Ajker Patrika

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশের গ্রুপে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনুশীলনে নারী ফুটবলাররা। ফাইল ছবি
অনুশীলনে নারী ফুটবলাররা। ফাইল ছবি

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ অনুষ্ঠিত হয়েছে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র। বাংলাদেশ পড়েছে ‘সি’গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শক্তিশালী মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

র‍্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের (১৩৩) চেয়ে ৭৮ ধাপ মিয়ানমার (৫৫) ও বাহরাইন (৯২) এগিয়ে আছে ৪১ ধাপ। তবে ৮ ধাপ পিছিয়ে আছে তুর্কমেনিস্তান (১৪১)। আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে নারী এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশের গ্রুপের সবগুলো ম্যাচ আয়োজন করবে মিয়ানমার। প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। তৃতীয় ও শেষ ম্যাচে লড়বে তুর্কমেনিস্তানের বিপক্ষে।

বাছাইপর্ব থেকে ৮ গ্রুপ চ্যাম্পিয়নরা জায়গা করে নেবে মূল পর্বে। আগামী বছরের ১-২১ মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপের ২১ তম আসর। আয়োজক অস্ট্রেলিয়া ছাড়াও সরাসরি জায়গা করে নিয়েছে গত আসরের সেরা তিন দল চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান।

গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর টালমাটাল সময় কাটিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে বিদ্রোহের ডাক দেন ১৮ ফুটবলার। যদিও পরে ঠিকই বিদ্রোহের অবসান ঘটান তারা। তবে তাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের জন্য দল সাজান বাটলার। সেই দুই ম্যাচের দুটিতেই ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। মার্চ আরব আমিরাত সফরের বন্ধ রয়েছে নারী ফুটবলারদের ক্যাম্প। ঈদের ছুটির পর আবার শুরু হবে তা। সেই ক্যাম্পে থাকবেন বিদ্রোহী ফুটবলাররাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত