Ajker Patrika

মাইলফলকের ম্যাচে কোনো রকমে বেঁচে গেল জার্মানি

মাইলফলকের ম্যাচে কোনো রকমে বেঁচে গেল জার্মানি

প্রীতি ম্যাচ হলেও জার্মানির কাছে গতকালের ম্যাচটি ছিল মাইলফলকের এক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ইতিহাসের ১০০০ তম ম্যাচ খেলেছে তারা। ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি প্রায় হেরেই বসেছিল জার্মানরা। শেষ মুহূর্তের পেনাল্টিতে ম্যাচটি ড্র করে জার্মানি। 

ওয়েসার স্টেডিয়ামে গতকাল প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জার্মানি-ইউক্রেন। ৬ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ১৮ মিনিটে ভিক্টর শাইহানকোভের গোলে সমতায় ফেরে ইউক্রেন। জার্মানির বিপদ আরও বাড়িয়ে দেন আন্তোনিও রুদিগার। ২৩ মিনিটে তাঁর আত্মঘাতী গোলে ২-১ গোলে এগিয়ে যায় ইউক্রেন। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ইউক্রেন। 

দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়েছেন শাইহানকোভ। ৫৬ মিনিটে গোল করেন ইউক্রেনের এই ফরোয়ার্ড। ৩-১ গোলে এগিয়ে থাকা ইউক্রেনের কাছে জয় ছিল তখন সময়ের ব্যাপার। ম্যাচের যখন ৭ মিনিট বাকি, তখন থেকেই শুরু হয় জার্মানির ম্যাজিক। ৮৩ মিনিটে কাই হ্যাভার্টজের গোলে ব্যবধান কমায় জার্মানরা। আর অতিরিক্ত সময়ে জার্মানদের রক্ষা করেন হোশুয়া কিমিখ। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে পেনাল্টিতে গোল করেন কিমিখ। ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে। 

জার্মানির পরের ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। আগামী শুক্রবার ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে খেলবে পোল্যান্ড-জার্মানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত