Ajker Patrika

ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৭: ৩১
ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ 

সাফে ১৪ বছর পর সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গ্রুপ পর্বে হারিয়েছে মালদ্বীপ ও ভুটানকে। সেমিতে থেমে গেলেও কুয়েতের সঙ্গে বাংলাদেশের লড়াইটা ছিল স্মরণীয়। 

সাফে ভালো খেলা ও দুই ম্যাচ জেতায় র‍্যাঙ্কিংয়ে একটা সুখবরের আশায় ছিলেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। আজ সবশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ শেষে সেই সুখবরটা এল। র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন ১৮৯তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 

গত এপ্রিল থেকে র‍্যাঙ্কিংয়ের ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ। সাফে দারুণ খেলায় ২.৯৪ রেটিং বেড়েছিল জামাল ভূঁইয়াদের। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৮৯২.৪৪ রেটিং পয়েন্ট যা আগে ছিল ৮৮৯.৫। সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষেও জয় ছিল লাল-সবুজ ফুটবলারদের। সব মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। 

দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া কেবল আরেকটি দেশেরই  র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সাফ জয়ী ভারত এক ধাপ এগিয়ে বর্তমানে আছে ৯৯তম স্থানে। বাংলাদেশের কাছে হারা মালদ্বীপ এক ধাপ পিছিয়ে আছে ১৫৫তম স্থানে। নেপালের অবস্থান পাল্টায়নি, দলটি আছে ১৭৫তম স্থানে। এক ধাপ পেছানো ভুটানের অবস্থান ১৮৫। বাংলাদেশের চেয়ে পিছিয়ে যথারীতি পাকিস্তান ও শ্রীলঙ্কা যাদের র‍্যাঙ্কিং যথাক্রমে ২০১ ও ২০৪। 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো রদবদল হয়নি। ফিফা র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে রানার্সআপ ফ্রান্স। তিনে ব্রাজিল, চারে আছে ইংল্যান্ড। পাঁচে বেলজিয়াম, ছয়ে ক্রোয়েশিয়া, সাতে নেদারল্যান্ডস, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে আছে স্পেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত