লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন দানি ওলমো। আজ ৬০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি করেছে কাতালান জায়ান্টরা।
ওলমোর সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ৬ বছরের। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত লা লিগার ক্লাবটিতে থাকবেন তিনি। এ নিয়ে বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘এই খেলোয়াড় (ওলমো) পরের ৬ বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন।’
গত মাসে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন। স্প্যানিশদের এক যুগ পর ইউরোর মুকুট উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওলমো। ফাইনালে শেষ মুহূর্তে গোলপোস্টের ক্রস লাইনে দাঁড়িয়ে দারুণ হেডে বল ফিরিয়ে ইংলিশদের সমতায় ফিরতে দেননি এই প্লেমেকার।
৩ গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইউরো শেষ করেন ওলমো। স্পেনও গড়ে টানা চারবার এই মহাদেশীয় শিরোপা জয়ের রেকর্ড। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেবের হয়ে। তবে তার আগে বার্সেলোনা যুব দলে ছিলেন তিনি। লা মাসিয়া থেকে উঠে এলেও বার্সার মূল দলে খেলার সুযোগটা এবারই প্রথম পেতে যাচ্ছেন ওলমো।
২০২০ সালে লাইপজিগে যোগ দেন ওলমো। জার্মান ক্লাবটির হয়ে দুটি জার্মান কাপ জিতেছেন তিনি। ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা জয়ের সাক্ষী তিনি। লাইপজিগকে বিদায়বার্তায় ওলমো নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধন্যবাদ আরবি লাইপজিগ, তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে।’
বার্সার মাঝমাঠে তিনি সতীর্থ হিসেবে পাবেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ইলকায় গুন্দোয়ান, পেদ্রি ও গাবিকে। শেষ দুজন অবশ্য চোটে রয়েছেন। কাতালান জায়ান্টরা আগামী লা লিগা মৌসুম শুরু করবে ১৭ আগস্ট, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন দানি ওলমো। আজ ৬০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি করেছে কাতালান জায়ান্টরা।
ওলমোর সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ৬ বছরের। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত লা লিগার ক্লাবটিতে থাকবেন তিনি। এ নিয়ে বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘এই খেলোয়াড় (ওলমো) পরের ৬ বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন।’
গত মাসে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন। স্প্যানিশদের এক যুগ পর ইউরোর মুকুট উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওলমো। ফাইনালে শেষ মুহূর্তে গোলপোস্টের ক্রস লাইনে দাঁড়িয়ে দারুণ হেডে বল ফিরিয়ে ইংলিশদের সমতায় ফিরতে দেননি এই প্লেমেকার।
৩ গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইউরো শেষ করেন ওলমো। স্পেনও গড়ে টানা চারবার এই মহাদেশীয় শিরোপা জয়ের রেকর্ড। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেবের হয়ে। তবে তার আগে বার্সেলোনা যুব দলে ছিলেন তিনি। লা মাসিয়া থেকে উঠে এলেও বার্সার মূল দলে খেলার সুযোগটা এবারই প্রথম পেতে যাচ্ছেন ওলমো।
২০২০ সালে লাইপজিগে যোগ দেন ওলমো। জার্মান ক্লাবটির হয়ে দুটি জার্মান কাপ জিতেছেন তিনি। ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা জয়ের সাক্ষী তিনি। লাইপজিগকে বিদায়বার্তায় ওলমো নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধন্যবাদ আরবি লাইপজিগ, তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে।’
বার্সার মাঝমাঠে তিনি সতীর্থ হিসেবে পাবেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ইলকায় গুন্দোয়ান, পেদ্রি ও গাবিকে। শেষ দুজন অবশ্য চোটে রয়েছেন। কাতালান জায়ান্টরা আগামী লা লিগা মৌসুম শুরু করবে ১৭ আগস্ট, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৫ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে