২০৩৪ ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর বুকে ‘দ্য গ্রেটেস্ট অন আর্থের’ এই উৎসবের এখনো ৯ বছর বাকি। তবে এই বিশ্বকাপে যে অ্যালকোহল নিষিদ্ধ হচ্ছে, সেটা জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।
ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট উপভোগ করতে ভক্ত-সমর্থকেরা কত কিছুই তো করেন। অ্যালকোহলের মতো কোমল পানীয় সেখানে খুবই সাধারণ বিষয়। তবে এই বিশ্বকাপে সৌদি আরব অ্যালকোহলের অনুমতি দেবে না। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসিকে গতকাল বলেছেন, ‘এই মুহূর্তে আমরা অ্যালকোহল থাকতে দেব না। অ্যালকোহল ছাড়াও অনেক মজা করা যায়। এটা খুবই জরুরি তা নয়। যদি আপনি স্টেডিয়াম ছাড়ার পর পানীয় পান করতে চান, তাহলে ঠিক আছে। তবে এই মুহূর্তে অ্যালকোহল বাদ।’
সৌদি আরবে মদ্যপান নিষিদ্ধ। এই সংস্কৃতির কারণেই মূলত অ্যালকোহল নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আল সৌদ। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমরা আমাদের সীমার মধ্যে লোকদের স্বাগত জানাতে চাই। তবে নির্দিষ্ট কারও জন্য আমাদের সংস্কৃতি বদলাতে চাই না।’
গত বছরের ১১ ডিসেম্বর ফিফা কংগ্রেসের ভোটে সৌদি আরবই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এই ঘোষণার আগে থেকেই সৌদি ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি নিতে থাকে জোর কদমে। এই বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। মরুর দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। আল নাসরের হয়ে খেলায় দেশটিতে এমন ফুটবল নিয়ে কর্মযজ্ঞ চোখ এড়ায়নি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের মতে, ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সর্বকালের সেরা বিশ্বকাপ হবে।
সৌদি আরবের পাঁচ শহরের ১৫ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৫ তম ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ আয়োজনে রাজধানী রিয়াদে থাকবে ৮ স্টেডিয়াম। বাকি চার শহর হলো—জেদ্দা, আল খোবার, আভা এবং নিওম। মরুর বুকে সবশেষ বিশ্বকাপ হয়েছে ২০২২ সালে। কাতারে আয়োজিত সেই বিশ্বকাপে আর্জেন্টিনা হয়েছিল চ্যাম্পিয়ন।
আরও পড়ুন:
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হচ্ছে সৌদিতেই
২০৩৪ ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর বুকে ‘দ্য গ্রেটেস্ট অন আর্থের’ এই উৎসবের এখনো ৯ বছর বাকি। তবে এই বিশ্বকাপে যে অ্যালকোহল নিষিদ্ধ হচ্ছে, সেটা জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।
ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট উপভোগ করতে ভক্ত-সমর্থকেরা কত কিছুই তো করেন। অ্যালকোহলের মতো কোমল পানীয় সেখানে খুবই সাধারণ বিষয়। তবে এই বিশ্বকাপে সৌদি আরব অ্যালকোহলের অনুমতি দেবে না। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসিকে গতকাল বলেছেন, ‘এই মুহূর্তে আমরা অ্যালকোহল থাকতে দেব না। অ্যালকোহল ছাড়াও অনেক মজা করা যায়। এটা খুবই জরুরি তা নয়। যদি আপনি স্টেডিয়াম ছাড়ার পর পানীয় পান করতে চান, তাহলে ঠিক আছে। তবে এই মুহূর্তে অ্যালকোহল বাদ।’
সৌদি আরবে মদ্যপান নিষিদ্ধ। এই সংস্কৃতির কারণেই মূলত অ্যালকোহল নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আল সৌদ। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমরা আমাদের সীমার মধ্যে লোকদের স্বাগত জানাতে চাই। তবে নির্দিষ্ট কারও জন্য আমাদের সংস্কৃতি বদলাতে চাই না।’
গত বছরের ১১ ডিসেম্বর ফিফা কংগ্রেসের ভোটে সৌদি আরবই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এই ঘোষণার আগে থেকেই সৌদি ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি নিতে থাকে জোর কদমে। এই বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। মরুর দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। আল নাসরের হয়ে খেলায় দেশটিতে এমন ফুটবল নিয়ে কর্মযজ্ঞ চোখ এড়ায়নি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের মতে, ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সর্বকালের সেরা বিশ্বকাপ হবে।
সৌদি আরবের পাঁচ শহরের ১৫ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৫ তম ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ আয়োজনে রাজধানী রিয়াদে থাকবে ৮ স্টেডিয়াম। বাকি চার শহর হলো—জেদ্দা, আল খোবার, আভা এবং নিওম। মরুর বুকে সবশেষ বিশ্বকাপ হয়েছে ২০২২ সালে। কাতারে আয়োজিত সেই বিশ্বকাপে আর্জেন্টিনা হয়েছিল চ্যাম্পিয়ন।
আরও পড়ুন:
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হচ্ছে সৌদিতেই
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে