ক্রীড়া ডেস্ক
জাভি হার্নান্দেজ যখন বার্সেলোনার দায়িত্ব কাঁধে নেন তখন দলটির অবস্থা ছিল শোচনীয়। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান ছিল ৯ নম্বরে। শেষ ৩ ম্যাচ থেকে বার্সার অর্জন ছিল কেবল ৩ পয়েন্ট। বিপর্যস্ত এই দলের দায়িত্ব নিয়ে জাভি নিজের পায়ে কুড়োল মারছেন কি না সে প্রশ্নও তুলেছিলেন অনেকে।
শুরুতে জাভিকেও সংগ্রাম করতে হয়েছে অনেক। দেখতে হয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ও। কিন্তু সেই বার্সাকে নিয়ে এখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন জাভি। বিশেষ করে গত কয়েক ম্যাচের দিকে তাকালে বার্সার উন্নতিটা চোখে পড়ার মতোই। জাভি আসার আগে যে বার্সা ৩ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছিল, সেই বার্সায় এখন লা লিগায় শেষ তিন ম্যাচে গোল করেছে ১০টি। বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদকে বার্সা হারিয়েছে ৪-২ গোলে, এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ৪-১ গোলে।
তবে শুধু গোলের সংখ্যার দিক থেকেই নয়, গোল করা খেলোয়াড়ের নামের সংখ্যাও অবাক হওয়ার মতো। এই মৌসুমে বার্সার হয়ে গোল করেছে ২১ জন খেলোয়াড়। যেখানে সর্বশেষ খাতা খুলেছেন অবা। গোল এসেছে ডিফেন্স এবং মিডফিল্ড পজিশনের খেলোয়াড় থেকেও। সব মিলিয়ে মৌসুমের শেষ ভাগে ফের পুরোনো রূপে ফিরতে দেখা যাচ্ছে বার্সাকে।
বদলে যাওয়া এই বার্সার নৈপথ্য নায়ক যে জাভি তা বলে না দিলেও চলছে। এমনকি জানুয়ারির দলবদলেও দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন জাভি। আর্সেনালের সঙ্গে অবামেয়াংয়ের বিরোধ তুঙ্গে উঠলে সুযোগটা লুফে নেয় বার্সেলোনা। ফ্রি এজেন্ট হিসেবে কাতালান ক্লাবে আসেন ৩২ বছর বয়সী গ্যাবনিস স্ট্রাইকার। ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের মূল্য বুঝিয়েছেন অবা।
জাভি হার্নান্দেজ যখন বার্সেলোনার দায়িত্ব কাঁধে নেন তখন দলটির অবস্থা ছিল শোচনীয়। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান ছিল ৯ নম্বরে। শেষ ৩ ম্যাচ থেকে বার্সার অর্জন ছিল কেবল ৩ পয়েন্ট। বিপর্যস্ত এই দলের দায়িত্ব নিয়ে জাভি নিজের পায়ে কুড়োল মারছেন কি না সে প্রশ্নও তুলেছিলেন অনেকে।
শুরুতে জাভিকেও সংগ্রাম করতে হয়েছে অনেক। দেখতে হয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ও। কিন্তু সেই বার্সাকে নিয়ে এখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন জাভি। বিশেষ করে গত কয়েক ম্যাচের দিকে তাকালে বার্সার উন্নতিটা চোখে পড়ার মতোই। জাভি আসার আগে যে বার্সা ৩ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছিল, সেই বার্সায় এখন লা লিগায় শেষ তিন ম্যাচে গোল করেছে ১০টি। বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদকে বার্সা হারিয়েছে ৪-২ গোলে, এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ৪-১ গোলে।
তবে শুধু গোলের সংখ্যার দিক থেকেই নয়, গোল করা খেলোয়াড়ের নামের সংখ্যাও অবাক হওয়ার মতো। এই মৌসুমে বার্সার হয়ে গোল করেছে ২১ জন খেলোয়াড়। যেখানে সর্বশেষ খাতা খুলেছেন অবা। গোল এসেছে ডিফেন্স এবং মিডফিল্ড পজিশনের খেলোয়াড় থেকেও। সব মিলিয়ে মৌসুমের শেষ ভাগে ফের পুরোনো রূপে ফিরতে দেখা যাচ্ছে বার্সাকে।
বদলে যাওয়া এই বার্সার নৈপথ্য নায়ক যে জাভি তা বলে না দিলেও চলছে। এমনকি জানুয়ারির দলবদলেও দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন জাভি। আর্সেনালের সঙ্গে অবামেয়াংয়ের বিরোধ তুঙ্গে উঠলে সুযোগটা লুফে নেয় বার্সেলোনা। ফ্রি এজেন্ট হিসেবে কাতালান ক্লাবে আসেন ৩২ বছর বয়সী গ্যাবনিস স্ট্রাইকার। ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের মূল্য বুঝিয়েছেন অবা।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে