Ajker Patrika

পাকিস্তান সফরে সরকারের সবুজসংকেত পেয়েছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মে ২০২৫, ১৫: ৫৯
অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি
অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।

বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘পাকিস্তান সিরিজ হচ্ছে। আমরা সরকারের কাছ থেকে সবুজসংকেত পেয়েছি। ক্রিকেটারেরা এখন সংযুক্ত আরব আমিরাতে, সেখানে দুই ম্যাচের সিরিজ খেলে পাকিস্তানে যাবে।’

তবে আসন্ন পাকিস্তান সফর নিয়ে ক্রিকেটারদের মতামতও জানতে চায় বিসিবি। ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেলেই ক্রিকেটারদের মতামত জানতে চাইব। কারণ, এমন পরিস্থিতির পর কেউ ভ্রমণ করতে অনাগ্রহী হতে পারে। আমরা কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে অপছন্দের জায়গায় খেলতে পাঠাতে পারি না।’

এর আগেও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ যখন পাকিস্তানে সফর করেছিল, তখন বিসিবি আগেভাগেই একটি নিরাপত্তা দল পাঠিয়েছিল। তবে এবার সে রকম কিছু হচ্ছে না বলে জানালেন তিনি। বলেন, ‘এবার পরিস্থিতি ভিন্ন। দুই দেশই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন সব দলকে ভিভিআইপি বা প্রেসিডেনশিয়াল নিরাপত্তা দেয়—বাংলাদেশ দলও সেই প্রোটোকল পাবে। আগের সফরের মতোই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত