Ajker Patrika

লঙ্কাজয়ী বাংলাদেশ দলই থাকছে পাকিস্তান সিরিজে

ক্রীড়া ডেস্ক    
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজজয়ী দলটাই থাকছে পাকিস্তান সিরিজে। ছবি: এএফপি
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজজয়ী দলটাই থাকছে পাকিস্তান সিরিজে। ছবি: এএফপি

কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে যে দলটা খেলেছে, লিটনের নেতৃত্বে সেই দলটাই খেলবে পাকিস্তান সিরিজে। অধিনায়ক লিটনসহ টপ অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। জাকের আলী অনিক উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকলেও লিটনের হাতে গ্লাভস থাকার সম্ভাবনা বেশি।

১৫ সদস্যের দলে আছেন চার স্পিনার ও পাঁচ পেসার। তিন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত শামীম গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে। পেস বোলিং লাইনআপে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিব ও সাইফউদ্দিনের শেষের দিকে ব্যাটিংটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

২০, ২২, ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। মিরপুরেই হবে পুরো সিরিজ। তিনটা ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত