নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাফে ১৪ বছর পর সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গ্রুপ পর্বে হারিয়েছে মালদ্বীপ ও ভুটানকে। সেমিতে থেমে গেলেও কুয়েতের সঙ্গে বাংলাদেশের লড়াইটা ছিল স্মরণীয়।
সাফে ভালো খেলা ও দুই ম্যাচ জেতায় র্যাঙ্কিংয়ে একটা সুখবরের আশায় ছিলেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। আজ সবশেষ ফিফা র্যাঙ্কিংয়ের হালনাগাদ শেষে সেই সুখবরটা এল। র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন ১৮৯তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
গত এপ্রিল থেকে র্যাঙ্কিংয়ের ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ। সাফে দারুণ খেলায় ২.৯৪ রেটিং বেড়েছিল জামাল ভূঁইয়াদের। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৮৯২.৪৪ রেটিং পয়েন্ট যা আগে ছিল ৮৮৯.৫। সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষেও জয় ছিল লাল-সবুজ ফুটবলারদের। সব মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া কেবল আরেকটি দেশেরই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সাফ জয়ী ভারত এক ধাপ এগিয়ে বর্তমানে আছে ৯৯তম স্থানে। বাংলাদেশের কাছে হারা মালদ্বীপ এক ধাপ পিছিয়ে আছে ১৫৫তম স্থানে। নেপালের অবস্থান পাল্টায়নি, দলটি আছে ১৭৫তম স্থানে। এক ধাপ পেছানো ভুটানের অবস্থান ১৮৫। বাংলাদেশের চেয়ে পিছিয়ে যথারীতি পাকিস্তান ও শ্রীলঙ্কা যাদের র্যাঙ্কিং যথাক্রমে ২০১ ও ২০৪।
র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো রদবদল হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে রানার্সআপ ফ্রান্স। তিনে ব্রাজিল, চারে আছে ইংল্যান্ড। পাঁচে বেলজিয়াম, ছয়ে ক্রোয়েশিয়া, সাতে নেদারল্যান্ডস, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে আছে স্পেন।
সাফে ১৪ বছর পর সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গ্রুপ পর্বে হারিয়েছে মালদ্বীপ ও ভুটানকে। সেমিতে থেমে গেলেও কুয়েতের সঙ্গে বাংলাদেশের লড়াইটা ছিল স্মরণীয়।
সাফে ভালো খেলা ও দুই ম্যাচ জেতায় র্যাঙ্কিংয়ে একটা সুখবরের আশায় ছিলেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। আজ সবশেষ ফিফা র্যাঙ্কিংয়ের হালনাগাদ শেষে সেই সুখবরটা এল। র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন ১৮৯তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
গত এপ্রিল থেকে র্যাঙ্কিংয়ের ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ। সাফে দারুণ খেলায় ২.৯৪ রেটিং বেড়েছিল জামাল ভূঁইয়াদের। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৮৯২.৪৪ রেটিং পয়েন্ট যা আগে ছিল ৮৮৯.৫। সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষেও জয় ছিল লাল-সবুজ ফুটবলারদের। সব মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া কেবল আরেকটি দেশেরই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সাফ জয়ী ভারত এক ধাপ এগিয়ে বর্তমানে আছে ৯৯তম স্থানে। বাংলাদেশের কাছে হারা মালদ্বীপ এক ধাপ পিছিয়ে আছে ১৫৫তম স্থানে। নেপালের অবস্থান পাল্টায়নি, দলটি আছে ১৭৫তম স্থানে। এক ধাপ পেছানো ভুটানের অবস্থান ১৮৫। বাংলাদেশের চেয়ে পিছিয়ে যথারীতি পাকিস্তান ও শ্রীলঙ্কা যাদের র্যাঙ্কিং যথাক্রমে ২০১ ও ২০৪।
র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো রদবদল হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে রানার্সআপ ফ্রান্স। তিনে ব্রাজিল, চারে আছে ইংল্যান্ড। পাঁচে বেলজিয়াম, ছয়ে ক্রোয়েশিয়া, সাতে নেদারল্যান্ডস, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে আছে স্পেন।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৯ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪৩ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে