লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন দানি ওলমো। আজ ৬০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি করেছে কাতালান জায়ান্টরা।
ওলমোর সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ৬ বছরের। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত লা লিগার ক্লাবটিতে থাকবেন তিনি। এ নিয়ে বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘এই খেলোয়াড় (ওলমো) পরের ৬ বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন।’
গত মাসে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন। স্প্যানিশদের এক যুগ পর ইউরোর মুকুট উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওলমো। ফাইনালে শেষ মুহূর্তে গোলপোস্টের ক্রস লাইনে দাঁড়িয়ে দারুণ হেডে বল ফিরিয়ে ইংলিশদের সমতায় ফিরতে দেননি এই প্লেমেকার।
৩ গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইউরো শেষ করেন ওলমো। স্পেনও গড়ে টানা চারবার এই মহাদেশীয় শিরোপা জয়ের রেকর্ড। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেবের হয়ে। তবে তার আগে বার্সেলোনা যুব দলে ছিলেন তিনি। লা মাসিয়া থেকে উঠে এলেও বার্সার মূল দলে খেলার সুযোগটা এবারই প্রথম পেতে যাচ্ছেন ওলমো।
২০২০ সালে লাইপজিগে যোগ দেন ওলমো। জার্মান ক্লাবটির হয়ে দুটি জার্মান কাপ জিতেছেন তিনি। ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা জয়ের সাক্ষী তিনি। লাইপজিগকে বিদায়বার্তায় ওলমো নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধন্যবাদ আরবি লাইপজিগ, তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে।’
বার্সার মাঝমাঠে তিনি সতীর্থ হিসেবে পাবেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ইলকায় গুন্দোয়ান, পেদ্রি ও গাবিকে। শেষ দুজন অবশ্য চোটে রয়েছেন। কাতালান জায়ান্টরা আগামী লা লিগা মৌসুম শুরু করবে ১৭ আগস্ট, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন দানি ওলমো। আজ ৬০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি করেছে কাতালান জায়ান্টরা।
ওলমোর সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ৬ বছরের। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত লা লিগার ক্লাবটিতে থাকবেন তিনি। এ নিয়ে বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘এই খেলোয়াড় (ওলমো) পরের ৬ বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন।’
গত মাসে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন। স্প্যানিশদের এক যুগ পর ইউরোর মুকুট উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওলমো। ফাইনালে শেষ মুহূর্তে গোলপোস্টের ক্রস লাইনে দাঁড়িয়ে দারুণ হেডে বল ফিরিয়ে ইংলিশদের সমতায় ফিরতে দেননি এই প্লেমেকার।
৩ গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইউরো শেষ করেন ওলমো। স্পেনও গড়ে টানা চারবার এই মহাদেশীয় শিরোপা জয়ের রেকর্ড। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেবের হয়ে। তবে তার আগে বার্সেলোনা যুব দলে ছিলেন তিনি। লা মাসিয়া থেকে উঠে এলেও বার্সার মূল দলে খেলার সুযোগটা এবারই প্রথম পেতে যাচ্ছেন ওলমো।
২০২০ সালে লাইপজিগে যোগ দেন ওলমো। জার্মান ক্লাবটির হয়ে দুটি জার্মান কাপ জিতেছেন তিনি। ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা জয়ের সাক্ষী তিনি। লাইপজিগকে বিদায়বার্তায় ওলমো নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধন্যবাদ আরবি লাইপজিগ, তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে।’
বার্সার মাঝমাঠে তিনি সতীর্থ হিসেবে পাবেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ইলকায় গুন্দোয়ান, পেদ্রি ও গাবিকে। শেষ দুজন অবশ্য চোটে রয়েছেন। কাতালান জায়ান্টরা আগামী লা লিগা মৌসুম শুরু করবে ১৭ আগস্ট, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে