Ajker Patrika

জাভি-জাদুতে পথ খুঁজে পাচ্ছে বার্সা

জাভি-জাদুতে পথ খুঁজে পাচ্ছে বার্সা

জাভি হার্নান্দেজ যখন বার্সেলোনার দায়িত্ব কাঁধে নেন তখন দলটির অবস্থা ছিল শোচনীয়। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান ছিল ৯ নম্বরে। শেষ ৩ ম্যাচ থেকে বার্সার অর্জন ছিল কেবল ৩ পয়েন্ট। বিপর্যস্ত এই দলের দায়িত্ব নিয়ে জাভি নিজের পায়ে কুড়োল মারছেন কি না সে প্রশ্নও তুলেছিলেন অনেকে। 

শুরুতে জাভিকেও সংগ্রাম করতে হয়েছে অনেক। দেখতে হয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ও। কিন্তু সেই বার্সাকে নিয়ে এখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন জাভি। বিশেষ করে গত কয়েক ম্যাচের দিকে তাকালে বার্সার উন্নতিটা চোখে পড়ার মতোই। জাভি আসার আগে যে বার্সা ৩ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছিল, সেই বার্সায় এখন লা লিগায় শেষ তিন ম্যাচে গোল করেছে ১০টি। বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদকে বার্সা হারিয়েছে ৪-২ গোলে, এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ৪-১ গোলে। 

তবে শুধু গোলের সংখ্যার দিক থেকেই নয়, গোল করা খেলোয়াড়ের নামের সংখ্যাও অবাক হওয়ার মতো। এই মৌসুমে বার্সার হয়ে গোল করেছে ২১ জন খেলোয়াড়। যেখানে সর্বশেষ খাতা খুলেছেন অবা। গোল এসেছে ডিফেন্স এবং মিডফিল্ড পজিশনের খেলোয়াড় থেকেও। সব মিলিয়ে মৌসুমের শেষ ভাগে ফের পুরোনো রূপে ফিরতে দেখা যাচ্ছে বার্সাকে। 

বদলে যাওয়া এই বার্সার নৈপথ্য নায়ক যে জাভি তা বলে না দিলেও চলছে। এমনকি জানুয়ারির দলবদলেও দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন জাভি। আর্সেনালের সঙ্গে অবামেয়াংয়ের বিরোধ তুঙ্গে উঠলে সুযোগটা লুফে নেয় বার্সেলোনা। ফ্রি এজেন্ট হিসেবে কাতালান ক্লাবে আসেন ৩২ বছর বয়সী গ্যাবনিস স্ট্রাইকার। ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের মূল্য বুঝিয়েছেন অবা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত