প্রীতি ম্যাচ হলেও জার্মানির কাছে গতকালের ম্যাচটি ছিল মাইলফলকের এক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ইতিহাসের ১০০০ তম ম্যাচ খেলেছে তারা। ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি প্রায় হেরেই বসেছিল জার্মানরা। শেষ মুহূর্তের পেনাল্টিতে ম্যাচটি ড্র করে জার্মানি।
ওয়েসার স্টেডিয়ামে গতকাল প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জার্মানি-ইউক্রেন। ৬ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ১৮ মিনিটে ভিক্টর শাইহানকোভের গোলে সমতায় ফেরে ইউক্রেন। জার্মানির বিপদ আরও বাড়িয়ে দেন আন্তোনিও রুদিগার। ২৩ মিনিটে তাঁর আত্মঘাতী গোলে ২-১ গোলে এগিয়ে যায় ইউক্রেন। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ইউক্রেন।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়েছেন শাইহানকোভ। ৫৬ মিনিটে গোল করেন ইউক্রেনের এই ফরোয়ার্ড। ৩-১ গোলে এগিয়ে থাকা ইউক্রেনের কাছে জয় ছিল তখন সময়ের ব্যাপার। ম্যাচের যখন ৭ মিনিট বাকি, তখন থেকেই শুরু হয় জার্মানির ম্যাজিক। ৮৩ মিনিটে কাই হ্যাভার্টজের গোলে ব্যবধান কমায় জার্মানরা। আর অতিরিক্ত সময়ে জার্মানদের রক্ষা করেন হোশুয়া কিমিখ। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে পেনাল্টিতে গোল করেন কিমিখ। ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে।
জার্মানির পরের ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। আগামী শুক্রবার ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে খেলবে পোল্যান্ড-জার্মানি।
প্রীতি ম্যাচ হলেও জার্মানির কাছে গতকালের ম্যাচটি ছিল মাইলফলকের এক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ইতিহাসের ১০০০ তম ম্যাচ খেলেছে তারা। ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি প্রায় হেরেই বসেছিল জার্মানরা। শেষ মুহূর্তের পেনাল্টিতে ম্যাচটি ড্র করে জার্মানি।
ওয়েসার স্টেডিয়ামে গতকাল প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জার্মানি-ইউক্রেন। ৬ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ১৮ মিনিটে ভিক্টর শাইহানকোভের গোলে সমতায় ফেরে ইউক্রেন। জার্মানির বিপদ আরও বাড়িয়ে দেন আন্তোনিও রুদিগার। ২৩ মিনিটে তাঁর আত্মঘাতী গোলে ২-১ গোলে এগিয়ে যায় ইউক্রেন। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ইউক্রেন।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়েছেন শাইহানকোভ। ৫৬ মিনিটে গোল করেন ইউক্রেনের এই ফরোয়ার্ড। ৩-১ গোলে এগিয়ে থাকা ইউক্রেনের কাছে জয় ছিল তখন সময়ের ব্যাপার। ম্যাচের যখন ৭ মিনিট বাকি, তখন থেকেই শুরু হয় জার্মানির ম্যাজিক। ৮৩ মিনিটে কাই হ্যাভার্টজের গোলে ব্যবধান কমায় জার্মানরা। আর অতিরিক্ত সময়ে জার্মানদের রক্ষা করেন হোশুয়া কিমিখ। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে পেনাল্টিতে গোল করেন কিমিখ। ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে।
জার্মানির পরের ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। আগামী শুক্রবার ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে খেলবে পোল্যান্ড-জার্মানি।
ভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
২৪ মিনিট আগেনিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের আয়েশি জয়। একই ভেন্যুতে আজ দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেতিক্ত সম্পর্কের কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হচ্ছে না ১২ বছর ধরে। এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টেই শুধু মুখোমুখি হওয়ার সুযোগ পায় এই দুই দল। তবে এখন থেকে ক্রিকেটীয় সম্পর্কও ছিন্ন করতে বললেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
১ ঘণ্টা আগেমুহাম্মাদ আব্বাসের আন্তর্জাতিক অভিষেক হয়েছে তাঁর জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে—ওয়ানডে অভিষেকে মাত্র ২৪ বলে ফিফটি করে গড়েছেন দ্রুততম ফিফটির রেকর্ড। বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এসেছেন বাংলাদেশ সফরে।
২ ঘণ্টা আগে