Ajker Patrika

স্বদেশি ‘প্রতিপক্ষকে’ নিজের জার্সি উপহার দিলেন মেসি

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮: ৪১
স্বদেশি ‘প্রতিপক্ষকে’ নিজের জার্সি উপহার দিলেন মেসি

ইন্টার মায়ামির হয়ে অভিষেকের পর থেকেই মুগ্ধতা ছড়াচ্ছেন লিওনেল মেসি। যদিও আর্জেন্টাইন তারকার জন্য নতুন কিছু নয়। কয়েক দশক ধরেই পায়ের জাদুতে ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করছেন তিনি। তবে মেজর লিগ সকারে (এমএলএস) যেভাবে খাদের কিনারা থেকে দলকে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন তা এক কথায় অবিশ্বাস্য। 

শুধুই মাঠের পারফরম্যান্সেই দুর্দান্ত ছিলেন না মেসি। ম্যাচ শেষ হওয়ার পর প্রতিপক্ষ ডালাস এফসির এক খেলোয়াড়কে বিস্মিত করেছেন তিনি। খেলোয়াড়টি তাঁরই স্বদেশি আলান ভেলাসকো। উদীয়মান ফরোয়ার্ডকে জার্সি উপহার দিয়ে চমকে দিয়েছেন সাতবারের ব্যালন ডি অরজয়ী। 

মেসির উপহার পেয়ে যারপরনাই খুশি ভেলাসকো। বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছ থেকে জার্সি পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। সঙ্গে জানিয়েছেন, মুহূর্তটি কখনো ভুলবেন না তিনি।

২০২২ সাল থেকে ডালাসের হয়ে আক্রমণভাগে খেলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ দলের ফুটবলার ভেলাসকো। জার্সির বিষয়ে ইএসপিএনকে তিনি বলেছেন, ‘এটি এমন এক ম্যাচ ছিল যা জীবনে কখনো ভুলব না। মেসির বিপক্ষে খেলেছি, সে আমাকে জার্সি দিয়েছে এবং জড়িয়ে ধরেছে। এটি পাওয়ায় আমি খুবই খুশি।’ 

ম্যাচ শেষ হওয়ার পর টানেল দিয়ে যাওয়ার আগে মাঠের মধ্যে ভেলাসকোর সঙ্গে হ্যান্ডশেক করার পর জড়িয়ে ধরেন মেসি। আলিঙ্গন শেষে আর্জেন্টাইন অধিনায়ক নিজের জার্সি খুলে স্বদেশি ফরোয়ার্ডকে দিয়ে দেন। সেই সময় উদীয়মান তারকাও নিজের জার্সি খুলে শৈশবের নায়ককে দিয়ে দেন। 

গত পরশু এমন সুন্দর মুহূর্তের আগে অবশ্য ভেলাসকোর হৃদয় ভেঙে দিয়েছেন মেসি। ডালাসের হয়ে তৃতীয় গোল করে ম্যাচে জয়ের আশা করছিলেন ভেলাসকো। কিন্তু জোড়া গোল করে ডালাসের প্রায় নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছেন মেসি। প্রতিপক্ষের বিপক্ষে একসময় ৩–১ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে তাঁর দুর্দান্ত ফ্রি কিকে ৪–৪ গোলে সমতায় ফেরে মায়ামি। পরে লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে পেনাল্টিতে জিতে কোয়ার্টার নিশ্চিত করেছে মায়ামি। মায়ামির হয়ে ৪ ম্যাচে ৭ গোল করেছেন সাবেক বার্সেলোনা তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত