ক্রীড়া ডেস্ক
কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে যে দলটা খেলেছে, লিটনের নেতৃত্বে সেই দলটাই খেলবে পাকিস্তান সিরিজে। অধিনায়ক লিটনসহ টপ অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। জাকের আলী অনিক উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকলেও লিটনের হাতে গ্লাভস থাকার সম্ভাবনা বেশি।
১৫ সদস্যের দলে আছেন চার স্পিনার ও পাঁচ পেসার। তিন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত শামীম গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে। পেস বোলিং লাইনআপে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিব ও সাইফউদ্দিনের শেষের দিকে ব্যাটিংটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
২০, ২২, ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। মিরপুরেই হবে পুরো সিরিজ। তিনটা ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন
কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে যে দলটা খেলেছে, লিটনের নেতৃত্বে সেই দলটাই খেলবে পাকিস্তান সিরিজে। অধিনায়ক লিটনসহ টপ অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। জাকের আলী অনিক উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকলেও লিটনের হাতে গ্লাভস থাকার সম্ভাবনা বেশি।
১৫ সদস্যের দলে আছেন চার স্পিনার ও পাঁচ পেসার। তিন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত শামীম গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে। পেস বোলিং লাইনআপে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিব ও সাইফউদ্দিনের শেষের দিকে ব্যাটিংটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
২০, ২২, ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। মিরপুরেই হবে পুরো সিরিজ। তিনটা ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৩১ মিনিট আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৩ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে