Ajker Patrika

বার্সার ‘দুরবস্থার’ দিনে এগিয়ে আসতে হলো ফরাসি তারকাকেও

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩৪
বার্সার ‘দুরবস্থার’ দিনে এগিয়ে আসতে হলো ফরাসি তারকাকেও

লা লিগার কঠোর বেতনকাঠামোয় লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি করতে পারেনি বার্সেলোনা। একই কারণে এই মৌসুমে কেনা খেলোয়াড়দের নিবন্ধন করতেও হিমশিম খাচ্ছে ক্লাবটি। স্প্যানিশ ক্লাবটির এই দুরবস্থার দিনে এগিয়ে আসতে হলো স্যামুয়েল উমিতিতিকে। বেতন কমাতে রাজি হয়েছেন এই ফরাসি তারকা। 

এর মধ্যে বেতন কমিয়েছেন বার্সার চার অধিনায়ক। প্রতি মৌসুমের শুরুতেই বার্সা আনুষ্ঠানিকভাবে চার অধিনায়কের নাম ঘোষণা করে। মূল অধিনায়ক না থাকলে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থজনকে অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়। জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, সার্জিও রবের্তোর সঙ্গে এই মৌসুমে অধিনায়কের দায়িত্ব পাওয়া জর্ডি আলবাও বেতন কমিয়েছেন। 

এবার সেই তালিকায় যোগ হলেন উমতিতি। ক্লাবের দুরবস্থা সম্পর্কে ভালো ধারণা আছে ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের। ক্লাবের কঠিন সময়ে এগিয়ে আসতে তাই দুবার ভাবেননি উমতিতি। বার্সায় উচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের একজন তিনি। 

২০২৩ সালের জুন পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি আছে উমতিতির। চোটে পড়ে অবশ্য গত মৌসুমে বেশি সময় মাঠে থাকতে পারেননি তিনি। ২৫টি ম্যাচ ডাগআউটে বসে কাটাতে হয়েছে উমতিতিকে। এই মৌসুমে তাই নিজের সেরাটা দিতে উন্মুখ হয়ে আছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত