এশিয়ায় সফর তো লিওনেল মেসির কাছে নতুন কিছু নয়। এ বছরের জুনেও আর্জেন্টিনার জার্সিতে এশিয়া সফর করেছেন। গত বছর আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা তিনি ঘুচিয়েছেন এশিয়াতেই। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার এবার এশিয়ায় আসবেন ইন্টার মায়ামির জার্সিতে।
এক বিবৃতিতে ইন্টার মায়ামি গতকাল জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে তারা প্রাক মৌসুম সফরে হংকং সফর করবে, যা তাদের প্রথম এশিয়া সফর। ৪ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। হংকং ডিভিশন ক্রিকেট লিগ থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে বাছাই করা হংকংয়ের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। ১৫ ডিসেম্বর থেকে এই ম্যাচের টিকিট বিক্রি হওয়া শুরু হবে। ৩ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে এই ম্যাচের টিকিট পাওয়া যাবে। ক্লাবটির মালিক হোর্হে মাস বলেন, ‘হংকং ভ্রমণ নিয়ে বেশ রোমাঞ্চিত। এশিয়ায় এটা প্রথম সফর। শুরু থেকেই ইন্টার মায়ামিকে বৈশ্বিক ক্লাব বানানোর পরিকল্পনা আমাদের। এটা সবচেয়ে দারুণ সুযোগ। হংকংয়ে ইন্টার মায়ার ভক্তদের অনুপ্রাণিত করতে পারব। এশিয়াজুড়ে যারা আমাদের ফুটবলের আবেগ শেয়ার করে, তারাও অনুপ্রাণিত হবে।’
মায়ামির হংকং সফর নিয়ে রোমাঞ্চিত ক্লাবটির সহমালিক ডেভিড বেকহামও। বেকহাম বলেন, ‘হংকং বেশ দারুণ শহর। এখানে খেলাধুলার দারুণ পরিবেশ রয়েছে। ক্যারিয়ারে আমি এশিয়ায় অধিকাংশ সময় কাটিয়েছি। এমন সুন্দর শহরে ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো সিরিজে খেলার সুযোগ করে দিতে পেরে বেশ আনন্দিত।’
পিএসজি ছেড়ে এ বছরই ইন্টার মায়ামিতে যান মেসি। ইন্টার মায়ামির জার্সিতে ১৪ ম্যাচ খেলে করেছেন ১১ গোল এবং ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ক্রুজ আজুলের বিপক্ষে লিগস কাপে মায়ামিতে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন মেসি।
এশিয়ায় সফর তো লিওনেল মেসির কাছে নতুন কিছু নয়। এ বছরের জুনেও আর্জেন্টিনার জার্সিতে এশিয়া সফর করেছেন। গত বছর আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা তিনি ঘুচিয়েছেন এশিয়াতেই। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার এবার এশিয়ায় আসবেন ইন্টার মায়ামির জার্সিতে।
এক বিবৃতিতে ইন্টার মায়ামি গতকাল জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে তারা প্রাক মৌসুম সফরে হংকং সফর করবে, যা তাদের প্রথম এশিয়া সফর। ৪ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। হংকং ডিভিশন ক্রিকেট লিগ থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে বাছাই করা হংকংয়ের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। ১৫ ডিসেম্বর থেকে এই ম্যাচের টিকিট বিক্রি হওয়া শুরু হবে। ৩ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে এই ম্যাচের টিকিট পাওয়া যাবে। ক্লাবটির মালিক হোর্হে মাস বলেন, ‘হংকং ভ্রমণ নিয়ে বেশ রোমাঞ্চিত। এশিয়ায় এটা প্রথম সফর। শুরু থেকেই ইন্টার মায়ামিকে বৈশ্বিক ক্লাব বানানোর পরিকল্পনা আমাদের। এটা সবচেয়ে দারুণ সুযোগ। হংকংয়ে ইন্টার মায়ার ভক্তদের অনুপ্রাণিত করতে পারব। এশিয়াজুড়ে যারা আমাদের ফুটবলের আবেগ শেয়ার করে, তারাও অনুপ্রাণিত হবে।’
মায়ামির হংকং সফর নিয়ে রোমাঞ্চিত ক্লাবটির সহমালিক ডেভিড বেকহামও। বেকহাম বলেন, ‘হংকং বেশ দারুণ শহর। এখানে খেলাধুলার দারুণ পরিবেশ রয়েছে। ক্যারিয়ারে আমি এশিয়ায় অধিকাংশ সময় কাটিয়েছি। এমন সুন্দর শহরে ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো সিরিজে খেলার সুযোগ করে দিতে পেরে বেশ আনন্দিত।’
পিএসজি ছেড়ে এ বছরই ইন্টার মায়ামিতে যান মেসি। ইন্টার মায়ামির জার্সিতে ১৪ ম্যাচ খেলে করেছেন ১১ গোল এবং ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ক্রুজ আজুলের বিপক্ষে লিগস কাপে মায়ামিতে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন মেসি।
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
২ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
৩ ঘণ্টা আগে