পরিবারে সচ্ছলতা ফেরাতে কিংবা চাকরির সুবাদে কত মানুষকেই তো বিদেশে পাড়ি জমাতে হয়। ওয়েন রুনিও বড় অঙ্কের প্রস্তাব পেয়ে ‘না’ বলতে পারেননি। পরিবার ছেড়ে চলে গেছেন মার্কিন মুলুকে।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের প্রধান কোচ হচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুনি। আজকালের মধ্যেই ক্লাবটির সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার কথা তাঁর।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান বলছে, বছরে ১১৭ কোটি টাকা পারিশ্রমিক পাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড রুনি। ৩৬ বছর বয়সী তারকার নতুন চাকরির খবরে খুশি হওয়ার কথা পরিবারের। তা নয়; উল্টো বেদনাহত তাঁর স্ত্রী কুলেন রুনি। স্বামীর যুক্তরাষ্ট্রে যাওয়ার খবর শুনে কেঁদেছেন তিনি। ‘ঘরকাতুরে’ কুলেন কোনোভাবেই রুনির সঙ্গে যেতে রাজি নন। চার সন্তান নিয়ে থেকে যেতে চান ইংল্যান্ডেই।
ডিসি ইউনাইটেডের সঙ্গে রুনির সম্পর্কটা পুরোনো। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত খেলোয়াড় হিসেবে ক্লাবটিতে ছিলেন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৫ গোল। সে সময় পরিবারকে নিয়েই ওয়াশিংটন ডিসিতে থাকতেন তিনি। তখনই কুলেনের বাজে অভিজ্ঞতা হয়েছে। প্রায় প্রতি রাতেই দেশে ফেরার জন্য কাঁদতেন তিনি।
আবার যখন সেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা উঠেছে, তখনো কেঁদেছেন কুলেন। বলেছেন, ‘শহরটি (ওয়াশিংটন ডিসি) ঘুরে বেড়ানোর জন্য ভালো। বসবাসের জন্য নয়। যুক্তরাজ্যের চেয়ে যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে। আমার চার সন্তান স্কুলে যায়। ওরা এখানে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে।’
ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ডার্বি কাউন্টির প্রধান কোচের চাকরি ছাড়ার পর থেকেই রুনির সঙ্গে যোগাযোগ করে আসছিল ডিসি। সাবেক ক্লাবকে কোচিং করানো নিয়ে কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত প্রস্তাবে রাজি হয়েছেন।
পরিবারে সচ্ছলতা ফেরাতে কিংবা চাকরির সুবাদে কত মানুষকেই তো বিদেশে পাড়ি জমাতে হয়। ওয়েন রুনিও বড় অঙ্কের প্রস্তাব পেয়ে ‘না’ বলতে পারেননি। পরিবার ছেড়ে চলে গেছেন মার্কিন মুলুকে।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের প্রধান কোচ হচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুনি। আজকালের মধ্যেই ক্লাবটির সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার কথা তাঁর।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান বলছে, বছরে ১১৭ কোটি টাকা পারিশ্রমিক পাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড রুনি। ৩৬ বছর বয়সী তারকার নতুন চাকরির খবরে খুশি হওয়ার কথা পরিবারের। তা নয়; উল্টো বেদনাহত তাঁর স্ত্রী কুলেন রুনি। স্বামীর যুক্তরাষ্ট্রে যাওয়ার খবর শুনে কেঁদেছেন তিনি। ‘ঘরকাতুরে’ কুলেন কোনোভাবেই রুনির সঙ্গে যেতে রাজি নন। চার সন্তান নিয়ে থেকে যেতে চান ইংল্যান্ডেই।
ডিসি ইউনাইটেডের সঙ্গে রুনির সম্পর্কটা পুরোনো। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত খেলোয়াড় হিসেবে ক্লাবটিতে ছিলেন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৫ গোল। সে সময় পরিবারকে নিয়েই ওয়াশিংটন ডিসিতে থাকতেন তিনি। তখনই কুলেনের বাজে অভিজ্ঞতা হয়েছে। প্রায় প্রতি রাতেই দেশে ফেরার জন্য কাঁদতেন তিনি।
আবার যখন সেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা উঠেছে, তখনো কেঁদেছেন কুলেন। বলেছেন, ‘শহরটি (ওয়াশিংটন ডিসি) ঘুরে বেড়ানোর জন্য ভালো। বসবাসের জন্য নয়। যুক্তরাজ্যের চেয়ে যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে। আমার চার সন্তান স্কুলে যায়। ওরা এখানে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে।’
ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ডার্বি কাউন্টির প্রধান কোচের চাকরি ছাড়ার পর থেকেই রুনির সঙ্গে যোগাযোগ করে আসছিল ডিসি। সাবেক ক্লাবকে কোচিং করানো নিয়ে কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত প্রস্তাবে রাজি হয়েছেন।
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
৩৫ মিনিট আগে২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে