নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার আসনটা বরাবরই থাকে বিদেশি ফুটবলারদের দখলে। এবারও ব্যতিক্রম নয়। ১৬ গোল নিয়ে শীর্ষে আছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটেং। তবে স্থানীয় ফুটবলারদের মধ্যে লড়াইটা বেশ জমজমাট। ১০ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন এবং পুলিশ এফসির আল আমিন হোসেন। আজ লিগের শেষ ম্যাচে তাই তাঁদের লক্ষ্য একে অপরকে ছাড়িয়ে যাওয়ার।
লিগের প্রথম পর্বে ৭ গোল নিয়ে শীর্ষে ছিলেন আল আমিন। খুলেছিলেন জাতীয় দলের দরজাও। কিন্তু ভারতের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাননি। সে নিয়ে তাঁর হতাশাও আছে। দ্বিতীয় পর্বে মাঠে নেমে উপহার দিতে পারছিলেন না তিনি। পাননি গোলের দেখাও। তবে সর্বশেষ দুই ম্যাচে আলো ছড়িয়েছেন এই ফরোয়ার্ড। ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে কাটান ৫ ম্যাচের গোলখরা। এরপর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জোড়া গোল করে জেতান দলকে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শেষ ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হবে পুলিশ। ম্যাচটি যে তাঁর জন্য শেষ সুযোগ, তা ভালোই জানেন আল আমিন, ‘কথায় নয়, আমি কাজে বিশ্বাসী। সর্বোচ্চ গোলদাতা হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
আল আমিন ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগে আরামবাগে খেলেছেন। আরামবাগ তখন ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়। কয়েকজন ফুটবলারের সঙ্গে আল আমিনও এক বছর নিষিদ্ধ হয়েছিলেন। সেই আল আমিনের চোখ এখন লিগে স্থানীয়দের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিকে। তিনি বলেন, ‘রাকিব ভাই অনেক ভালো খেলছে। তাই আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। যদি স্থানীয়দের মধ্যে শীর্ষে থেকে শেষ করতে পারি, তাহলে আজীবন মনে রাখব। আমি চেষ্টা করব ইনশা আল্লাহ।’
ঘরের মাঠে আজ অবনমন নিশ্চিত করা ঢাকা ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে রাকিবের বসুন্ধরা কিংস। লিগ রানার্সআপ হওয়ার দৌড়ে তাদের প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। ৩২ পয়েন্ট নিয়ে আবাহনী দুইয়ে আছে। তবে আজ তারা ব্রাদার্সের কাছে হারলে বসুন্ধরার দুইয়ে থাকার সুযোগ আছে। সে ক্ষেত্রে ওয়ান্ডারার্সকে হারাতেই হবে তাদের। তাই রাকিবের কাছে সুযোগ এক ঢিলে দুই পাখি মারার।
গত মৌসুমে ১০ গোল নিয়ে স্থানীয় ফুটবলারদের মধ্যে শীর্ষে ছিলেন রাকিব। নিজের ফর্ম ধরে রেখেছেন এই মৌসুমেও। চলতি মাসে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন তিনি। আজকের ম্যাচ নিয়ে এই ফরোয়ার্ড বলেন, ‘আমি আশাবাদী, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এবার হলে টানা দ্বিতীয়বার হবে আমার।’
আল আমিন তাঁকে ছাড়িয়ে গেলে খুব একটা কষ্ট হবে না রাকিবের, ‘আল আমিন যদি আমাকে টপকেও যায়, তাতে আমার খারাপ লাগার কিছু নেই। সে ভালো ফুটবলার। এই মৌসুমে ভালো খেলছে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার আসনটা বরাবরই থাকে বিদেশি ফুটবলারদের দখলে। এবারও ব্যতিক্রম নয়। ১৬ গোল নিয়ে শীর্ষে আছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটেং। তবে স্থানীয় ফুটবলারদের মধ্যে লড়াইটা বেশ জমজমাট। ১০ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন এবং পুলিশ এফসির আল আমিন হোসেন। আজ লিগের শেষ ম্যাচে তাই তাঁদের লক্ষ্য একে অপরকে ছাড়িয়ে যাওয়ার।
লিগের প্রথম পর্বে ৭ গোল নিয়ে শীর্ষে ছিলেন আল আমিন। খুলেছিলেন জাতীয় দলের দরজাও। কিন্তু ভারতের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাননি। সে নিয়ে তাঁর হতাশাও আছে। দ্বিতীয় পর্বে মাঠে নেমে উপহার দিতে পারছিলেন না তিনি। পাননি গোলের দেখাও। তবে সর্বশেষ দুই ম্যাচে আলো ছড়িয়েছেন এই ফরোয়ার্ড। ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে কাটান ৫ ম্যাচের গোলখরা। এরপর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জোড়া গোল করে জেতান দলকে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শেষ ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হবে পুলিশ। ম্যাচটি যে তাঁর জন্য শেষ সুযোগ, তা ভালোই জানেন আল আমিন, ‘কথায় নয়, আমি কাজে বিশ্বাসী। সর্বোচ্চ গোলদাতা হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
আল আমিন ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগে আরামবাগে খেলেছেন। আরামবাগ তখন ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়। কয়েকজন ফুটবলারের সঙ্গে আল আমিনও এক বছর নিষিদ্ধ হয়েছিলেন। সেই আল আমিনের চোখ এখন লিগে স্থানীয়দের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিকে। তিনি বলেন, ‘রাকিব ভাই অনেক ভালো খেলছে। তাই আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। যদি স্থানীয়দের মধ্যে শীর্ষে থেকে শেষ করতে পারি, তাহলে আজীবন মনে রাখব। আমি চেষ্টা করব ইনশা আল্লাহ।’
ঘরের মাঠে আজ অবনমন নিশ্চিত করা ঢাকা ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে রাকিবের বসুন্ধরা কিংস। লিগ রানার্সআপ হওয়ার দৌড়ে তাদের প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। ৩২ পয়েন্ট নিয়ে আবাহনী দুইয়ে আছে। তবে আজ তারা ব্রাদার্সের কাছে হারলে বসুন্ধরার দুইয়ে থাকার সুযোগ আছে। সে ক্ষেত্রে ওয়ান্ডারার্সকে হারাতেই হবে তাদের। তাই রাকিবের কাছে সুযোগ এক ঢিলে দুই পাখি মারার।
গত মৌসুমে ১০ গোল নিয়ে স্থানীয় ফুটবলারদের মধ্যে শীর্ষে ছিলেন রাকিব। নিজের ফর্ম ধরে রেখেছেন এই মৌসুমেও। চলতি মাসে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন তিনি। আজকের ম্যাচ নিয়ে এই ফরোয়ার্ড বলেন, ‘আমি আশাবাদী, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এবার হলে টানা দ্বিতীয়বার হবে আমার।’
আল আমিন তাঁকে ছাড়িয়ে গেলে খুব একটা কষ্ট হবে না রাকিবের, ‘আল আমিন যদি আমাকে টপকেও যায়, তাতে আমার খারাপ লাগার কিছু নেই। সে ভালো ফুটবলার। এই মৌসুমে ভালো খেলছে।’
স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৩ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
৩ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৪ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
৫ ঘণ্টা আগে