। এটা সবারই জানা ছিল। তবে জল্পনা-কল্পনা চলছিল কোথায় হবে আর্জেন্টাইন তারকার পরবর্তী ঠিকানা। সব সময় নিজের ‘ঘর’ মনে করা বার্সেলোনার সঙ্গে আল-হিলালের নামই শোনা গিয়েছিল বেশি। এই দুই ক্লাবের পাশে মিটিমিটি জ্বলছিল ইন্টার মিয়ামিরও আশার বাতি। 

শেষ পর্যন্ত সেই মিটিমিটি জ্বলা বাতিই সবচেয়ে উজ্জ্বল হলো—সেখানেই যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মেসি। অথচ ধারণা করা হয়েছিল, সাতবারের ব্যালন ডি অরজয়ী বার্সায় না গেলে যোগ দেবেন সৌদি প্রো লিগে। ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম তো জানিয়েও দিয়েছিল, তাঁর চুক্তি নাকি হয়ে গেছে আল-হিলালের সঙ্গে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে নাকি ৪ হাজার ৬১৭ কোটি টাকার লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়েছেন তিনি। 

এমন সংবাদে মেসিকে তখন ‘অর্থলোভী’ও বলেছেন অনেকে। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে সেটা মিথ্যা প্রমাণ করলেন মেসি। আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘যদি অর্থের বিষয় হতো তাহলে সৌদি আরব বা অন্য কোথাও যেতাম। আমার কাছে অনেক অর্থ মনে হয়েছিল। কিন্তু সত্য হচ্ছে আমার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল অন্য কোথাও যাওয়া এবং তা অবশ্যই অর্থের জন্য নয়।’ 

টাকাই যখন সব নয়, এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে মিয়ামিতেই কেন? বার্সেলোনায় যেতে পারতেন মেসি। হ্যাঁ, এটা পারতেন এবং কাতালান ক্লাবে যাওয়ার যে ইচ্ছা ছিল সেটা স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত ও মুন্দো দেপোর্তিভোকে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু বাদ সাধে অতীতের কিছু অভিজ্ঞতা। 

মেসি বলেছেন, ‘বার্সায় ফিরতে পারার বিষয়ে সত্যি বেশ রোমাঞ্চিত ছিলাম। কিন্তু বার্সা ছাড়ার সময় যা অভিজ্ঞতা হয়েছে, তা ভেবে একই পরিস্থিতিতে পড়তে চাইনি। ভয় পেয়েছিলাম যে আবারও একই ঘটনা ঘটতে পারে।’ 

মেসির এমন তিক্ত অভিজ্ঞতার সঙ্গে বেতন কাঠামোর বিষয়টিও ছিল। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘গণমাধ্যমে শুনেছি বেতন সীমা নিয়ে বার্সার দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে লা লিগা, আমাকে ফেরানোর বিষয়ে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সত্যটা হচ্ছে, অনেক কিছুই ঠিকঠাক ছিল না। শুনেছিলাম আমাকে ফেরাতে ক্লাবকে খেলোয়াড় বিক্রি করতে বা পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে এসবের মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এসব কিছুর দায় নিতে চাইনি।’ 

বিশ্বকাপ জেতাটাই শুধু বাকি ছিল মেসির, সেটিও হয়ে গেল গত বছর। ছবি: এএফপি বার্সেলোনা ছাড়া ইউরোপের অন্য ক্লাবে খেলবেন না বলেও জানিয়েছেন মেসি। ইউরোপ ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ‘ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা সত্য যে ইউরোপিয়ান অনেক ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি, কিন্তু তাতে আমি সাড়া দিইনি। কারণ, আমার পরিকল্পনায় ছিল ইউরোপে বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবে খেলব না।’ 

সবকিছু বিচার-বিশ্লেষণ করেই হয়তো ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন মেসি। এখানেও যে মোটা অঙ্কের অর্থ পাবেন না, তা কিন্তু নয়। তবে অর্থের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্য সুযোগ-সুবিধার বিষয়ও রয়েছে। যা তাঁকে ক্যারিয়ারের শেষ বেলায় স্বস্তি বাড়াবে। পরিবারের সন্তুষ্টির বিষয়টিও থাকছে। গত বিশ্বকাপে নিজের আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জয়ের পর হয়তো চিন্তা করেছেন ক্যারিয়ারের শেষটা সুন্দর জায়গায় শান্তিতে কাটিয়ে দিতে। যেখানে পরিবারের ভালো লাগাটা প্রাধান্য পাবে। মেসির পরিবারের কাছে মিয়ামি ঠিক তেমনি এক জায়গা। যেখানে সুযোগ পেলেই ঘুরতে যান তাঁরা। 


মিয়ামির সঙ্গে চুক্তি করার কিছু কারণ—

  • মেসি বার্সেলোনায় থাকার সময়ই আর্জেন্টাইন সুপারস্টারকে ইন্টার মিয়ামিতে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ডেভিড বেকহাম। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বিভিন্ন সময় জানিয়েছেন, প্রয়োজনে মেসিকে ক্লাবের স্টেক হোল্ডার (অংশীদার) দিতে রাজিও তিনি। সেই শর্তটি চুক্তিতে থাকতে পারে। যেটা বিশ্বকাপজয়ী অধিনায়ককে মিয়ামিতে যোগ দিতে আগ্রহী করেছে। অন্যদিকে ইংলিশ কিংবদন্তির আশা পূরণ হচ্ছে। 
  • যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, অ্যাপল ও অ্যাডিডাস থেকেও আয় করতে পারবেন মেসি। মেজর লিগ সকারের সঙ্গে দুটি প্রতিষ্ঠানই চুক্তিবদ্ধ। ফলে এখান থেকে যে আয় হবে তার কিছু অংশ মেসিকে দেওয়ার আলোচনা নাকি করেছে প্রতিষ্ঠান দুটি। এটাকে কাজে লাগিয়ে দেশটিতে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ নিতে পারেন ‘এলএম টেন’। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে একটি হোল্ডিং কোম্পানি চালু করেছেন মেসি।
  • কাতার বিশ্বকাপে নিজের স্বপ্নপূরণ করেছেন মেসি। তাঁর কোনো কিছুতেই আর অপূর্ণতা থাকার কথা নয়। আগামী বিশ্বকাপ যেহেতু উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে, ক্যারিয়ারের শেষ দিকে আরেকটি বিশ্বকাপ খেলার সুযোগটা তিনি নিতেই পারেন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর পরের বিশ্বকাপে খেলার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিসহ তাঁর সতীর্থরাও পরের বিশ্বকাপে তাঁকে মাঠে দেখতে চান। সেই হিসেবে আগে থেকেই যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মাঠ চেনার কাজটা করতে পারেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে উইলিয়ামসন, এখন নতুনদের সুযোগ করে দেওয়ার সময়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১: ০৩
আপাতত বাকি দুই সংস্করণে খেলা চালিয়ে যাবেন তারকা ব্যাটার। ছবি: এক্স
আপাতত বাকি দুই সংস্করণে খেলা চালিয়ে যাবেন তারকা ব্যাটার। ছবি: এক্স

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন কেইন উইলিয়ামসন। এক বিবৃতিতে তারকা ব্যাটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত তরুণদের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

উইলিয়ামসনের নেতৃত্বে একটি টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। এছাড়া দুটি বিশ্বকাপের শেষ চারেও খেলেছে ব্ল্যাক ক্যাপসরা। টি–টোয়েন্টি থেকে অবসর নিলেও জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ও টেস্ট চালিয়ে যাবেন তিনি।

বিবৃতিত উইলিয়ামসন বলেন, ‘নিউজিল্যান্ড দলের অংশ হতে পারা বরাবরই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। এখন সময় হয়েছে নতুনদের সুযোগ করে দেওয়ার। এই দলটাতে বেশকিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। তাঁদের নেতৃত্বে আছে মিচেল সান্টনারের মতো একজন। দলের বাইরে থাকলেও তাদের জন্য আমার শুভকামনা থাকবে।’

আপাতত বাকি দুই সংস্করণে নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে চান উইলিয়ামসন, ‘নিউজিল্যান্ড দল আমার হৃদয়ের অংশ। এই দল থেকে আমি যে সমর্থন পেয়েছি তাতে আমি সব সময় কৃতজ্ঞ থাকব। আমি টেস্ট ও ওয়ানডে নিয়ে এখনও খোলা মনে সিদ্ধান্ত নিতে চাই।’

উইলিয়ামসনের অধীনে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে নিউজিল্যান্ড। এরপর দেশের হয়ে এই সংস্করণে আর কোনো ম্যাচ খেলেননি ডানহাতি ব্যাটার। বিরতি কাটিয়ে সম্প্রতি দলে ফিরেছেন। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপেও তাঁল মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে নিশ্চিতভাবেই দলে রাখত নিউজিল্যান্ড। কিন্তু তার আগেই বিদায় বলে দিলেন উইলিয়ামসন।

২০১১ সালের অক্টোবরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি অভিষেক হয় উইলিয়ামসনের। ৯৩ ম্যাচের ৯০ ইনিংসে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ২৫৭৫ রান। স্ট্রাইকরেট ১২৩.০৮, ব্যাটিং গড় ৩৩.৪৪। ফিফটি করেছেন ১৮টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, শিরোপা উঠবে কার হাতে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০: ৪৯
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স

দেখতে দেখতে অন্তিম পর্যায়ে চলে এসেছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। লিগ পর্ব এবং শেষ চারের লড়াই শেষে আজ মাঠে গড়াবে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে দুপুরে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে আয়োজক ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কাচে তারা। শেষ চারের অপর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ছাড়াও আজ মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

তৃতীয় টি-টোয়েন্টি

ভারত-অস্ট্রেলিয়া

বেলা ২টা ১৫ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ২

নারী ওয়ানডে বিশ্বকাপ

ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা

বেলা ৩টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস, স্টার স্পোর্টস ৩

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানসিটি-বোর্নমাউথ

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা

ভলফসবুর্গ-হফেনহেইম

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

সনি টেন ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

দাবা বিশ্বকাপে নরওয়ের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন বাংলাদেশের নীড়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। ছবি: ফেসবুক
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। ছবি: ফেসবুক

দাবা বিশ্বকাপে চমক দেখালেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারিকে রুখে দিয়েছেন তিনি। তবে হেরেছেন আরেক বাংলাদেশি দাবাড়ু ফাহাদ রহমান।

ভারতের গোয়ায় আজ শুরু হয়েছে বিশ্বকাপের প্রথম রাউন্ড। নীড় খেলতে বসেন সাদা ঘুঁটি নিয়ে। শুরুটা করেন রোসোলোমিও অ্যাটাক (অবস্থানগত আক্রমণ) কৌশলে। মিডল গেমে ভুল করলেও এন্ড গেমে দারুণ প্রতিরোধ দেখান তিনি। ফলে ৪২তম চালে গিয়ে ড্র মেনে নেন নরওয়ের গ্র্যান্ডমাস্টারও।

সাদা ঘুঁটির সুবিধা পেয়েও ফাহাদ ছিলেন ভুলের মধ্যেই। শেষ মুহূর্তে চেষ্টা করেন ম্যাচ ড্র করার। কিন্তু তাঁকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি ইউক্রেনিয়ান গ্র্যান্ডমাস্টার ভাসিল ইভানচুকের।

কাল কালো ঘুঁটি নিয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন নীড়-ফাহাদ। জিতলে নীড় পৌঁছে যাবেন দ্বিতীয় রাউন্ডে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই বাংলাদেশের একমাত্র দাবাড়ু হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে পেরেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

২০২৭ সাল পর্যন্ত শান্তই টেস্ট অধিনায়ক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৮: ৩৫
টেস্টে শান্তই থাকছেন অধিনায়ক। ছবি: সংগৃহীত
টেস্টে শান্তই থাকছেন অধিনায়ক। ছবি: সংগৃহীত

তিন সংস্করণেই একক অধিনায়কের মতাদর্শে বিশ্বাসী ছিলেন তিনি। তাই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিসিবির আলাদা আলাদা অধিনায়ক ঘোষণার পর টেস্ট নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু টেস্ট অধিনায়ক হিসেবে শেষ পর্যন্ত তাঁর ওপরই আস্থা রেখেছে বিসিবি। তাই ২০২৭ সাল পর্যন্ত অর্থাৎ ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত শান্ত থাকছেন সাদা পোশাকের নেতৃত্বে।

গতকাল বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাজমুল হোসেন শান্ত চলতি ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

এই বিসিবির এই সিদ্ধান্তের আগেই নতুন টেস্ট অধিনায়ক কে হচ্ছেন, এ নিয়ে চলছিল অনেক আলোচনা। শান্তর বিকল্প হিসেবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিংবা টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নামটিও শোনা গিয়েছিল। বিসিবি সভাপতি আজকের পত্রিকাকে জানিয়েছিলেনও, আলোচনায় থাকা কয়েকজনের সঙ্গে তাঁরা কথা বলেই নতুন অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত শান্তকেই আরও দেড় বছরের জন্য রেখে দেওয়ার বোর্ডের। এই সিদ্ধান্তের পক্ষে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের যুক্তি, ‘শান্ত টেস্ট ক্রিকেটে স্থিরতা, দায়িত্ববোধ ও গভীর উপলব্ধি দেখিয়েছে। তাঁর নেতৃত্বে দলটির মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস এসেছে। বোর্ড মনে করে, নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখা এই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমাদের জন্য ইতিবাচক হবে।’

২০২৩ সালে টেস্ট অধিনায়ক হওয়ার পর শান্ত এখন পর্যন্ত বাংলাদেশকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্বের উল্লেখযোগ্য অর্জন হলো—পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করা। বোর্ড তাঁর ওপর আস্থা রাখায় শান্তর প্রতিক্রিয়া, ‘বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পেরে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। আমার প্রতি বোর্ড যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ।’

অর্পিত দায়িত্ব যথাযথ পালনের প্রতিশ্রুতিও দিচ্ছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘টেস্ট ক্রিকেটে দেশের নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাসাধ্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব। এমন একটি দলকে নেতৃত্ব দেওয়া সত্যিই আনন্দের, যেখানে প্রচুর প্রতিভা ও সম্ভাবনা রয়েছে। সামনে আমাদের জন্য এক উত্তেজনাপূর্ণ ও ইতিবাচক মৌসুম অপেক্ষা করছে।’

নভেম্বরেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত