Ajker Patrika

সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছে অ্যালকোহল

সৌদি আরবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ হচ্ছে। ছবি: এএফপি
সৌদি আরবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ হচ্ছে। ছবি: এএফপি

২০৩৪ ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর বুকে ‘দ্য গ্রেটেস্ট অন আর্থের’ এই উৎসবের এখনো ৯ বছর বাকি। তবে এই বিশ্বকাপে যে অ্যালকোহল নিষিদ্ধ হচ্ছে, সেটা জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।

ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট উপভোগ করতে ভক্ত-সমর্থকেরা কত কিছুই তো করেন। অ্যালকোহলের মতো কোমল পানীয় সেখানে খুবই সাধারণ বিষয়। তবে এই বিশ্বকাপে সৌদি আরব অ্যালকোহলের অনুমতি দেবে না। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসিকে গতকাল বলেছেন, ‘এই মুহূর্তে আমরা অ্যালকোহল থাকতে দেব না। অ্যালকোহল ছাড়াও অনেক মজা করা যায়। এটা খুবই জরুরি তা নয়। যদি আপনি স্টেডিয়াম ছাড়ার পর পানীয় পান করতে চান, তাহলে ঠিক আছে। তবে এই মুহূর্তে অ্যালকোহল বাদ।’

সৌদি আরবে মদ্যপান নিষিদ্ধ। এই সংস্কৃতির কারণেই মূলত অ্যালকোহল নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আল সৌদ। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমরা আমাদের সীমার মধ্যে লোকদের স্বাগত জানাতে চাই। তবে নির্দিষ্ট কারও জন্য আমাদের সংস্কৃতি বদলাতে চাই না।’

গত বছরের ১১ ডিসেম্বর ফিফা কংগ্রেসের ভোটে সৌদি আরবই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এই ঘোষণার আগে থেকেই সৌদি ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি নিতে থাকে জোর কদমে। এই বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। মরুর দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। আল নাসরের হয়ে খেলায় দেশটিতে এমন ফুটবল নিয়ে কর্মযজ্ঞ চোখ এড়ায়নি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের মতে, ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সর্বকালের সেরা বিশ্বকাপ হবে।

সৌদি আরবের পাঁচ শহরের ১৫ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৫ তম ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ আয়োজনে রাজধানী রিয়াদে থাকবে ৮ স্টেডিয়াম। বাকি চার শহর হলো—জেদ্দা, আল খোবার, আভা এবং নিওম। মরুর বুকে সবশেষ বিশ্বকাপ হয়েছে ২০২২ সালে। কাতারে আয়োজিত সেই বিশ্বকাপে আর্জেন্টিনা হয়েছিল চ্যাম্পিয়ন।

আরও পড়ুন:

২০৩৪ ফুটবল বিশ্বকাপ হচ্ছে সৌদিতেই

সৌদির বিশ্বকাপই হবে ইতিহাসের সেরা, বলছেন রোনালদো

যেসব শহর আর স্টেডিয়ামে হবে ২০৩৪ সালের সৌদি বিশ্বকাপ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত