Ajker Patrika

মেসির পরিচিতি পর্বে গাইবেন শাকিরা

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৮: ৫১
মেসির পরিচিতি পর্বে গাইবেন শাকিরা

লিওনেল মেসির আগমনে ফ্লোরিডা যেন এখন উৎসবের নগরী। আর্জেন্টাইন অধিনায়কের ম্যুরাল আঁকার সঙ্গে নিজেদেরও সাজিয়েছে ইন্টার মিয়ামি। মেসিকে বরণ করে নিতে কোনো ত্রুটি রাখছে না ক্লাবটি। 

১৬ জুলাই মেসিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে মিয়ামি। পরিচয় পর্বের পর থাকবে বিনোদনের ব্যবস্থাও। সেই অনুষ্ঠানে খেলোয়াড়সহ দর্শকদের মাতাতে পপ শিল্পী শাকিরা গাইবেন গান। কলম্বিয়ার শিল্পীর সঙ্গে দুর্দান্ত সম্পর্কও রয়েছে মেসির। বার্সেলোনায় খেলার সময় তাঁরা একে অপরে আড্ডা দিয়েছেন অনেক। সাবেক বার্সা সতীর্থ জেরাড পিকের সাবেক বান্ধবী হওয়ার সুবাদে।

শুধু শাকিরাই নন মেসির পরিচয় পর্ব মাতাবেন পুয়ের্তো রিকানের র‍্যাপার ব্যাড বানি। দুজনের সঙ্গে থাকতে পারেন আরেক কলম্বিয়ান শিল্পী মালুমাও।

পরিচয় পর্বে যোগ দিতে ইতিমধ্যে পরিবারসহ মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি। আগামী রোববার নিজেদের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এই বিশেষ আয়োজন করেছে ইন্টার মিয়ামি। অবশ্য শুধু সাতবারের ব্যালন ডি অরজয়ীকে নন এ মৌসুমে চুক্তি করা অন্যদেরও পরিচয় করিয়ে দেবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। সার্জিও বুসকেতসসহ কোচ টাটা মার্তিনেজকেও।

মেসির পরিচয় পর্বের সময় জানালেও চুক্তির বিষয়ে কোনো কিছু জানায়নি মিয়ামি। তবে শোনা যাচ্ছে আজই চুক্তি হতে পারে দুই পক্ষের। অথবা আগামীকাল। সাধারণ নিয়ম হচ্ছে, চুক্তি সম্পন্ন হওয়ার পরই খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেয় কোনো ক্লাব। সেই হিসেবে রোববারের আগে দুটি দিনই বাকি রয়েছে।

চুক্তির সঠিক সময় জানা না গেলেও ২১ তারিখ মিয়ামিতে অভিষেক হতে যাচ্ছে মেসির। লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচটি হবে ডিভিআর পিএনকে স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত