ঢাকা: গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় গেছেন সার্জিও আগুয়েরো। ১ জুন বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয় এই আর্জেন্টাইন তারকার। বন্ধু লিওনেল মেসির সঙ্গে আগুয়েরোর জুটি বাঁধা নিয়ে কাল উচ্ছ্বাস প্রকাশ করেছেন আগুয়েরোর বাবা লিওনেল দেল কাস্তিও। একই সঙ্গে পেপ গার্দিওলার চোখের পানিকে ‘ছলনা’ দাবি করে নিজের ক্ষোভও ঝেরেছেন তিনি।
গত ২৩ মে ম্যান সিটির জার্সিতে এভারটনের বিপক্ষে শেষ প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছিলেন আগুয়েরো। ম্যান সিটির ৫-০ গোলে জয়ের ম্যাচে আগুয়েরো করেছিলেন দুই গোল। ইপিএলে আগুয়েরোর বিদায়ী ম্যাচ উপলক্ষে খুব কেঁদেছিলেন গার্দিওলা।
কাল গার্দিওলার এই কান্নাকে ‘মায়াকান্না’ দাবি করে আগুয়েরোর বাবা বলেছেন, ‘আমি গার্দিওলাকে বিশ্বাস করি না। সে আমার ছেলেকে কখনোই তার দলে চাইতো না। গার্দিওলা সব সময় নেতা হতে চান।’
সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি ছিল আগুয়েরোর শেষ ম্যাচ। সেটি জিতলে সিটির জার্সিতে আগুয়েরোর শেষটা হয়তো আরও রঙিন হতো। তবে সিটির হয়ে ১০ বছরে আগুয়েরো যা পেয়েছেন, তাও কম নয়। ইপিএলে কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড আগুয়েরোর (১৫৮)। পাঁচবার প্রিমিয়ার লিগ জিতেছেন সিটির হয়ে।
ঢাকা: গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় গেছেন সার্জিও আগুয়েরো। ১ জুন বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয় এই আর্জেন্টাইন তারকার। বন্ধু লিওনেল মেসির সঙ্গে আগুয়েরোর জুটি বাঁধা নিয়ে কাল উচ্ছ্বাস প্রকাশ করেছেন আগুয়েরোর বাবা লিওনেল দেল কাস্তিও। একই সঙ্গে পেপ গার্দিওলার চোখের পানিকে ‘ছলনা’ দাবি করে নিজের ক্ষোভও ঝেরেছেন তিনি।
গত ২৩ মে ম্যান সিটির জার্সিতে এভারটনের বিপক্ষে শেষ প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছিলেন আগুয়েরো। ম্যান সিটির ৫-০ গোলে জয়ের ম্যাচে আগুয়েরো করেছিলেন দুই গোল। ইপিএলে আগুয়েরোর বিদায়ী ম্যাচ উপলক্ষে খুব কেঁদেছিলেন গার্দিওলা।
কাল গার্দিওলার এই কান্নাকে ‘মায়াকান্না’ দাবি করে আগুয়েরোর বাবা বলেছেন, ‘আমি গার্দিওলাকে বিশ্বাস করি না। সে আমার ছেলেকে কখনোই তার দলে চাইতো না। গার্দিওলা সব সময় নেতা হতে চান।’
সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি ছিল আগুয়েরোর শেষ ম্যাচ। সেটি জিতলে সিটির জার্সিতে আগুয়েরোর শেষটা হয়তো আরও রঙিন হতো। তবে সিটির হয়ে ১০ বছরে আগুয়েরো যা পেয়েছেন, তাও কম নয়। ইপিএলে কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড আগুয়েরোর (১৫৮)। পাঁচবার প্রিমিয়ার লিগ জিতেছেন সিটির হয়ে।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৮ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৯ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১২ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৫ ঘণ্টা আগে